WBP Constable Exam – General Knowledge Practice Set
WBP Constable Exam – General Knowledge Practice Set
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো WBP Constable Exam এর General Knowledge Practice Set । West Bengal Police Constable Mock Test ।
আরো দেখে নাও : RRB NTPC 2020 GK Practice Set – 6
১. ভোরঘাট পাস্ কোথায় অবস্থিত?
(A) জম্মু- কাশ্মীর
(B) সিকিম
(C) মহারাষ্ট্র
(D) কেরালা
২. ‘A Brief History of Time’ বইটির লেখক কে ?
(A) স্টিফেন হকিং
(B) জে কে রাউলিং
(C) খুশবন্ত সিং
(D) নেলসন ম্যান্ডেলা
৩. তাঁতিয়া তোপি কার বিস্বস্ত অনুচর ছিলেন ?
(A) রানী লক্ষ্মীবাঈ
(B) বাহাদুর শাহ জাফর
(C) মঙ্গল পান্ডে
(D) নানাসাহেব
৪. ভারতের পিটসবার্গ কোন শহরকে বলা হয় ?
(A) প্রয়াগ
(B) জামসেদপুর
(C) মাদুরাই
(D) কোচি
৫. নীলদর্পণ ইংরেজি অনুবাদ প্রকাশ করার জন্য কাকে জরিমানা করা হয় ও কারাদণ্ড দেওয়া হয়?
(A) মাইকেল মধুসূদন দত্ত
(B) হরিশ্চন্র মুখোপাধ্যায়
(C) পাদ্রী জেমস লঙ
(D) উইলিয়াম কেরি
৬. “হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার” বলা হয় কোন শহরটিকে ?
(A) রোপার
(B) কালিবঙ্গান
(C) ধোলাভিরা
(D) লোথাল
৭. ভূপৃষ্ঠে গতিশীল কোন বস্তু কিছু সময় পরে নিজে থেকেই থেমে যায় –
(A) জাড্য ধর্মের জন্য
(B) ঘর্ষণ বলের জন্য
(C) ভরবেগের সংরক্ষণ সূত্রের জন্য
(D) অভিকর্ষ বলের জন্য
৮. জলে ডুবে মৃত্যুর ক্ষেত্রে ডায়াগোনিসিস করতে নিচের কোনটির সাহায্য নেওয়া হয় ?
(A) লাইকেন
(B) প্রটোজোয়া
(C) সায়ানো ব্যাক্টেরিয়া
(D) ডায়াটোম
৯. কে ১৯০৫ সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন ?
(A) পুলিন বিহারী দাস
(B) কেশবচন্দ্র সেন
(C) বারীন্দ্র কুমার ঘোষ
(D) ক্ষুদিরাম বসু
১০. পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে?
(A) মেঘনা
(B) গঙ্গা
(C) যমুনা
(D) সিন্ধু
WBP Constable Exam GK Practice Set
১১. নেইল পালিশ রিমুভারে কি থাকে ?
(A) সাইট্রিক এসিড ( Citric Acid )
(B) বেঞ্জিন ( Benzene )
(C) এসিটোন ( Acetone )
(D) ইথিলিন ( Ethylene )
১২. বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি ?
(A) কার্পাস
(B) পাট
(C) তামাক
(D) ইক্ষু
১৩. “গেইগার মুলার কাউন্টার” কি নির্ণয়ে ব্যবহৃত হয়?
(A) ভূগর্ভস্থ তৈলক্ষেত্র
(B) কয়লা
(C) তেজস্ক্রিয়তা
(D) শব্দের গতিবেগ ও দিক
১৪. প্রাণীদেহে যে কোষ বিভাজিত হয় না সেটি হল
(A) স্নায়ুকোষ
(B) জননকোষ
(C) অস্থিকোষ
(D) রক্তকোষ
১৫. UNESCO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
(A) লন্ডন
(B) ওয়াসিংটন ডিসি
(C) প্যারিস
(D) হেগ
আরো দেখে নাও : WBCS General Studies Manual – Practice Set 3 । 50 MCQ
১৬. নিচের কোনটি সিন্ধু সভ্যতার ধ্বংসের একটি সম্ভাব্য কারণ হিসেবে ধরা হয় না ?
