Daily Current Affairs in BengaliCurrent Affairs

7-9th April Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

7-9th April Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৭-৯ই এপ্রিল – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 7-9th April Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 6th April Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি FIFA কর্তৃক প্রকাশিত ছয় বছরের ইতিহাসে ফিফা র‌্যাঙ্কিংয়ে নিচের কোন দেশটি প্রথমবারের মতো শীর্ষে রয়েছে?

(A) ফ্রান্স
(B) পর্তুগাল
(C) ব্রাজিল
(D) আর্জেন্টিনা

উত্তর
(D) আর্জেন্টিনা

  • ফ্রান্স দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল তৃতীয় স্থানে, বেলজিয়াম রয়েছে চতুর্থ স্থানে, ইংল্যান্ড পঞ্চম , এরপরে রয়েছে নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইতালি, পর্তুগাল এবং স্পেন।
  • ভারত নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে পাঁচটি স্পট উপরে উঠে এখন ১০১ তম স্থানে রয়েছে।
  • পরবর্তী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং ২০ জুলাই ২০২৩-এ প্রকাশিত হবে।

২. সম্প্রতি প্রকাশিত ফোর্বস বিলিয়নার্স ২০২৩ তালিকায় নিম্নোক্তদের মধ্যে কে সবচেয়ে ধনী স্পোর্টস ওনার হয়েছেন?

(A) স্টিভ বলমার
(B) শহীদ খান
(C) রব ওয়ালটন
(D) মুকেশ আম্বানি

উত্তর
(D) মুকেশ আম্বানি

  • ৮৩.৪ বিলিয়ন ডলারের সম্পদের সাথে, মুকেশ আম্বানি সর্বোপরি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি।
  • ২১১ বিলিয়ন ডলারের সম্পদের সাথে, বার্নার্ড আর্নল্ট প্রথমবারের মতো তালিকার শীর্ষে।
  • তালিকা অনুযায়ী, বিশ্বের ২৫ জন ধনী ব্যক্তির সমষ্টিগত মূল্য ২.১ ট্রিলিয়ন ডলার।

৩. পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত UEFA-এর সাধারণ কংগ্রেসে নিম্নোক্তদের মধ্যে কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (UEFA) সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন?

(A) মিশেল প্লাতিনি
(B) স্ট্যানলি রিমেট
(C) আলেকজান্ডার সেফেরিন
(D) ইসা হায়াতু

উত্তর
(C) আলেকজান্ডার সেফেরিন

  • আলেকসান্ডার সেফেরিন ২০১৬ সালে প্রথম UEFA এর সপ্তম সভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং ২০২৭ সাল পর্যন্ত আরও চার বছরের মেয়াদে দায়িত্ব পালন করবেন।
  • মিঃ সেফেরিন ২০১৬ সালে মিশেল প্লাতিনির স্থলাভিষিক্ত হয়েছিলেন।

৪. কোন ইন্দো-আমেরিকান চিকিৎসক এবং অধ্যাপক আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন (AUA) দ্বারা ‘ইয়াং ইউরোলজিস্ট অফ দ্য ইয়ার’ পুরস্কারে সম্মানিত হয়েছেন?

(A) পুনম দেশাই
(B) পদ্মা আইয়ার
(C) দিব্যা মালহোত্রা
(D) নিত্য আব্রাহাম

উত্তর
(D) নিত্য আব্রাহাম

  • নিত্য আব্রাহাম নিউইয়র্কের অ্যালবার্ট আইনস্টাইন কলেজ অফ মেডিসিনের নির্বাহী পাঠ্যক্রম কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
  • তিনি সোসাইটি ফর ইউরোডাইনামিকস এবং সোশ্যাল মিডিয়া কমিটির সদস্য।

৫. ৬ই এপ্রিল ২০২৩-এ, টেসলা ইনকর্পোরেটেড তার পরিচালনা পর্ষদে নিম্নোক্ত কাকে মনোনীত করেছে?

