
মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণীর নাম
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণীর নাম নিয়ে। মানবদেহের কোন অঙ্গের আবরণীর নাম কি – এই টপিকটি থেকে মাঝে মধ্যেই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে প্রশ্ন এসেই থাকে। তাই তোমাদের জন্য মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণীর নামের তালিকাটি দেওয়া রইলো।
| ক্রমঃ | অঙ্গ | আবরণীর নাম |
|---|---|---|
| ১ | হৃদপিন্ড | পেরিকার্ডিয়াম |
| ২ | ফুসফুস | প্লুরা |
| ৩ | বৃক্ক | রেনাল ক্যাপসুল |
| ৪ | যকৃৎ | গ্লিসনস্ ক্যাপসুল |
| ৫ | তরুণাস্থি | পেরিকন্ড্রিয়াম |
| ৬ | মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড | মেনিনজেস |
| ৭ | ক্রোমোজোম | পেলিকল |
| ৮ | কোষগহ্বর | টনোপ্লাস্ট |
| ৯ | অস্থি ( ভেতরের ) | এন্ডোস্টিয়াম |
| ১০ | অস্থি ( বাইরের ) | পেরিঅস্টিয়াম |
| ১১ | পেশী | সারকোলেমা |
আরও দেখে নাও :
- বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ । Excretory Organs of Animals – PDF
- বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি PDF
- সালোকসংশ্লেষ সম্পর্কিত কিছু তথ্য । Photosynthesis
- মানব চক্ষুর বিভিন্ন রোগ সমূহ । চোখের বিভিন্ন রোগের নাম
- মানবদেহের রোগ ও রোগাক্রান্ত অংশ
To check our latest Posts - Click Here









kichu kichu PDF download kora jai na….ektu dekhben plzz…osonkho dhonnobad ato materials provide korar jnno…