Daily Current Affairs in BengaliCurrent Affairs

24th January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

24th January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৪শে জানুয়ারি  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (24th January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. ক্রিকেটের প্রতি তার সার্ভিসের জন্য কাকে সম্প্রতি Knighthood প্রদান করা হয়েছে?

(A) ক্লাইভ লয়েড
(B) আজহার আলী
(C) মাইকেল ক্লার্ক
(D) রস টেলর

উত্তর :
(A) ক্লাইভ লয়েড

  • ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্যাপ্টেন ক্লাইভ লয়েডকে ক্রিকেটের প্রতি তার সেবার জন্য knighthood দেওয়া হয়েছে।
  • উইন্ডসর ক্যাসেলে ডিউক অফ কেমব্রিজের দ্বারা এই উপাধিটি প্রদান করা হয়েছে।
  • সামগ্রিকভাবে ক্লাইভ লয়েড ১১০টি টেস্ট এবং ৮৭টি ওয়ান-ডে ইন্টারন্যাশনাল খেলেছেন এবং সর্বকালের সবচেয়ে সফল ক্যাপ্টেনদের মধ্যে একজন।

২. নিচের মধ্যে কে সম্প্রতি “সিডনি টেনিস ক্লাসিক” খেতাব জিতেছে?

(A) ডেনিস শাপোভালভ
(B) আদ্রিয়ান মান্নারিনো
(C) আসলান কারাতসেভ
(D) আলেকজান্ডার জাভেরেভ

উত্তর :
(C) আসলান কারাতসেভ

  • রাশিয়ার আসলান কারাতসেভ সমপ্রতি সিডনি টেনিস ক্লাসিক শিরোপা জিতেছেন।
  • তিনি যুক্তরাজ্যের অ্যান্ডি মারেকে ৬-৩, ৬-৩ গেমে পরাজিত করেন।
  • এটি ছিল তার তৃতীয় ATP Tour শিরোপা।

৩. ৯ তম “National Ice Hockey Championship-2022” কোন জেলায় অনুষ্ঠিত হয়েছিল?

(A) কিন্নর
(B) চাম্বা
(C) লাহুল-স্পিতি
(D) সিমলা

উত্তর :
(C) লাহুল-স্পিতি

  • ১৬ই জানুয়ারি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর এটির উদ্বোধন করেছিলেন।
  • উদ্বোধনী ম্যাচ দিল্লি এবং হিমাচলের মধ্যে খেলা হয়েছিল, যেখানে দিল্লি ৪-০ গোলে জিতেছিল।

৪. “সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট”-এ নিম্নলিখিতদের মধ্যে কে সম্প্রতি ওমেন’স সিঙ্গেল টাইটেল জিতেছেন?

(A) পি.ভি. সিন্ধু
(B) আরিনা সাবালেঙ্কা
(C) এমা রাদুকানু
(D) অ্যাশলে বার্টি

উত্তর :
(A) পি.ভি. সিন্ধু

  • দুইবারের অলিম্পিক পদক বিজয়ী পিভি সিন্ধু ২৩শে জানুয়ারী ট২২ এ সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলাদের একক শিরোপা জিতেছিলেন।
  • লখনউয়ের “বাবু বেনারসি ইন্দোর স্টেডিয়াম”-এ তিনি মালবিকা বনসোদকে ২১-১৩, ২১-১৬-এ পরাজিত করেন।

৫. রানওয়ে রক্ষণাবেক্ষণে অবহেলা করে নিরাপত্তার নিয়ম লঙ্ঘনের জন্য নিচের কোন ভারতীয় বিমানবন্দরকে Directorate General of Civil Aviation (DGCA)-দ্বারা জরিমানা করা হয়েছে?

(A) নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (NSCBIA)
(B) গুরু রাম দাস জি আন্তর্জাতিক বিমানবন্দর
(C) তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর
(D) চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর

উত্তর :
(A) নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (NSCBIA)

  • Directorate General of Civil Aviation (DGCA) কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরকে (NSCBIA) ২০ লক্ষ টাকা জরিমানা করেছে।
  • রানওয়ে রক্ষণাবেক্ষণে অবহেলা করে নিরাপত্তার নিয়ম লঙ্ঘনের জন্য এই জরিমানা করা হয়েছে।
  • ইতিমধ্যে, পশ্চিমবঙ্গ সরকার দমদমের NSCBIA-এর ভিড়কে সামাল দেওয়ার লক্ষ্যে কলকাতার কাছেই একটি দ্বিতীয় বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।

৬. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে দুর্যোগ ব্যবস্থাপনায় তার কাজের জন্য ‘সুভাষ চন্দ্র বসু আপদা প্রবন্ধ পুরস্কার ২০২২’-এর জন্য নির্বাচিত করা হয়েছে?