(A) মার্টিন এবারহার্ড
(B) ব্যাগলিনো আঁকে
(C) ইয়ান রাইট
(D) জেবি স্ট্রবেল

উত্তর
(D) জেবি স্ট্রবেল

  • এছাড়া টেসলা টম ঝু-কে অটোমোটিভ অপারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করেছেন।

সাম্প্রতিক নিয়োগ:

  • নীরজ নিগমকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) নির্বাহী পরিচালক হিসাবে নিযুক্ত করেছে।
  • অর্চনা খোসলা বর্মন FICCI লেডিস অর্গানাইজেশনের মুম্বাই চ্যাপ্টারের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
  • টাটা পাওয়ার ডাঃ প্রবীর সিনহাকে CEO হিসাবে পুনরায় নিযুক্ত করেছে।

৬. ইউরোপীয় ইউনিয়নের (EU) জলবায়ু পর্যবেক্ষণ সংস্থার মতে, সম্প্রতি অ্যান্টার্কটিক সমুদ্রের বরফের পরিমাণ গড় থেকে কত শতাংশ কম রয়েছে?

(A) ২৬
(B) ৩২
(C) ৩০
(D) ২৮

উত্তর
(D) ২৮

  • স্যাটেলাইট চিত্রগুলি দেখায় যে অ্যান্টার্কটিক সমুদ্রের বরফের পরিমাণ গড়ে ২৮% কম ছিল এবং এটি ৪৫ বছরের সর্বনিম্নে পৌঁছেছে।

৭. কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন রাজ্যে বিশ্বের তৃতীয় লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল-ওয়েভ অবজারভেটরি (LIGO) প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে?

(A) গুজরাট
(B) হরিয়ানা
(C) পাঞ্জাব
(D) মহারাষ্ট্র

উত্তর
(D) মহারাষ্ট্র

  • এটি মহারাষ্ট্রের হিঙ্গোলিতে ২,৬০০ কোটি টাকা ব্যয়ে বিশ্বের তৃতীয় লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল-ওয়েভ অবজারভেটরি (LIGO) প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে।

৮. ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কোন রাজ্যে ‘গজ উৎসব-২০২৩’ উদ্বোধন করেছিলেন?

(A) গুজরাট
(B) আসাম
(C) কর্ণাটক
(D) কেরালা

উত্তর
(B) আসাম

  • উদযাপনটি আমাদের ধর্ম, পৌরাণিক কাহিনী এবং সাহিত্যের একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে বাস্তুতন্ত্রে হাতির ভূমিকাকে তুলে ধরে।
  • ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া (WTI) এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকও (MoEFCC) এই উৎসবের আয়োজন করছে।

৯. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?

(A) ৫ই এপ্রিল
(B) ৬ই এপ্রিল
(C) ৭ই এপ্রিল
(D) ৯ই এপ্রিল

উত্তর
(C) ৭ই এপ্রিল

  • প্রতি বছর ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়।
  • ১৯৪৮ সালে, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (WHO) প্রথম বিশ্ব স্বাস্থ্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
  • ৭ই এপ্রিল তারিখটি ১৯৪৮ সালে WHO প্রতিষ্ঠা দিবসকে চিহ্নিত করে।
  • ২০২৩ সালের বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম “Health for All”।

১০. কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কোথায় ‘যোগ মহোৎসব ২০২৩’-এ যোগ দিয়েছিলেন?

(A) গুজরাট
(B) সিকিম
(C) ওড়িশা
(D) আসাম

উত্তর
(D) আসাম

  • এই যোগ মহোৎসবটি ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবসের জন্য ৭৫ দিনের কাউন্টডাউন।
  • ১০০টি শহর এবং ১০০টি সংস্থা যোগব্যায়াম প্রচারের জন্য এর আগে ১০০ দিনের কাউন্টডাউনে অংশগ্রহণ করছে।

১১. নিচের কোন দেশ সম্প্রতি ‘Ofek-13’ নামে একটি নতুন স্পাই স্যাটেলাইট লঞ্চ করেছে?

