বিজ্ঞান MCQ – সেট ৬৬ – পদার্থবিদ্যা । তেজস্ক্রিয়তা
বন্ধুরা দেওয়া রইলো পদার্থের তেজস্ক্রিয়তার ওপরে ১০টি প্রশ্নোত্তর ।
১. কোন্ আকরিক নিয়ে মাদাম কুরি প্রথম তেজস্ক্রিয়তা সম্পর্কিত গবেষণা শুরু করেন ?
(A) পিচব্লেন্ড
(B) ইউরেনিয়াম অক্সাইড
(C) সিনেবার
(D) অ্যাভোরাইড
২. নিউক্লিয় বিক্রিয়া ঘটানাের যন্ত্রটি হল—
(A) ব্রিডার চুল্লি
(B) সাইক্লোটোন
(C) নিউক্লিয় চুল্লি
(D) তাপকেন্দ্রীয় বিগলন
৩. নক্ষত্রের শক্তির মূল উৎস কি?
(A) নিউক্লিয় সংযোজন
(B) নিউক্লিয় বিভাজন
(C) নিউক্লিয় বিভাজন ও সংযোজন
(D) অলৌকিক ঘটনা
৪. গাইগার কাউন্টার ব্যবহৃত হয়-
- i. তেজস্ক্রিয় আইসোটোপের গননা করতে
- ii. আইসোটোপের পরিমাণ নির্ণয়ে
- iii. উদ্ভিদে তেজস্ক্রিয় পদার্থ এর ব্যবহারের নিয়ম জানতে
নিচের কোনটি সঠিক?
(A) i ও ii
(B) i ও iii
(C) ii ও iii
(D) i, ii, ও iii
৫. জীব দেহে সবচেয়ে বেশি ক্ষতি করে –
(A) আলফা রশ্মি
(B) বিটা রশ্মি
(C) গামা রশ্মি
(D) কোনটি নয়
৬. নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার আবিষ্কারক কে ?
(A) মাদাম কুরি ও পিয়ের কুরি
(B) রাদারফোর্ড
(C) অটোহান এবং স্ট্রাসম্যান
(D) হেনরি বেকারেল
৭. লিউকিমিয়া ও মস্তিষ্কের টিউমার রােগের চিকিৎসায় তেজস্ক্রিয় ব্যবহার করা হয়?
(A) কোবাল্ট
(B) আয়োডিন
(C) ফসফরাস
(D) রেডিয়াম
৮. কোন আইসোটোপটি চিকিৎসা ও কৃষি উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়?
(A) ফসফরাস
(B) টিন
(C) রেডিয়াম
(D) কোবাল্ট
৯. তেজস্ক্রিয়তার S. I. একক কি?
(A) রাদারফোর্ড
(B) বেকারেল
(C) কুরি
(D) নিউটন
১০. একটি তেজস্ক্রিয় পদার্থকে বায়ুশূন্য পাত্রে রাখা হল । ওই পদার্থটির প্রতি সেকেন্ডে বিভাজন হার—
(A) বৃদ্ধি পাবে
(B) হ্রাস পাবে
(C) অপরিবর্তিত থাকবে
(D) তেজস্ক্রিয় পদার্থ গ্যাসীয় হলে বিভাজনের হার বৃদ্ধি পাবে
আরো দেখে নাও :
To check our latest Posts - Click Here