NotesGeneral Knowledge Notes in Bengali
আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার প্রাপকদের তালিকা – PDF
List of International Gandhi Peace Prize Winners

আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার প্রাপকদের তালিকা
দেওয়া রইলো আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার প্রাপকদের তালিকা (List of International Gandhi Peace Prize Winners ) । সাথে দেওয়া রইলো এই পুরস্কার সম্পর্কিত কিছু তথ্য ।
আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার কি ?
কবে থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয় ?
১৯৯৫ সালে মহাত্মা গান্ধীর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে গান্ধীজির মতাদর্শের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত সরকার এই পুরস্কার দেওয়া শুরু হয়।
এই পুরস্কারের অর্থমূল্য কত ?
এই পুরস্কারের নগদ অর্থমূল্য এক কোটি টাকা; সঙ্গে একটি স্মারক ও একটি মানপত্রও প্রদান করা হয়।
এই পুরস্কারের বিজেতাদের করা মনোনীত করেন ?
ভারতের প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা, ভারতের প্রধান বিচারপতি এবং অপর দুই বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে গঠিত একটি জুরি প্রতি বছর পুরস্কারপ্রাপকের নাম স্থির করেন।
প্রথম আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার কে পান ?
১৯৯৫ সালে প্রথম এই পুরস্কার পান তানজেনিয়ার প্রথম রাষ্ট্রপতি জুলিয়াস নিয়েরেরে ।
গান্ধী শান্তি পুরস্কার বিজয়ীদের তালিকা
বছর | নাম | দেশ |
---|---|---|
১৯৯৫ | জুলিয়াস নিয়েরেরে | তানজানিয়া |
১৯৯৬ | এ. টি. এরিয়ারত্নে | শ্রীলঙ্কা |
১৯৯৭ | গেরহার্ড ফিসচার | জার্মানি |
১৯৯৮ | রামকৃষ্ণ মিশন | ভারত |
১৯৯৯ | বাবা আমতে[৩] | ভারত |
২০০০ | নেলসন ম্যান্ডেলা | দক্ষিণ আফ্রিকা |
২০০০ | গ্রামীণ ব্যাংক | বাংলাদেশ |
২০০১ | জন হিউম | যুক্তরাজ্য |
২০০২ | ভারতীয় বিদ্যা ভবন | ভারত |
২০০৩ | ভাকল্যাভ হ্যাভেল | চেক প্রজাতন্ত্র |
২০০৪ | কোরেটা স্কট কিং | যুক্তরাষ্ট্র |
২০০৫ | ডেসমন্ড টুটু | দক্ষিণ আফ্রিকা |
২০১৩ | চান্দি প্রসাদ ভাট | ভারত |
২০১৪ | ইসরো | ভারত |
২০১৫ | বিবেকানন্দ কেন্দ্র | ভারত |
২০১৬ | অক্ষয় পত্র ফাউন্ডেশন | ভারত |
২০১৬ | সুলাভ ইন্ট্যারন্যাশনাল | ভারত |
২০১৭ | একক বিদ্যালয় | ভারত |
২০১৮ | ইয়োহেই সাসাকাওয়া | জাপান |
২০১৯ | কাবুস বিন সাইদ আল সাইদ | ওমান |
২০২০ | শেখ মুজিবুর রহমান | বাংলাদেশ |
আরও দেখে নাও :
বাংলার জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
Download Section
- File Name : আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার প্রাপকদের তালিকা
- File Size : 237 KB
- No. of Pages : 02
- Format : PDF
- Language : Bengali
To check our latest Posts - Click Here