(A) জাপান
(B) রাশিয়া
(C) ইজরায়েল
(D) পাকিস্তান

উত্তর
(C) ইজরায়েল

  • মধ্য ইজরায়েলের পালমাচিম এয়ারবেস থেকে উৎক্ষেপিত স্যাটেলাইট Ofek-13, ইসরায়েলি সামরিক এবং গোয়েন্দা সংস্থাগুলিকে সাহায্য করবে।
  • Ofek-13 স্যাটেলাইটটি বেসামরিক উদ্দেশ্যেও ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে।

১২. টাইম ম্যাগাজিনের ২০২৩ টাইম ১০০ তালিকায় নিম্নোক্ত কে শীর্ষ স্থান অধিকার করেছে?

(A) লিওনেল মেসি
(B) মেঘান মার্কেল
(C) শাহরুখ খান
(D) ইলন মাস্ক

উত্তর
(C) শাহরুখ খান

  • শাহরুখ খান – প্রিন্স হ্যারি, লিওনেল মেসি এবং মেটার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকে পেকোনে ফেলে।
  • এই পোলে প্রাপ্ত মোট ১.২ মিলিয়ন ভোটের মধ্যে বলিউড সুপারস্টার শাহরুখ খান পেয়েছেন ৪% ভোট।

১৩. নিম্নোক্তদের মধ্যে কাকে যুক্তরাজ্যের (UK) রয়্যাল এয়ার ফোর্সের ওয়ারেন্ট অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে?

(A) বিবেক গুপ্ত
(B) সুব্রামানিয়াম
(C) আকাশ শুক্লা
(D) পরমেশ্বরন

উত্তর
(B) সুব্রামানিয়াম

  • তাঁর কাজ হবে RAF কর্মীদের সাথে সম্পর্কিত বিষয়ে বিমান বাহিনী প্রধানকে পরামর্শ দেওয়া।
  • সুব্রামানিয়াম ওয়ারেন্ট অফিসার জেক অ্যালপার্টের স্থলাভিষিক্ত হয়েছেন।
  • সুব্রামানিয়াম হলেন একজন এয়ার অ্যান্ড স্পেস অপারেশনস ম্যানেজার।
  • ২০২১ সালে, তিনি ইউনাইটেড কিংডম স্পেস কমান্ডের উদ্বোধনী কমান্ড ওয়ারেন্ট অফিসার হিসাবে নিযুক্ত হয়েছিলেন।

১৪. ভারতীয় রাফাল যুদ্ধবিমান নিচের কোন দেশে অনুষ্ঠিত বহুজাতিক সামরিক মহড়া ‘ওরিয়ন ২০২৩’-এ অংশগ্রহণ করবে?

(A) অস্ট্রেলিয়া
(B) যুক্তরাজ্য
(C) ফ্রান্স
(D) জাপান

উত্তর
(C) ফ্রান্স

  • Orion 2023 হল একটি বহুসামরিক ওয়ারগেম যাতে স্থল সেনা, যুদ্ধজাহাজ সহ বিমান বাহক এবং যুদ্ধ বিমান অন্তর্ভুক্ত রয়েছে।
  • নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) এর ৭,০০০ সৈন্য তাদের NATO মিত্রদের স্থল বাহিনীর সাথে জড়িত মহড়ায় অংশ নেবে।

১৫. নিম্নোক্তদের মধ্যে কে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (NRAI) সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন?

(A) রানীন্দর সিং
(B) জোগিন্দর সিং
(C) কালিকেশ নারায়ণ সিং দেও
(D) অমিত সিনহা

উত্তর
(C) কালিকেশ নারায়ণ সিং দেও

  • কালিকেশ নারায়ণ সিং দেও রনিন্দর সিং-এর স্থলাভিষিক্ত হলেন।
  • লোকসভার প্রথম স্পিকার জি.ভি. মাভলঙ্কার NRAI-এর প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি ছিলেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button