(A) আর্যদের আক্রমণ
(B) বন্যা
(C) অগ্নিকান্ড
(D) ভূমিকম্প
১৭. কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন ?
(A) অ্যানি বেসান্ত
(B) সরোজিনী নাইডু
(C) রাজকুমারী অমৃতা কৌর
(D) সুচেতা কৃপালিনী
১৮. কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্তজমাট বাঁধে না ?
(A) হেপারিন
(B) হিমোগ্লোবিন
(C) ফাইব্রিন
(D) থার্মোপ্রাস্টিন
১৯. ভারতের রাষ্ট্রপতি কোন ব্যক্তির কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন ?
(A) প্রধানমন্ত্রী
(B) উপরাষ্ট্রপতি
(C) প্রধান বিচারপতি
(D) লোকসভার স্পিকার
WBP Constable Exam – GeneralAwareness Practice Set
২০. ONGC – পুরো কথাটি কি ?
(A) Oil and Natural Gas Company
(B) Oil and Natural Gas Corporation Limited
(C) Organization of non-govermental Companies
(D) Organization of non-govermental Co-Operatives
২১. ভারত শাসন আইনকে “Charter of Slavery” কে বলেছিলেন ?
(A) মহাত্মা গান্ধী
(B) বল্লভভাই প্যাটেল
(C) বাল গঙ্গাধর তিলক
(D) জওহরলাল নেহেরু
২২. জেটের কার্যনীতি হল –
(A) ভরের সংরক্ষণ সূত্র
(B) শক্তির সংরক্ষণ সূত্র
(C) রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র
(D) কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র
২৩. ১০ গ্রাম রেডিয়াম কে ১০ গ্রাম রেডিয়াম সালফেট করা হল। এতে তেজস্ক্রিয়তার কী পরিবর্তন –
(A) হয়
(B) হয় না
(C) হতেও পারে আবার নাও হতে পারে
(D) বলা সম্ভব নয়
২৪. “প্রাচ্যের ডান্ডি” কোন শহরকে বলা হয় ?
(A) ঢাকা
(B) শ্রীহট্ট
(C) রাজশাহী
(D) নারায়ণগঞ্জ
২৫. টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
(A) পশ্চিমবঙ্গ
(B) মনিপুর
(C) মেঘালয়
(D) গোয়া
মনিপুরে বারাক নদীর ওপরে অবস্থিত
২৬. ব্যারাকপুরে সেনাছাউনিতে মঙ্গল পান্ডে মহাবিদ্রোহের সূচনা করেন –
(A) ১৮৫৭ সালের ২৯শে মার্চ
(B) ১৮৫৭ সালের ৩১শে আগস্ট
(C) ১৮৫৭ সালের ৮ই আগস্ট
(D) ১৮৫৭ সালের ১৫ই জানুয়ারী
২৭. কাঁকরাপাড়া আণবিক কেন্দ্র ভারতের কোন শহরে অবস্থিত ?
(A) সুরাট
(B) কোটা
(C) মুম্বাই
(D) কালপক্কম
২৮. অর্থনীতির জনক কাকে বলা হয় ?
(A) ম্যাক্স মুলার
(B) এডাম স্মিথ
(C) কার্ল মার্ক্স্
(D) ভিন্সেন্ট স্মিথ
২৯. ত্রিপিটকের “পিটক” কথাটির অর্থ কি?
(A) গ্রন্থ
(B) সত্য
(C) সিদ্ধান্ত
(D) ঝুড়ি
৩০. মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন –
(A) সংসদ
(B) সংসদের অনুমতি সাপেক্ষে রাষ্ট্রপতি
(C) সর্বোচ্চ আদালতের সুপারিশক্রমে রাষ্ট্রপতি
(D) মন্ত্রিসভার অনুমোদনক্রমে রাষ্ট্রপতি
৩১. চদ্রকেতুগড়ের প্রাচীন ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
(A) উত্তর ২৪ পরগনা
(B) বাঁকুড়া
(C) নদীয়া
(D) ঝাড়গ্রাম
৩২. সার্ক (SAARC) – এর প্রধান স্থপতি কে ছিলেন ?
(A) জিয়াউর রহমান
(B) জিয়া-উল-হক
(C) রাজিব গান্ধী
(D) ইন্দিরা গান্ধী
৩৩. রাজস্থানের মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলে ?