(A) কবিশ সৌরভ
(B) কমলা রায়
(C) সতীশ চন্দ্র
(D) বিনোদ শর্মা

উত্তর :
(D) বিনোদ শর্মা

  • Gujarat Institute of Disaster Management এবং অধ্যাপক বিনোদ শর্মাকে ‘সুভাষ চন্দ্র বসু আপদা প্রবন্ধন পুরস্কার ২০২২’-এর জন্য নির্বাচিত করা হয়েছে।
  • দুর্যোগ ব্যবস্থাপনায় তাদের কাজের জন্য এই সম্মান প্রদান করা হয়েছে।

৭. ২৩শে জানুয়ারী ২০২২-এ ‘সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট’-এ নিচের কোন জুটি ‘মিক্সড ডাবলস টাইটেল’ জিতেছে?

(A) ইশান ভাটনগর ও তানিশা ক্র্যাস্টো
(B) সেও সিউং-জে এবং চায়ে য়ুও-জুং
(C) প্রবীণ জর্ডান এবং মেলাতি দায়েভা ওকতাভিয়ান্তি
(D) ঝেং সিওয়েই এবং হুয়াং ইয়াকিওং

উত্তর :
(A) ইশান ভাটনগর ও তানিশা ক্র্যাস্টো

  • তারা ফাইনালে টি. হেমা নগেন্দ্র বাবু এবং শ্রীবেদ্যা গুরাজাদাকে ২১-১৬, ২১-১২-এ পরাজিত করেছিল।

৮. ২০২২ সালের ২৬শে জানুয়ারী দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের জন্য কত সংখ্যক মার্চিং কন্টিজেন্ট নির্বাচন করা হয়েছে?(Extra Notes)

(A) ১৬টি কন্টিনজেন্ট
(B) ১৯টি কন্টিনজেন্ট
(C) ৬টি কন্টিনজেন্টস
(D) ২৬টি কন্টিনজেন্টস

উত্তর :
(A) ১৬টি কন্টিনজেন্ট

  • ২০২২-এর কুচকাওয়াজ সকাল ১০টার নির্ধারিত সময়ের পরিবর্তে সকাল ১০.৩০ এ শুরু হবে।
  • মার্চিং কন্টিনজেন্টে সৈন্য সংখ্যা ১৪৪ থেকে কমিয়ে ৯৬ করা হয়েছে।
  • বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, মন্ত্রক এবং বিভাগ থেকে ২১টি টেবিল এতে অংশ নেবে।

৯. নিচের কোন দেশটি ২০২২ সালে বিশ্বের সবচেয়ে বড় শসা এবং ক্ষীরা (gherkin) রপ্তানিকারক হয়ে উঠেছে?

(A) মালয়েশিয়া
(B) ভারত
(C) রাশিয়া
(D) চীন

উত্তর :
(B) ভারত

  • ভারত এপ্রিল থেকে অক্টোবর ২০২০-২১ এর মধ্যে ১১৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ১,২৩,০০০ মেট্রিক টনের বেশি শসা এবং ঘেরকিন (ক্ষীরা) রপ্তানি করেছে।
  • ক্ষীরা (Gherkin) বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, স্পেন, দক্ষিণ কোরিয়া, কানাডা, জাপান, বেলজিয়াম, রাশিয়া এবং চীন সহ ২০ টিরও বেশি দেশে রপ্তানি করা হয়।

১০. নিম্নলিখিত অভিনেত্রীদের মধ্যে কে সম্প্রতি ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ওয়ার্কিং উইমেন অ্যাওয়ার্ড ২০২২’-এ ভূষিত হয়েছেন?

(A) সুস্মিতা সেন
(B) দীপিকা পাড়ুকোন
(C) শাবানা আজমি
(D) কাজল আগরওয়াল

উত্তর :
(A) সুস্মিতা সেন

  • প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন সম্প্রতি International Association of Working Women Award-এ ভূষিত হয়েছেন।
  • তিনি তার শো ‘Aarya 2’-নামের একটি টিভি সিরিজে অভিনয়ের জন্য পুরস্কৃত হয়েছেন।
  • পুরস্কারটি DC South Asian Film Festival (DCSAFF) দ্বারা উপস্থাপিত হয়, যা ১৬ই জানুয়ারি থেকে ৩০শে জানুয়ারি, ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button