বাংলা কুইজ – সেট ১৫৭ – দুর্গা পূজা স্পেশাল কুইজ।Quiz on Durga Puja
Bengali Quiz - Set 157 Durga Puja Special

মা দুর্গা পুজা স্পেশাল কুইজ
প্রিয় পাঠকেরা, আজ মহালয়ার এই দিনে দেওয়া রইলো “মা দুর্গা” সম্পর্কিত একটি ছোট্ট কুইজ সেট। আশা করি তোমাদের এই দুর্গা পূজা কুইজ ( Durga Puja Quiz ) সেট ভালো লাগবে ভালো লাগবে।
১. আশ্বিন মাসের দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা নামে পরিচিত হলে চৈত্র মাসের দুর্গাপূজা কী নামে পরিচিত?
উত্তর
২. কোন অসুর কে বধ করার জন্য দেবীর নাম দুর্গা?
উত্তর
৩. জনশ্রুতি অনুসারে রাজশাহীর তাহিরপুরের কোন রাজা বাংলাই দুর্গাপূজা চালু করেন?
উত্তর
৪. সন্ধি পুজো কবে হয়?
উত্তর
[ আরো দেখে নাও : বাংলা কুইজ -সেট -১৩৪ – রামকৃষ্ণদেব স্পেশাল ]
৫. দুর্গাপুজোয় মহাঅষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে কোন দেবীর পুজো হয় ?
উত্তর
৬. ২০২০ সালে দেবী দুর্গার আগমন কীসে করে?
উত্তর
৭. ২০২০ সালে দেবী দুর্গার গমন কীসে করে?
উত্তর
৮. বাঁশের তৈরি একশো ফুট লম্বা দুর্গা প্রতিমা হল পৃথিবীর সর্ববৃহৎ বাঁশের নির্মিত প্রতিমা যেটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে নিয়েছে। এই প্রতিমা কোথায় অবস্থিত?
উত্তর
[ আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ৮৭ – বিবেকানন্দ স্পেশাল ]
৯. আমরা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে যে ‘মহিষাসুর মর্দিনি’ শুনি সেটির রচয়িতা কে?
উত্তর
১০. দেবী দুর্গার বাহন সিংহের নাম কী?
উত্তর
১১. মহিষাসুরের নাম থেকে ভারতের কোন শহরের নামকরণ হয়েছে ?
উত্তর
১২. দেবীপক্ষের শেষ দিন কোনটি ?
উত্তর
১৩. ভবানীপুরের অন্যতম বনেদী বাড়ি “দে-বাড়ি” -র দূর্গা প্রতিমার বৈশিষ্ট কি ?
উত্তর
[ আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ৯৩ – নেতাজি স্পেশাল ]
১৪. ১০০ বছরেরও বেশি পুরোনো কলকাতার কোন দুর্গাপুজোর এককালে সভাপতি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ?
উত্তর
১৫. হিন্দুশাস্ত্রে “দূর্গা” শব্দটি ব্যাখ্যা করার সময় “গ” অক্ষর দিয়ে কি বিনাশ করা বোঝায় ?
উত্তর
১৬. প্রায় ৫০০ বছর ধরে চলে আসছে মেমারির ঘোষ ও বোস পরিবারের দুর্গাপুজো । এই পুজোর বিশেষত্ব কি ?
উত্তর
১৭. দেবী দুর্গার হাতে থাকা তলোয়ার কী ইঙ্গিত করে?
উত্তর
[ আরো দেখে নাও : প্রণব মুখোপাধ্যায় – কিছু জানা অজানা তথ্য ]
১৮. দেবী দুর্গার হাতে থাকা বজ্রাস্ত্র কী ইঙ্গিত করে?
উত্তর
১৯. মা দুর্গার হাতে থাকা গদা কী ইঙ্গিত করে?
উত্তর
২০. দুর্গা মা এর হাতে থাকা ত্রিশুলের তিনটি ফলা আলাদা আলাদা অর্থ ইঙ্গিত করে,এগুলি কী কী?
উত্তর
[ আরো দেখে নাও : এ. পি. জে. আবদুল কালাম কুইজ । Quiz on Dr. APJ Abdul Kalam ]