Daily Current Affairs in BengaliCurrent Affairs

28th September Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৮শে সেপ্টেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 28th September Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  27th September Current Affairs Quiz 2023 –  Bengali


১. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি গুজরাটের কোথায় FM রিলে স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ?

(A) দাহোদ
(B) কলোল
(C) দিসা
(D) বোতাদ

উত্তর
(A) দাহোদ

  • গুজরাটে আকাশবাণী দাহোদ FM রিলে স্টেশন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • ১০-কিলোওয়াট স্টেশনটি গুজরাট এবং মধ্যপ্রদেশের প্রায় ২৫ লক্ষ লোককে সার্ভিস দেবে।

২. সবুজ অ্যামোনিয়া সম্প্রতি V.O চিদাম্বরনার বন্দরের মাধ্যমে ভারতে আমদানি করা হয়েছে। এই বন্দরটি কোথায় অবস্থিত ?

(A) কেরালা
(B) চেন্নাই
(C) তামিলনাড়ু
(D) গোয়া

উত্তর
(C) তামিলনাড়ু

ভি.ও. চিদাম্বরানার বন্দর কর্তৃপক্ষ তামিলনাড়ুর থুথুকুডির একটি বন্দর এবং এটি ভারতের ১৩টি প্রধান বন্দরের মধ্যে একটি।

দেখে নাও : ভারতের প্রধান বন্দরগুলির তালিকা

৩. টাইমস হায়ার এডুকেশন (THE) দ্বারা ঘোষিত বিশ্ব বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং ২০২৪ -এ ভারতের নিচের কোন ইনস্টিটিউট শীর্ষে রয়েছে?

(A) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc) ব্যাঙ্গালোর
(B) আইআইটি দিল্লি
(C) আইআইটি বোম্বে
(D) আইআইটি রুরকি

উত্তর
(A) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc) ব্যাঙ্গালোর

  • টাইমস হায়ার এডুকেশন (THE) দ্বারা ঘোষিত বিশ্ব বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং ২০২৪ -এ ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির শীর্ষে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc) ব্যাঙ্গালোর।
  • সামগ্রিক তালিকায় ২০১-২৫০ এর মধ্যে স্থান পেয়েছে।

৪. ইন্টেল ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) অনন্ত মহেশ্বরী
(B) আশীষ চৌধুরী
(C) সঞ্জয় গুপ্ত
(D) গোকুল সুব্রামানিয়াম

উত্তর
(D) গোকুল সুব্রামানিয়াম
ইন্টেল কর্পোরেশন গোকুল সুব্রামানিয়ামকে ইন্টেল ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি নিযুক্ত করেছে।

৫. কোন ব্যাঙ্ক সম্প্রতি হোলসেল ব্যাঙ্কিংয়ের কান্ট্রি হেড হিসাবে মনীশ জৈনকে নিযুক্ত করেছে ?

(A) Yes Bank
(B) IDFC Bank
(C) ICICI Bank
(D) HDFC Bank

উত্তর
(A) Yes Bank
Yes Bank সম্প্রতি হোলসেল ব্যাঙ্কিংয়ের কান্ট্রি হেড হিসাবে মনীশ জৈনকে নিযুক্ত করেছে ।

৬. সম্প্রতি মিডিয়া রিসার্চ ইউজার কাউন্সিল ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

(A) অনুপ্রিয়া আচার্য
(B) শৈলেশ গুপ্ত
(C) রাজীব বেওত্রা
(D) শশাঙ্ক শ্রীবাস্তব

উত্তর
(B) শৈলেশ গুপ্ত
মিডিয়া রিসার্চ ইউজার কাউন্সিল ইন্ডিয়া জাগরণ প্রকাশনের শৈলেশ গুপ্তকে চেয়ারম্যান নির্বাচিত করেছে।

৭. ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ২৭ সেপ্টেম্বর
(B) ২৮ সেপ্টেম্বর
(C) ২৯ সেপ্টেম্বর
(D) ৩০ সেপ্টেম্বর

উত্তর
(B) ২৮ সেপ্টেম্বর

  • ভগৎ সিং, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম শ্রদ্ধেয় শহীদ।
  •  তিনি ২৮শে সেপ্টেম্বর, ১৯০৭ সালে পাঞ্জাবের বাঙ্গায় (বর্তমান পাকিস্তান) জন্মগ্রহণ করেন।
  • ভগৎ সিংকে ১৯৩১ সালে মাত্র ২৩ বছর বয়সে ব্রিটিশরা মৃত্যুদণ্ড দেয়।
  • তিনি হাসতে হাসতে মৃত্যু বরণ করেন ৷ মৃত্যুর মুখেও তাঁর সাহস ও আত্মত্যাগের মনোভাব এবং তাঁর আদর্শবাদ তাঁকে স্বাধীনতা আন্দোলনের অন্যতম জনপ্রিয় আইকন করে তোলে ।

৮. এশিয়ান গেমসে সম্প্রতি রোশিবিনা দেবী মহিলাদের ৬০ কেজি উশু সান্দা ইভেন্টে রৌপ্য জিতেছেন। তিনি কোন উত্তর-পূর্ব রাজ্যের বাসিন্দা?

(A) মণিপুর
(B) মেঘালয়
(C) নাগাল্যান্ড
(D) অরুণাচল প্রদেশ

উত্তর
(A) মণিপুর

  • এশিয়ান গেমসে বৃহস্পতিবার উশুতে ভারতকে রুপো এনে দিলেন মণিপুরের রোশিবিনা দেবী।
  • মহিলাদের ৬০ কেজি বিভাগে ফাইনালে রুপো পান তিনি।
  • উশুর দু’টি রাউন্ডেই চিনের উ শিয়াওয়ের কাছে হারেন তিনি।
  • রুপো পেয়ে কান্নায় ভেঙে পড়েন মণিপুরের মেয়ে।

৯. “The Day I become a Runer” বইটির লেখক কে?

(A) অরবিন্দ ঘোষ
(B) সোহিনী চট্টোপাধ্যায়
(C) অরুন্ধতী রায়
(D) শশী থারুর

উত্তর
(B) সোহিনী চট্টোপাধ্যায়

  • সোহিনী চট্টোপাধ্যায় একজন সাংবাদিক এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র সমালোচক।
  • তার কাজ জার্মান, বাংলা, তামিল এবং মালায়লাম ভাষায় অনূদিত হয়েছে।
  • তিনি একজন নিউ ইন্ডিয়া ফাউন্ডেশনের ফেলো এবং রামনাথ কোয়েঙ্কা পুরস্কারপ্রাপ্ত।

১০. ভারত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৩ (Global Innovation Index 2023) -ভারত কততম স্থানে রয়েছে ?

(A) ৩৮
(B) ৪০
(C) ৪২
(D) ৪৫

উত্তর
(B) ৪০

  • World Intellectual Property Organisation দ্বারা প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৩-এ ভারত ১৩২টি অর্থনীতির মধ্যে ৪০ তম স্থান ধরে রেখেছে৷
  • গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে (GII) গত বেশ কয়েক বছর ধরে ভারত একটি ক্রমবর্ধমান গতিপথে রয়েছে, যা ২০১৫ সালে ৮১ তম স্থান থেকে ২০২৩ সালে ৪০-এ পৌঁছেছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button