General Knowledge Notes in BengaliHistory Notes

ভারতে আগত বিদেশী পর্যটকগণ | List of Foreign Travelers

List of Foreign Travelers who came to India

ভারতে আগত বিদেশী পর্যটকগনের তালিকা

বন্ধুরা, দেওয়া রইলো ভারতে আগত কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্যটকগনের তালিকা

মেগাস্থিনিস (৩০২-২৯৮ খ্রিষ্টপূর্বাব্দ )

  • তিনি গ্রীক রাজা সেলুকাস নিকাটোর এর দূত হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন।
  • তাঁর লেখা বিখ্যাত বইটির নাম ‘ইন্ডিকা’, যেখানে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন সম্বন্ধে বিস্তারিত বিবরণ দিয়েছেন।
  • মেগাসস্থিনিস তৎকালীন ভারতীয় সমাজ কে সাতটি ভাগে ভাগ করেছিলেন (দার্শনিক, কৃষক, পশুপালক ও শিকারি, বণিক ও কারিগর, সৈনিক, অধ্যক্ষ, রাজার পরামর্শদাতা)।

দেইমাকস (৩০০-২৭৩ খ্রিস্টপূর্বাব্দ )

  • একজন গ্রিক পর্যটক।
  • বিন্দুসারের রাজসভায় এসেছিলেন।

ফা-হিয়েন (৪০৫-৪১১ খ্রিষ্টাব্দ )

  • তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যর শাসনকালে ভারতে আসেন।
  • তাঁর মূল উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্ম সম্বন্ধে তথ্য একত্রিত করা।
  • তিনিই প্রথম চৈনিক পর্যটক হিসাবে ভারতে আসেন।
  • তাঁর লেখা বিখ্যাত গ্রন্থের নাম হল ‘ফু-কুয়ো-কিং’।

[ আরো দেখে নাও – বিদেশী সাহিত্য ( PDF )

হিউয়েন-সাঙ (৬৩০-৬৪৫ খ্রিষ্টাব্দ )

  • হিউয়েন সাঙ চীন দেশ থেকে বৌদ্ধ ধর্মের বিশ্বাস এবং আচার-অনুষ্ঠান এর সন্ধানে ভারতে এসেছিলেন।
  • সম্রাট হর্ষবর্ধনের রাজত্বে তিনি ভারতে আসেন।
  • তাঁকে ‘Prince of Pilgrims’ নামে অভিহিত করা হয়।
  • তিনি কাশ্মীর, পাঞ্জাব, কপিলাবস্তু, বোধগয়া, সারনাথ এবং কুশিনগর ভ্রমণ করেছিলেন। এমনকি তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষালাভ ও করেছিলেন। তারপর তিনি দক্ষিণ ভারত, ওড়িশা এবং বাংলাতে ভ্রমণ করেন। যেহেতু তিনি প্রায় পনেরো বছর এই দেশে ছিলেন তাই তাঁর লেখা থেকে আমরা প্রাচীন ভারতের ইতিহাস এবং সমাজ সম্বন্ধে অনেক তথ্য পাই।
  • তাঁর রচিত বই এর নাম ‘সি-ইউ-কি’

আল মাসুদি (৯৫৭ খ্রিষ্টাব্দ )

  • একজন আরব পর্যটক, যিনি তাঁর লেখা গ্রন্থ ‘মুরুজ উল জেহাব’ এ তৎকালীন ভারতের সমাজব্যবস্থা সম্বন্ধে আলোচনা করেছেন।

[ আরো দেখে নাওবিভিন্ন রাজার সভাকবি ] 

মার্কো পোলো (১২৯২-১২৯৪ খ্রিষ্টাব্দ )

  • বিখ্যাত ইতালীয় পর্যটক মার্কো পোলো মুলত দক্ষিণ ভারতেই বেশি সময় কাটান।
  • তখন সেখানকার শাসক ছিলেন রুদ্রাম্মা দেবী।
  • মার্কো পোলোর লেখা গ্রন্থ ‘দ্য বুক অফ স্যার মার্কো পোলো’ থেকে আমরা তৎকালীন ভারতীয় অর্থনীতি বিশয়ে বিস্তারিত বিবরণ পাই।

আল বিরুনী (১০২৪-১০৩০ খ্রিষ্টাব্দ )

