
বিশ্ব এইডস দিবস – ১ ডিসেম্বর । World AIDS Day
আজ ১লা ডিসেম্বর। সারা বিশ্বজুড়ে পালন করা হয় বিশ্ব এইডস দিবস (World AIDS Day )। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO ) ১৯৮৮ সালে প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়।
এইডস (অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিয়েন্সি সিনড্রোম) / AIDS (Acquired immunodeficiency syndrome ) রোগের জন্য দায়ী হলো HIV ( human immunodeficiency virus)। এই রোগে আক্রান্ত ব্যক্তির দেহের প্রতিরোধ ক্ষমতা হ্রাস প্রায়। এর ফলে আক্রান্ত ব্যক্তি খুব সহজেই অন্য রোগে আক্রান্ত হয়ে পরে এবং শেষ পর্যন্ত মৃত্যুও হয়ে থাকে।
দেখে নাও যাক এইডস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য ।
এইডস কি ?
এইডস হলো HIV ভাইরাস দ্বারা সৃষ্ট সংক্রমণ। এতে মানুষের ইমিউনো সিস্টেম ( প্রতিরোধ ক্ষমতা ) দুর্বল হয়ে পরে। এর ফলে আক্রান্ত ব্যক্তি যে কোনো রোগে সহজেই আক্রান্ত হয়ে পরে এবং ক্যান্সার ও অন্যান্য দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
HIV সংক্রমণের সাথে সাথেই কিন্তু AIDS হয়না। কিন্তু HIV এর কোনো প্রতিষেধক না থাকার কারণে দেহে একবার HIV সংক্রমণ হলে AIDS হওয়া অনিবার্য।
এইডস / HIV কি ভাবে ছড়ায় ?
- এইচআইভি-তে সংক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্কের ফলে এইডস হওয়ার সম্ভাবনা সব থেকে বেশী|
- এইচআইভি-তে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ বা সূঁচ ব্যবহার করলে।
- সংক্রান্ত ব্যক্তি থেকে রক্ত পরিবর্তনের মাধ্যমে এইডস হতে পারে|
- এইডস আক্রান্ত মায়ের গর্ভধারণ, জন্মদান ও স্তন্যপানে বছর মধ্যে এইডস ছড়াতে পারে।
HIV আক্রান্ত ব্যক্তির শরীর থেকে অধিকাংশ তরল ক্ষরণের সাথেই HIV নিঃসৃত হয়। তবে শরীরের বাইরে এই ভাইরাস বেশিক্ষন বেঁচে থাকতে পারে না। এই কারণে সরাসরি কোনো সংযোগ যেখানে শরীরের তরল বিনিময়ের সম্ভাবনা আছে, সে ক্ষেত্রে HIV সংক্রমণের সম্ভাবনা সবথেকে বেশি হয়।
শুধুমাত্র ছোঁয়া বা মশার কামড়ের মাধ্যমে HIV ছড়ায় না। তাই AIDS ছোঁয়াচে রোগ নয়।
HIV সংক্রমণ প্রতিরোধের কিছু উপায় :
- সুরক্ষিত যৌন সংযোগ ( কনডম ব্যবহার করা )।
- যৌন সংযোগ আগে যৌন সংক্রান্ত রোগগুলো নির্দ্ধারণের জন্য নির্দিষ্ট পরীক্ষাগুলো করিয়ে নেওয়া |
- কারোরব্যবহৃত ইঞ্জেকশন বা ড্রাগের সিরিঞ্জ ব্যবহার না করা।
- গর্ভবতী মহিলার এইচ আই ভি টেস্ট করানো|
- সচেতনতা ।
আরো দেখে নাও :
জাতীয় ক্রীড়া দিবস । কুইজ সেট – ১৫৩ । Sports Quiz
To check our latest Posts - Click Here