Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০ pdf । সাম্প্রতিকী

Current Affairs - November 2020 - PDF

১০১. বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয়?

(A) নভেম্বর ১৮
(B) নভেম্বর ১৯
(C) নভেম্বর ২০
(D) নভেম্বর ২১

উত্তর :
(C) নভেম্বর ২০

১০২. ২০২০ সালের বিশ্ব দর্শন দিবস কবে পালন করা হল?

(A) নভেম্বর ১৮
(B) নভেম্বর ১৯
(C) নভেম্বর ২০
(D) নভেম্বর ২১

উত্তর :
(B) নভেম্বর ১৯

১০৩. আইসিসি এর নতুন নির্দেশিকা অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য নুন্যতম কত বয়স প্রয়োজন?

(A) ১৫ বছর
(B) ১৬ বছর
(C) ১৭ বছর
(D) ১৮ বছর

উত্তর :
(A) ১৫ বছর

১০৪. এশিয়ার প্রথম সৌরশক্তি চালিত কাপড়ের কল ভারতের কোন রাজ্যে গড়ে উঠতে চলেছে?

(A) মহারাষ্ট্র
(B) তামিলনাড়ু
(C) তেলেঙ্গানা
(D) গুজরাট

উত্তর :
(A) মহারাষ্ট্র

১০৫. গরুদের সুরক্ষার জন্য কোন রাজ্য সরকার ‘Gau Cabinet’ এর ঘোষণা করলো ?

(A) গুজরাট
(B) উত্তর প্রদেশ
(C) মধ্য প্রদেশ
(D) হরিয়ানা

উত্তর :
(C) মধ্য প্রদেশ

গরুদের সুরক্ষার মধ্যপ্রদেশ রাজ্য সরকার ‘Gau Cabinet’ এর ঘোষণা করলো । মধ্য প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী – শিবরাজ সিং চৌহান ।


১০৬. সম্প্রতি প্রয়াত হয়েছেন মৃদুলা সিনহা। তিনি কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন ?

(A) গুজরাট
(B) কেরালা
(C) গোয়া
(D) কর্ণাটক

উত্তর :
(C) গোয়া

গোয়ার প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন মৃদুলা সিনহা।


১০৭. কোন রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চল সম্প্রতি ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে ব্রেকফাস্ট স্কিম লঞ্চ করলো ?

(A) পুদুচেরি
(B) চন্ডিগড়
(C) তামিলনাড়ু
(D) কর্ণাটক

উত্তর :
(A) পুদুচেরি

প্রায় ৮০,০০০ ছাত্র-ছাত্রী এই সুবিধা পাবে ।


১০৮. জাতীয় মৃগী দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ১৪ নভেম্বর
(B) ১৫ নভেম্বর
(C) ১৬ নভেম্বর
(D) ১৭ নভেম্বর

উত্তর :
(D) ১৭ নভেম্বর

১৭ নভেম্বর সারা বিশ্ব জুড়ে পালিত হয় বিশ্ব এপিলেপসি বা মৃগী দিবস। এই রোগের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে পালন করা হয় বিশেষ এই দিন।


১০৯. প্রতি বছর বিশ্ব টেলিভিশন দিবস কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ১৮ নভেম্বর
(B) ১৯ নভেম্বর
(C) ২০ নভেম্বর
(D) ২১ নভেম্বর

উত্তর :
(D) ২১ নভেম্বর

১৯২৬ সালে ২১শে নভেম্বর বিজ্ঞানী জন লোগি বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেন। তাঁর প্রতি শ্রদ্ধা রেখে ১৯৯৬ সালে জাতিসংঘ ২১শে নভেম্বর জাতীয় টেলিভশন দিবস ঘোষণা করে।


১১০. প্রতি বছর বিশ্ব মৎস্য দিবস কখন পালন করা হয় ?

(A) ১৮ নভেম্বর
(B) ১৯ নভেম্বর
(C) ২০ নভেম্বর
(D) ২১ নভেম্বর

উত্তর :
(D) ২১ নভেম্বর

প্রতি বছর ২১শে নভেম্বর বিশ্ব মৎস দিবস করা হয় । ২০২০ সালে সকল মৎস্যজীবী এবং মাছ চাষীদের আয় দ্বিগুন করতে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকার 20000 কোটি টাকা বরাদ্দ করেছে |


১১১. অলোকরঞ্জন দাশগুপ্ত ২০২০ সালের নভেম্বর মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কোন বছরে আনন্দ পুরস্কার পেয়েছিলেন?

