Daily Current Affairs in BengaliCurrent Affairs

27th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

27th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৭শে অক্টোবর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 27th October Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 18th October Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দুটি ভারতীয় সমুদ্র সৈকতকে মর্যাদাপূর্ণ Blue Flag শংসাপত্র দেওয়া হয়েছে?

(A) চন্ডিপুর সমুদ্র সৈকত ও মান্দ্রেম সৈকত
(B) কদমত সৈকত ও ক্যান্ডলিম সৈকত
(C) চন্ডিপুর সমুদ্র সৈকত ও ক্যান্ডলিম সৈকত
(D) কদমত সৈকত ও মিনিকয় থুন্ডি সৈকত

উত্তর
(D) কদমত সৈকত ও মিনিকয় থুন্ডি সৈকত

  • লাক্ষাদ্বীপের মিনিকয় থুন্ডি সৈকত এবং কদমত সৈকত Blue Flag সমুদ্র সৈকতের মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছে।
  • এর মাধ্যমে ভারতে Blue Flag সার্টিফিকেশনের অধীনে প্রত্যয়িত সমুদ্র সৈকতের সংখ্যা বেড়ে হল ১২টি।
  • Blue Flag একটি বিশ্বব্যাপী স্বীকৃত আন্তর্জাতিক ইকো-লেবেল।

২. কোন ব্যাঙ্ক সন্দীপ বক্সিকে ৩ বছরের জন্য তার ব্যবস্থাপনা পরিচালক (MD) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসাবে পুনঃনিযুক্ত করেছে?

(A) অ্যাক্সিস ব্যাঙ্ক
(B) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
(C) ICICI ব্যাঙ্ক
(D) HDFC ব্যাঙ্ক

উত্তর
(C) ICICI ব্যাঙ্ক

  • ICICI ব্যাঙ্ক সন্দীপ বক্সিকে ৩ বছরের জন্য ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসাবে পুনঃনিযুক্ত করেছে।
  • সন্দীপ বক্সির মেয়াদ ছিল ৩ অক্টোবর ২০২৩ পর্যন্ত।
  • অর্থাৎ তিনি ৪ঠা অক্টোবর ২০২৩ থেকে ৩রা অক্টোবর ২০২৬ অবধি পরবর্তীকালের জন্য নিযুক্ত হয়েছেন।

৩. ভারতে কোন দিনটিতে ‘পদাতিক দিবস’ (Infantry Day) পালন করা হয়?

(A) ২৬শে অক্টোবর
(B) ১লা নভেম্বর
(C) ৩০শে অক্টোবর
(D) ২৭শে অক্টোবর

উত্তর
(D) ২৭শে অক্টোবর

  • জম্মু ও কাশ্মীরে প্রথম ভারতীয় পদাতিক সৈন্যদের অবতরণ উপলক্ষে ২৭শে অক্টোবর ভারতে পদাতিক দিবস পালিত হয়।
  • তারা সেই দলের অংশ ছিল যারা শ্রীনগরের দিকে অগ্রসর হওয়া পাকিস্তানি হানাদারদের হাত থেকে ভারতীয় এলাকাকে রক্ষা করছিল।
  • এটি ছিল ৭৬তম পদাতিক দিবস।

৪. চিন্তার স্বাধীনতার জন্য সম্প্রতি কে ২০২২ সালের Sakharov Prize এ ভূষিত হয়েছেন?

(A) আলেক্সি নাভালনি
(B) ইউক্রেনের জনগণ
(C) দালাই লামা
(D) মালালা ইউসুফজাই

উত্তর
(B) ইউক্রেনের জনগণ

  • চিন্তার স্বাধীনতার জন্য ইউক্রেনের জনগণকে বার্ষিক Sakharov Prize প্রদান করেছে ইউরোপীয় পার্লামেন্ট।
  • রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে তাদের লড়াইকে সম্মান জানাতে এই পুরস্কার দেওয়া হয়েছে।
  • ইউক্রেনীয় জনগণ তাদের গণতন্ত্র, স্বাধীনতা এবং আইনের শাসন রক্ষা করার জন্য পুরস্কৃত হয়েছে।

৫. সম্প্রতি কোন রাজ্যকে ১০০% ‘হর ঘর জল’ রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে?

(A) মধ্যপ্রদেশ
(B) রাজস্থান
(C) গুজরাট
(D) উত্তরপ্রদেশ

উত্তর
(C) গুজরাট

  • গুজরাটকে ১০০ শতাংশ ‘হর ঘর জল’ রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে।

গুজরাট :

  • রাজধানী: গান্ধীনগর
  • রাজ্যপাল: আচার্য দেবব্রত
  • মুখ্যমন্ত্রী: ভূপেন্দ্রভাই প্যাটেল

৬. কোন দেশ সম্প্রতি ‘Plain Language Act’ পাস করেছে?

(A) নিউজিল্যান্ড
(B) অস্ট্রেলিয়া
(C) ফ্রান্স
(D) মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তর
(A) নিউজিল্যান্ড

  • নিউজিল্যান্ডের পার্লামেন্ট Plain Language Act পাস করেছে।
  • এই আইন অনুযায়ী আমলাতন্ত্রকে জনসাধারণের সাথে যোগাযোগ করার সময় জটিল শব্দ-বাক্য এবং ভাষা ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

৭. জলবায়ু বিষয়ক জাতিসংঘের ২৭তম বার্ষিক সভা COP27 কোন দেশে অনুষ্ঠিত হবে?

(A) স্পেন
(B) পেরু
(C) মিশর
(D) পোল্যান্ড

উত্তর
(C) মিশর

  • জলবায়ু বিষয়ক ২৭তম বার্ষিক জাতিসংঘের বৈঠক, COP27 মিশরের শারম-এল-শেখ-এ ৬ই নভেম্বর থেকে ১৮ই নভেম্বর, ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হবে৷
  • এই নিয়ে পঞ্চমবারের মতো আফ্রিকাতে জলবায়ু সম্মেলন আয়োজন করা হচ্ছে৷
  • সম্মেলনে অংশ নিতে ২০০টিরও বেশি দেশের সরকারকে আমন্ত্রণ জানানো হয়েছে।

৮. FIH Pro League 2022-2023-এর জন্য ভারতীয় হকি দলের অধিনায়ক হিসেবে কাকে মনোনীত করা হয়েছে?

(A) হরমনপ্রীত সিং
(B) গুরজন্ত সিং
(C) মনদীপ সিং
(D) মনপ্রীত সিং

উত্তর
(A) হরমনপ্রীত সিং

  • হরমনপ্রীত সিংকে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন (FIH) প্রো লিগের চতুর্থ সিজনের উদ্বোধনী গেমগুলির জন্য ২২ সদস্যের ভারতীয় হকি দলের অধিনায়ক হিসাবে মনোনীত করেছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button