(A) ধ্রিয়ান
(B) ধান্দ
(C) দিদওআনা
(D) বাগোর
৩৪. ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের অন্তর্বর্তী সীমানা ?
(A) ভারত-চীন
(B) ভারত-বার্মা
(C) ভারত-মালদ্বীপ
(D) চীন-রাশিয়া
৩৫. ‘ইরানি ট্রফি’ কোন খেলার সাথে যুক্ত ?
(A) ক্রিকেট
(B) হকি
(C) বাস্কেটবল
(D) ফুটবল
৩৬. “প্রথম আলো” বাংলা উপন্যাসটি কার লেখা ?
(A) জয়গোস্বামী
(B) সুনীল গঙ্গোপাধ্যায়
(C) আবুল বাসার
(D) সুচিত্রা ভট্টাচার্য
৩৭. পক্ষী সম্বন্ধীয় বিজ্ঞানের পোশাকি নাম হলো –
(A) পোমোলজি
(B) জুলজি
(C) জিওলোজি
(D) অর্নিথোলজি
৩৮. রনথম্বর ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত ?
(A) কর্ণাটক
(B) মধ্য প্রদেশ
(C) রাজস্থান
(D) কেরালা
৩৯. বেদের অপর নাম অপৌরুষেয় কেন?
(A) পুরুষরা বেদপাঠে যোগ্য নন
(B) নারীরা বেদপাঠে যোগ্য নন
(C) বেদ নারীদের দ্বারা সৃষ্ট
(D) বেদ মানুষের সৃষ্ট না
৪০. পশ্চিমবঙ্গে সিঙ্কোনা চাষ কোথায় হয় ?
(A) দার্জিলিং
(B) পুরুলিয়া
(C) জলপাইগুড়ি
(D) বাঁকুড়া
৪১. রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর ভারতের কোন শহরে অবস্থিত ?
(A) হায়দ্রাবাদ
(B) চেন্নাই
(C) তিরুবনন্তপুর
(D) ব্যাঙ্গালুরু
৪২. নিম্নলিখিতদের মধ্যে কে বিনা প্রতিদ্বন্ধিতায় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন ?
(A) রাজেন্দ্র প্রসাদ
(B) এস. রাধাকৃষ্ণন
(C) কে. আর. নারায়ণন
(D) নিলাম সঞ্জীব রেড্ডি
৪৩. ব্রোঞ্জ তামা ( Copper ) এবং _____ – এর সংকর ধাতু ।
(A) টিন
(B) জিংক
(C) রুপা ( Silver )
(D) নিকেল
৪৪. সেল তত্ত্ব প্রকাশ করেন –
(A) স্লেইডেন ও সোয়ান
(B) বেনসন ও কেলভিন
(C) ডিকসন ও জলি
(D) বান্টিং ও বেস্ট
৪৫. কোন বছরে রবার্ট এডউইন পেয়ারি উত্তর মেরু পৌঁছানোর প্রথম ব্যক্তির কৃতিত্ব অর্জন করেছিলেন ?
(A) ১৯০৬
(B) ১৯০৯
(C) ১৯১১
(D) ১৯১২
৪৬. সম্রাট শাহজাহান মোঘল বংশের কততম শাসক?
(A) তৃতীয়
(B) চতুর্থ
(C) পঞ্চম
(D) ষষ্ঠ
৪৭. প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি একক ভাবে অলিম্পিকে রৌপ্য পদক জিতেছিলেন ?
(A) অভিনব বিন্দ্রা
(B) লিয়েন্ডার পেজ
(C) রাজ্যবর্ধন সিং রাঠোর
(D) ধ্যানচাঁদ
২০০৪ সালের অলিম্পিকে জেতেন
৪৮. রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন ?
(A) ১০
(B) ১২
(C) ১৫
(D) ২০
৪৯. ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কফি উৎপন্ন হয় ?
(A) তামিলনাডু
(B) অন্ধ্র প্রদেশ
(C) কর্ণাটক
(D) কেরল
৫০. বর্তমানে হরপ্পা কোথায় অবস্থিত ?
(A) সিন্ধু প্রদেশের লারকানা জেলায়
(B) পাকিস্তান-ইরান সীমান্তে
(C) পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলায়
(D) রাজস্থানে
To check our latest Posts - Click Here