Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০ pdf । সাম্প্রতিকী

Current Affairs - November 2020 - PDF

১০১. বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয়?

(A) নভেম্বর ১৮
(B) নভেম্বর ১৯
(C) নভেম্বর ২০
(D) নভেম্বর ২১

[spoiler title=”উত্তর : “] (C) নভেম্বর ২০ [/spoiler]

১০২. ২০২০ সালের বিশ্ব দর্শন দিবস কবে পালন করা হল?

(A) নভেম্বর ১৮
(B) নভেম্বর ১৯
(C) নভেম্বর ২০
(D) নভেম্বর ২১

[spoiler title=”উত্তর : “] (B) নভেম্বর ১৯ [/spoiler]

১০৩. আইসিসি এর নতুন নির্দেশিকা অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য নুন্যতম কত বয়স প্রয়োজন?

(A) ১৫ বছর
(B) ১৬ বছর
(C) ১৭ বছর
(D) ১৮ বছর

[spoiler title=”উত্তর : “] (A) ১৫ বছর [/spoiler]

১০৪. এশিয়ার প্রথম সৌরশক্তি চালিত কাপড়ের কল ভারতের কোন রাজ্যে গড়ে উঠতে চলেছে?

(A) মহারাষ্ট্র
(B) তামিলনাড়ু
(C) তেলেঙ্গানা
(D) গুজরাট

[spoiler title=”উত্তর : “] (A) মহারাষ্ট্র [/spoiler]

১০৫. গরুদের সুরক্ষার জন্য কোন রাজ্য সরকার ‘Gau Cabinet’ এর ঘোষণা করলো ?

(A) গুজরাট
(B) উত্তর প্রদেশ
(C) মধ্য প্রদেশ
(D) হরিয়ানা

[spoiler title=”উত্তর : “] (C) মধ্য প্রদেশ

গরুদের সুরক্ষার মধ্যপ্রদেশ রাজ্য সরকার ‘Gau Cabinet’ এর ঘোষণা করলো । মধ্য প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী – শিবরাজ সিং চৌহান ।

[/spoiler]

১০৬. সম্প্রতি প্রয়াত হয়েছেন মৃদুলা সিনহা। তিনি কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন ?

(A) গুজরাট
(B) কেরালা
(C) গোয়া
(D) কর্ণাটক

[spoiler title=”উত্তর : “] (C) গোয়া

গোয়ার প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন মৃদুলা সিনহা।

[/spoiler]

১০৭. কোন রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চল সম্প্রতি ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে ব্রেকফাস্ট স্কিম লঞ্চ করলো ?

(A) পুদুচেরি
(B) চন্ডিগড়
(C) তামিলনাড়ু
(D) কর্ণাটক

[spoiler title=”উত্তর : “] (A) পুদুচেরি

প্রায় ৮০,০০০ ছাত্র-ছাত্রী এই সুবিধা পাবে ।

[/spoiler]

১০৮. জাতীয় মৃগী দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ১৪ নভেম্বর
(B) ১৫ নভেম্বর
(C) ১৬ নভেম্বর
(D) ১৭ নভেম্বর

[spoiler title=”উত্তর : “] (D) ১৭ নভেম্বর

১৭ নভেম্বর সারা বিশ্ব জুড়ে পালিত হয় বিশ্ব এপিলেপসি বা মৃগী দিবস। এই রোগের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে পালন করা হয় বিশেষ এই দিন।

[/spoiler]

১০৯. প্রতি বছর বিশ্ব টেলিভিশন দিবস কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ১৮ নভেম্বর
(B) ১৯ নভেম্বর
(C) ২০ নভেম্বর
(D) ২১ নভেম্বর

[spoiler title=”উত্তর : “] (D) ২১ নভেম্বর

১৯২৬ সালে ২১শে নভেম্বর বিজ্ঞানী জন লোগি বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেন। তাঁর প্রতি শ্রদ্ধা রেখে ১৯৯৬ সালে জাতিসংঘ ২১শে নভেম্বর জাতীয় টেলিভশন দিবস ঘোষণা করে।

[/spoiler]

১১০. প্রতি বছর বিশ্ব মৎস্য দিবস কখন পালন করা হয় ?

(A) ১৮ নভেম্বর
(B) ১৯ নভেম্বর
(C) ২০ নভেম্বর
(D) ২১ নভেম্বর

[spoiler title=”উত্তর : “] (D) ২১ নভেম্বর

প্রতি বছর ২১শে নভেম্বর বিশ্ব মৎস দিবস করা হয় । ২০২০ সালে সকল মৎস্যজীবী এবং মাছ চাষীদের আয় দ্বিগুন করতে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকার 20000 কোটি টাকা বরাদ্দ করেছে |

[/spoiler]

১১১. অলোকরঞ্জন দাশগুপ্ত ২০২০ সালের নভেম্বর মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কোন বছরে আনন্দ পুরস্কার পেয়েছিলেন?

