General Knowledge Notes in BengaliHistory Notes

মেহেরগড় সভ্যতা । Mehrgarh

মেহেরগড় সভ্যতার ইতিহাস

মেহেরগড় সভ্যতা ( ৭০০০ – ২০০০ খ্রিস্টপূর্বাব্দ ) – মেহেরগড় সভ্যতার বৈশিষ্ট্য

  • মেহেরগড় হলো ভারতের প্রাচীনতম সভ্যতা।
  • আনুমানিক ৭০০০ খ্রিস্টপূর্বাব্দে নব্যপ্রস্তর যুগে এই শুরু।
  • ১৯৭৪ খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ফরাসি প্রত্নতত্ববিদ জ্যাঁ ফ্রাঁসোয়া জারিজ ও রিচার্ড মিডৌ।
  • মেহেরগড় পাকিস্তানের বালুচিস্তানের ধাদর ( বোলান গিরিপথের নিকট ) অবস্থিত।
  • এখানেই সর্বপ্রথম জীবন্ত মানুষের দাঁতে ফুটো ( Teeth Drilling ) করার নিদর্শন পাওয়া গিয়েছে।
  • আফগানিস্তান , পশ্চিম এশিয়া, ইরান ও মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্য চলতো।
  • মেহেরগড়ের অধিবাসীরা ছিল অর্ধ-যাযাবর প্রকৃতির। তারা গম, যব প্রভৃতি ফসল চাষ করতো এবং গবাদি পশু – ছাগল, ভেড়া প্রভৃতি পালন করতেন।
  • ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের নিদর্শন মেহেরগড় সভ্যতায় পাওয়া যায়।
  • আত্মার দেহান্তর প্রাপ্তি, পরজন্ম, পুনর্জন্ম প্রভৃতিতে মেহেরগড়ের অধিবাসীরা বিশ্বাস করত এই কারণে তারা পুরুষদের মৃতদেহ সমাহিত করার সময় মৃতদেহের সঙ্গে ঝুড়ি, পুঁতি, চুড়ি, পাথর ও হাড়ের যন্ত্রপাতি ইত্যাদি কবরস্থ করতো।
  • মেহেরগড়ের অধিবাসীরা সামুদ্রিক প্রাণীর খোলা, চুনাপাথর, বেলেপাথর, নীলকান্তমণি প্রভৃতি অলংকার ব্যবহার করতো।
  • বাড়িঘরগুলো কাদামাটি দিয়ে তৈরী করা হতো।
  • ছোট ছোট মানুষের মূর্তি, কুঁজ বিশিষ্ট ষাঁড়, হাড়ের তৈরী সুঁচ, সামুদ্রিক প্রাণীর খোলস প্রভৃতির নিদর্শন মিলেছে।

মেহেরগড় সভ্যতা সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি?

ভারতের প্রাচীনতম সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা।

মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন?

১৯৭৪ খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ফরাসি প্রত্নতত্ববিদ জ্যাঁ ফ্রাঁসোয়া জারিজ।

মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গিয়েছে ?

মেহেরগড় পাকিস্তানের বালুচিস্তানের বোলান নদীর তীরে অবস্থিত।

কোন সভ্যতায় সর্বপ্রথম Teeth Drilling এর নিদর্শন পাওয়া গিয়েছে ?

মেহেরগড় সভ্যতায়

মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা ?

নিওলিথিক বা নব্য প্রস্তর যুগের সভ্যতা

আরো দেখে নাও :

মগধের উত্থান – পার্ট ৩ – নন্দ বংশ

ষোড়শ মহাজনপদ –  নাম, রাজধানী ও বর্তমান অবস্থান

ইতিহাস MCQ – সেট ৭৩ –  মুঘল সাম্রাজ্যের ইতিহাস

History of Maratha Empire | মারাঠা সাম্রাজ্যের ইতিহাস | PDF

ভারতের ইতিহাস বই ( PDF )

ভারতের ইতিহাস – ৩০০টি MCQ ( PDF )

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button