General Knowledge Notes in BengaliCurrent Topics

কমন এলিজিবিলিটি টেস্ট | ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি

Common Eligibility Test | National Requirement Agency

কমন এলিজিবিলিটি টেস্ট (Common Eligibility Test )

নতুন শিক্ষানীতির পর এবার চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিয়োগ পদ্ধতিতে আমুল পরিবর্তনের ঘোষণা করা হল।

এক নজরে দেখে নেওয়া যাক সেই সম্পর্কিত কিছু প্রয়োজনীয় তথ্য –

CET:

  • কমন এলিজিবিলিটি টেস্ট (CET) আয়োজনের জন্য ‘ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি’(NRA) গঠন করা হচ্ছে।
  • এনআরএ একটি মাল্টি-এজেন্সি সংস্থা হিসেবে কাজ করবে এবং যার অধীনে স্টাফ সিলেকশন কমিশন (SSC), রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস (RRB) এবং ব্যাঙ্কিং সার্ভিস পার্সোনেল ইনস্টিটিউট (IBPS)-এর প্রথম স্তরে প্রার্থী নির্বাচনের জন্য  একটি সাধারণ যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা(CET) অনুষ্ঠিত হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েট- এই তিনটি পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে।
  • প্রাথমিক ভাবে কমন এন্ট্রান্স টেস্টের মাধ্যমে নন গেজেটেট অর্থাৎ গ্রুপ-বি এবং গ্রপ-সি (নন-টেকনিক্যাল) পদের জন্য পরীক্ষা নেওয়া হবে।
  • অনলাইনে পরীক্ষা হবে।
  • শুধু প্রিলিমিনারি পরীক্ষায় অভিন্ন পরীক্ষা হবে। তারপরের পর্যায়ের পরীক্ষা নির্ভর করবে নির্দিষ্ট সংস্থার ওপর।
  • প্রতি বছর দুবার করে আয়োজিত হবে পরীক্ষা হবে। একজন প্রার্থী নির্ধারিত বয়স সীমার মধ্যে যতবার খুশি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
  • নিয়োগের ক্ষেত্রে সেরা স্কোরটিকেই বেছে নেওয়া হবে৷
  • প্রতি জেলায় একটি করে পরীক্ষাকেন্দ্র থাকবে। পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে কেন্দ্রের সংখ্যা বেশি হবে। ১১৭টি জেলাতে পরীক্ষা কেন্দ্রের পরিকাঠামো তৈরিতে বিশেষ জোর দেওয়া হবে।
  • সিলেবাস একই থাকবে।
  • বয়সের ন্যূনতম ও সর্বোচ্চ সীমা এক থাকবে।]
  • কেন্দ্রীয় সরকারে অধীনে বর্তমানে ২০টির বেশি রিক্রুটমেন্ট এজেন্সি রয়েছে। ওই এজেন্সিগুলির মাধ্যমেই যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা পরিচালিত হয়।
  • নতুন ঘোষণা অনুসারে এখন মাত্র তিনটি অভিন্ন এজেন্সি মারফত পরীক্ষা নেওয়া হবে।  তবে সময়ের সঙ্গে সঙ্গেই দেশের সমস্ত নিয়োগকারী সংস্থার জন্য একটি সাধারণ যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।
  • পরীক্ষার নম্বর/স্কোরের বৈধতা পরীক্ষার ফল ঘোষণার দিন থেকে তিন বছর পর্যন্ত সিইটি স্কোর বৈধ থাকবে।
  • ভাষা: একাধিক ভাষায় সিইটি পরীক্ষা হবে। আপাতত ১২টি ভাষায় এই পরীক্ষা দেওয়ার ব্যাবস্থা থাকবে।
  • খরচ: প্রাথমিক ভাবে এনআরএ গঠনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা ১৫১৭.৫৭ কোটি টাকা অনুমোদন দিয়েছ। মূলত পরীক্ষা কেন্দ্র স্থাপনে এই অর্থ ব্যয় করা হবে।
  • চলতি বছর গত ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট বক্তৃতায় এই প্রস্তাবের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যেটি আজ বৈধতা পেল।



NRA: National Requirement Agency.
CET : Common Eligibility test

আরো দেখে নাও :

জাতীয় শিক্ষানীতি ২০২০ । National Education Policy 2020

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

2 Comments

Back to top button