(A) ১৯৭৫
(B) ১৯৮০
(C) ১৯৮৫
(D) ১৯৯০

উত্তর :
(C) ১৯৮৫

অলোকরঞ্জন দাশগুপ্ত, একজন বাঙালি কবি, যিনি ১৭ই নভেম্বর  নভেম্বর জার্মানিতে মারা যান। তিনি বাংলা ও সাঁওতাল কাব্য অনুবাদ এবং ইংরেজী ও জার্মান ভাষায় নাটক লেখার জন্য বিখ্যাত ছিলেন।  তিনি সাহিত্য একাডেমি পুরষ্কার (১৯৯২)।  আনন্দ পুরস্কর (১৯৮৫) এবং রবীন্দ্র পুরস্কর (১৯৮৭) সহ বেশ কয়েকটি পুরষ্কার প্রাপক।


১১২. প্রতি বছর বিশ্ব মৎস্য দিবস কোন দিনটিতে  পালন করা হয় ?

(A) ১৮ নভেম্বর
(B) ১৯ নভেম্বর
(C) ২০ নভেম্বর
(D) ২১ নভেম্বর

উত্তর :
(D) ২১ নভেম্বর

১১৩.  প্রতি বছর বিশ্ব টেলিভিশন দিবস কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ১৮ নভেম্বর
(B) ১৯ নভেম্বর
(C) ২০ নভেম্বর
(D) ২১ নভেম্বর

উত্তর :
(D) ২১ নভেম্বর

১১৪. “Balochistan: Bruised, Battered and Bloodied” বইটির লেখক কে? 

(A) রোশন মালিক
(B) সর্বপ্রীত সিং
(C) ডগলাস স্টুয়ার্ট
(D) ফ্রান্সেসকা মারিনো

উত্তর :
(D) ফ্রান্সেসকা মারিনো

১১৫. নভেম্বর ১৫ থেকে ২১ পর্যন্ত একটি বিশেষ সপ্তাহ পালন করা হল। সেটি কি?

(A) Nutrition Week
(B) Mother tongue Week
(C) National Newborn Care Week
(D) Wildlife Protection Week

উত্তর :
(C) National Newborn Care Week

১১৬. ভারতের প্রথম “Moss Garden” কোথায় গড়ে উঠেছে?

(A) গুজরাট
(B) হিমাচলপ্রদেশ
(C) অরুণাচলপ্রদেশ
(D) উত্তরাখণ্ড

উত্তর :
(D) উত্তরাখণ্ড

১১৭. ভারতীয় সাহিত্যে অবদানের জন্য কাকে ২০২০ সালের “Vatayan Lifetime Achievement Award” প্রদান করা হল?

(A) কুমার বিশ্বাস
(B) মনোজ তিওয়ারি
(C) রমেশ পোখরিয়াল নিশাঙ্ক
(D) প্রকাশ জাভরেকর

উত্তর :
(C) রমেশ পোখরিয়াল নিশাঙ্ক

১১৮. ২০২৩ সালে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?

(A) ভারত
(B) দক্ষিণ আফ্রিকা
(C) ইংল্যান্ড
(D) নিউজিল্যান্ড

উত্তর :
(B) দক্ষিণ আফ্রিকা

১১৯. বিজয়নগর কোন রাজ্যের ৩১তম জেলা হতে চলেছে? 

(A) মহারাষ্ট্র
(B) তেলেঙ্গানা
(C) কর্ণাটক
(D) অন্ধ্রপ্রদেশ

উত্তর :
(C) কর্ণাটক

১২০. গোটা ভারতে কোন দিনে “আবাস দিবস” পালন করা হল?

(A) নভেম্বর ২০
(B) নভেম্বর ২১
(C) নভেম্বর ২২
(D) নভেম্বর ২৩

উত্তর :
(A) নভেম্বর ২০

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7Next page
Telegram

Related Articles

Back to top button