(A) ১৯৭৫
(B) ১৯৮০
(C) ১৯৮৫
(D) ১৯৯০

[spoiler title=”উত্তর : “] (C) ১৯৮৫

অলোকরঞ্জন দাশগুপ্ত, একজন বাঙালি কবি, যিনি ১৭ই নভেম্বর  নভেম্বর জার্মানিতে মারা যান। তিনি বাংলা ও সাঁওতাল কাব্য অনুবাদ এবং ইংরেজী ও জার্মান ভাষায় নাটক লেখার জন্য বিখ্যাত ছিলেন।  তিনি সাহিত্য একাডেমি পুরষ্কার (১৯৯২)।  আনন্দ পুরস্কর (১৯৮৫) এবং রবীন্দ্র পুরস্কর (১৯৮৭) সহ বেশ কয়েকটি পুরষ্কার প্রাপক।

[/spoiler]

১১২. প্রতি বছর বিশ্ব মৎস্য দিবস কোন দিনটিতে  পালন করা হয় ?

(A) ১৮ নভেম্বর
(B) ১৯ নভেম্বর
(C) ২০ নভেম্বর
(D) ২১ নভেম্বর

[spoiler title=”উত্তর : “] (D) ২১ নভেম্বর [/spoiler]

১১৩.  প্রতি বছর বিশ্ব টেলিভিশন দিবস কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ১৮ নভেম্বর
(B) ১৯ নভেম্বর
(C) ২০ নভেম্বর
(D) ২১ নভেম্বর

[spoiler title=”উত্তর : “] (D) ২১ নভেম্বর [/spoiler]

১১৪. “Balochistan: Bruised, Battered and Bloodied” বইটির লেখক কে? 

(A) রোশন মালিক
(B) সর্বপ্রীত সিং
(C) ডগলাস স্টুয়ার্ট
(D) ফ্রান্সেসকা মারিনো

[spoiler title=”উত্তর : “] (D) ফ্রান্সেসকা মারিনো [/spoiler]

১১৫. নভেম্বর ১৫ থেকে ২১ পর্যন্ত একটি বিশেষ সপ্তাহ পালন করা হল। সেটি কি?

(A) Nutrition Week
(B) Mother tongue Week
(C) National Newborn Care Week
(D) Wildlife Protection Week

[spoiler title=”উত্তর : “] (C) National Newborn Care Week [/spoiler]

১১৬. ভারতের প্রথম “Moss Garden” কোথায় গড়ে উঠেছে?

(A) গুজরাট
(B) হিমাচলপ্রদেশ
(C) অরুণাচলপ্রদেশ
(D) উত্তরাখণ্ড

[spoiler title=”উত্তর : “] (D) উত্তরাখণ্ড [/spoiler]

১১৭. ভারতীয় সাহিত্যে অবদানের জন্য কাকে ২০২০ সালের “Vatayan Lifetime Achievement Award” প্রদান করা হল?

(A) কুমার বিশ্বাস
(B) মনোজ তিওয়ারি
(C) রমেশ পোখরিয়াল নিশাঙ্ক
(D) প্রকাশ জাভরেকর

[spoiler title=”উত্তর : “] (C) রমেশ পোখরিয়াল নিশাঙ্ক [/spoiler]

১১৮. ২০২৩ সালে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?

(A) ভারত
(B) দক্ষিণ আফ্রিকা
(C) ইংল্যান্ড
(D) নিউজিল্যান্ড

[spoiler title=”উত্তর : “] (B) দক্ষিণ আফ্রিকা [/spoiler]

১১৯. বিজয়নগর কোন রাজ্যের ৩১তম জেলা হতে চলেছে? 

(A) মহারাষ্ট্র
(B) তেলেঙ্গানা
(C) কর্ণাটক
(D) অন্ধ্রপ্রদেশ

[spoiler title=”উত্তর : “] (C) কর্ণাটক [/spoiler]

১২০. গোটা ভারতে কোন দিনে “আবাস দিবস” পালন করা হল?

(A) নভেম্বর ২০
(B) নভেম্বর ২১
(C) নভেম্বর ২২
(D) নভেম্বর ২৩

[spoiler title=”উত্তর : “] (A) নভেম্বর ২০ [/spoiler]

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7Next page
Telegram

Related Articles

Back to top button