  • প্রকৃত নাম হল আবু আল রেহান মুহাম্মদ ইবনে আহমেদ আল বিরুনী।
  • মহমুদ গজনির ভারত আক্রমণের সময় তিনি গজনির তাঁর সাথে এদেশে আসেন।
  • তিনিই প্রথম মুসলিম পণ্ডিত যিনি ভারত সম্বন্ধে অধ্যয়ন করেন।
  • তাঁর লেখা বিখ্যাত বইয়ের নাম ‘তহকিক ই হিন্দ’ বা ‘কিতাব উল হিন্দ’।

ইবন বতুতা (১৩৩৩-১৩৪৭ খ্রিষ্টাব্দ )

  • মহম্মদ বিন তুঘলক এর রাজত্ত্বকালে ইনি সুদূর মরক্কো থেকে এদেশে আসেন।
  • তাঁর লেখা বিখ্যাত ভ্রমণবৃত্তান্ত হল ‘কিতাব উল রেহেলা’।
  • এর মধ্যে তিনি তৎকালীন ভারতের ভৌগলিক, অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার বিবরণ দিয়েছেন।
  • তাঁকে বিন তুঘলক দিল্লির কাজী হিসাবে নিযুক্ত করেন।

[ আরো দেখে নাওপ্রথম ও শেষ সম্রাট ] 

নিকোলো কন্টি (১৪২০-১৪২১ খ্রিষ্টাব্দ )

  • মুলত তিনি একজন ইতালীয় বণিক ছিলেন।
  • সঙ্গম যুগে বিজয়নগর সাম্রাজ্যের শাসক প্রথম দেবরায় এর রাজত্বকালে তিনি ভারতে আসেন।
  • তাঁর লেখা থেকে আমরা বিজয়নগর সাম্রাজ্যের বিস্তারিত বিবরণ পাই।

আব্দুর রাজ্জাক (১৪৪৩-১৪৪৪ খ্রিষ্টাব্দ )

  • পারস্য দেশ থেকে আগত পর্যটক ছিলেন তিনি।
  • বিজয়নগর সাম্রাজ্যের শাসক দ্বিতীয় দেবরায় এর আমলে তিনি ভারতে আসেন।
  • তিনি কালিকট এর শাসক জামোরিন এর সভায় বেশ কিছুদিন ছিলেন।

ডোমিনিগো পেজ (১৫২০-১৫২২ খ্রিষ্টাব্দ )

  • ইনি একজন পর্তুগিজ পর্যটক ছিলেন।
  • তিনি বিজয়নগর সাম্রাজ্যের অন্যতম শাসক কৃষ্ণদেব রায় এর আমলে এসেছিলেন।

[ আরো দেখে নাওলোকপ্রিয় নাম ] 

উইলিয়াম হকিন্স (১৬০৮-১৬১১ খ্রিষ্টাব্দ )

  • তিনি ইংল্যান্ড এর রাজা প্রথম জেমস এর দূত হয়ে মুঘল সম্রাট জাহাঙ্গীর এর দরবারে আসেন।

স্যার থমাস রো (১৬১৫-১৬১৯ খ্রিষ্টাব্দ )

  • তিনি ইংল্যান্ড এর রাজা প্রথম জেমস এর দূত হয়ে মুঘল সম্রাট জাহাঙ্গীর এর দরবারে আসেন।
  • তিনি সুরাট এর ইংরেজ ফ্যাক্টরি এর সুরক্ষার ব্যপারে জাহাঙ্গীরের সাথে কত্যহা বলেন।
  • তাঁর ‘জার্নাল অফ দ্য মিশন টু দ্য মুঘল এম্পায়ার’ তৎকালীন ভারতীয় ইতিহাস সম্বন্ধে একটি প্রধান উৎস।

[ আরো দেখে নাওশিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা ( PDF ) ] 

পিটার মুন্ডি (১৬৩০-১৬৩৪ খ্রিষ্টাব্দ )

  • মুঘল সম্রাট শাহজাহান এর রাজত্বকালে এই ইতালীয় পর্যটক ভারতে আসেন এবং মুঘল শাসনকালে ভারতীয় সমাজ সম্বন্ধে বিস্তারিত বিবরণ দেন।

নিকোলো মানুচি (১৬৫৩-১৭০৮ খ্রিষ্টাব্দ )

  • ইনি একজন ইতালীয় পর্যটক মুঘল যুগে দারা সিকো র দরবারে তিনি কর্মরত ছিলেন।

আরো দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Pratik Debnath

Lives in Beldanga. YouTuber , Quiz Enthusiast, Active Author of BanglaQuiz WebSite and Youtube .

Related Articles

Back to top button