
বিজ্ঞান MCQ – সেট ৮৩
১. একটি নারকেল গাছের নারকেল এবং পৃথিবীর মধ্যকার বল হল –
(A) টান বল
(B) ঘর্ষণ বল
(C) অভিকর্ষ বল
(D) স্পর্শ বল
২. একটি মোটর গাড়ির হেডলাইটের ফিলামেন্ট 5A বিদ্যুৎ টানে। এর প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য 6V । ফিলামেন্টের রোধ কত ?
(A) 12 ওহম
(B) 1.2 ওহম
(C) 30 ওহম
(D) 3 ওহম
V=IR
6=5R
R=1.2
৩. বিবর্ধক কাচে কী ধরনের লেন্স ব্যবহার করা হয় ?
(A) সমতল
(B) অবতল
(C) উত্তল
(D) বিকল্প সব গুলি
৪. হলুদ এর পরিপূরক বর্ণ –
(A) নীল
(B) লাল
(C) সবুজ
(D) কমলা
৫. কয়েক ফোঁটা H2SO4 চিনির উপর ফেলা হল, চিনির বর্ন কেমন হবে?
(A) লাল
(B) হলুদ
(C) নীল
(D) কালো
৬. দীর্ঘ পর্যায় সারণীতে কটি শ্রেণি আছে ?
(A) 17
(B) 18
(C) 9
(D) 7
৭. একটি অ্যালকেনে আটটি হাইড্রোজেন পরমাণু আছে, কয়টি কার্বন পরমাণু আছে ?
(A) 2
(B) 3
(C) 4
(D) 5
সাধারণ সংকেত =CnH2n+2
2n+2=8
2n=6
n=3
৮. নিচের কোনটি সঠিক নয়
(A) প্রতিক্রিয়া বল ক্রিয়া বলের সমান ও বিপরীত
(B) ক্রিয়া ছাড়া প্রতিক্রিয়া সম্ভব নয়
(C) ক্রিয়া যতক্ষণ স্থায়ী থাকবে প্রতিক্রিয়াও ততক্ষণ স্থায়ী
(D) ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বস্তুর উপর হয়
৯. সাদা আলোর বর্ণালীতে কোন বর্ণটি উপস্থিত নেই?
(A) সবুজ
(B) লাল
(C) আসমানী
(D) কালো
১০. দুই প্রান্তের বিভব প্রভেদ 20 ভোল্ট এবং কৃতকার্য 60 জুল হলে প্রবাহিত তড়িৎ আধানের মান কত?
(A) 3 কুলম্ব
(B) 12 কুলম্ব
(C) 120 কুলম্ব
(D) 20 কুলম্ব
W=qv
60=q×20
q=3
১১. আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্রটি (আপাতন কোন = প্রতিফলন) কে বলা হয় –
(A) টলেমির সূত্র
(B) স্নেলের সূত্র
(C) নিউটনের সূত্র
(D) প্লাঙ্কের সূত্র
১২. আকাশে বিদ্যুতের ঝলক দেখার 6 সেকেন্ড পরে মেঘের গর্জন শােনা গেল । ঐ সময় বাতাসে শব্দের বেগ 330 মি / সে হলে মেঘের দূরত্ব নির্ণয় কর?
(A) 1980 মিটার
(B) 1900 মিটার
(C) 2010 মিটার
(D) 2020 মিটার
১৩. নাইট্রোজেন ডাই অক্সাইডের ধোয়ার রং-
(A) নীল
(B) হলুদ
(C) কালো
(D) বাদামী
১৪. দুটি থার্মোমিটার T এবং P এর প্রাথমিক অন্তর যথাক্রমে 50° এবং 100° তাদের নিম্নস্থিরাঙ্ক যথাক্রমে 0° এবং 20° । যদি কোন উষ্ণতা P থার্মোমিটারে 100°C হয় তবে T থার্মোমিটারে ঐ পাঠ হবে
(A) 100°
(B) 120°
(C) 80°
(D) 40°
T-0⁰/50⁰=P-20⁰/100⁰
T/50⁰=(100⁰-20⁰)/100⁰
T/1=80⁰/2
T=40⁰
১৫. কার্বন মনোক্সাইড এর আণবিক ভর কত?
(A) 28 গ্রাম
(B) 32 গ্রাম
(C) 36 গ্রাম
(D) 38 গ্রাম
আরো দেখে নাও :
To check our latest Posts - Click Here