Science MCQ

বিজ্ঞান MCQ – সেট ১০০ – বিজ্ঞানের MCQ প্রশ্ন ও উত্তর

Science MCQ - Set 100

বিজ্ঞানের MCQ প্রশ্ন ও উত্তর

বন্ধুরা, তোমাদের জন্য দেওয়া রইলো বিজ্ঞানের ১৫টি MCQ প্রশ্ন ও উত্তর ।

১. আদর্শ গ্যাসের অণুগুলির শক্তি-

(A) শুধুমাত্র স্থিতিশক্তি
(B) শুধুমাত্র গতিশক্তি
(C) গতিশক্তি ও স্থিতিশক্তির সমষ্টি
(D) গতিশক্তি ও স্থিতিশক্তির অন্তরফল

উত্তর :
(B) শুধুমাত্র গতিশক্তি

২. দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণির সংখ্যা হল—

(A) 9 টি
(B) 12 টি
(C) 18 টি
(D) 20 টি

উত্তর :
(C) 18 টি 

৩. আধুনিক দীর্ঘ পর্যায় সারণির অপর নাম—

(A) মেন্ডেলিফের পর্যায় সারণি
(B) লোথার মেয়ারের পর্যায় সারণি
(C) মোজলের পর্যায় সারণি
(D) বোরের পর্যায় সারণি

উত্তর :
(D) বোরের পর্যায় সারণি

৪. দীর্ঘ পর্যায় সারণিতে মৌলগুলিকে সাজানো হয়েছে মৌলগুলির

(A) পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে
(B) পরমাণু – ক্ৰমাঙ্কের ভিত্তিতে
(C) ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে
(D) নিউট্রন সংখ্যার ভিত্তিতে

উত্তর :
(B) পরমাণু – ক্ৰমাঙ্কের ভিত্তিতে

৫. পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে মৌলগুলির শ্রেণিবিন্যাসের প্রথম চেষ্টা করেন—

(A) নীলস বোর
(B) নিউল্যান্ড
(C) ডােবেরিনার
(D) মেন্ডেলিফ

উত্তর :
(C) ডােবেরিনার

৬. ত্রয়ী সূত্রের উদ্ভাবন করেন বিজ্ঞানী

(A) লোথার মেয়ার
(B) বার্জেলিয়াস
(C) ডালটন
(D) ডোবেনিয়ার

উত্তর :
(D) ডোবেনিয়ার

৭. নাইক্রোম হল—

(A) Ni , Cr , Al- এর সংকর ধাতু
(B) Ni , Cr , Fe – এর সংকর ধাতু
(C) Al , Cr , Fe -এর সংকর ধাতু
(D) Ni , Cu , Fe- এর সংকর ধাতু

উত্তর :
(B) Ni , Cr , Fe – এর সংকর ধাতু

৮. বৈদ্যুতিক যন্ত্রের গায়ে তারা ( star ) চিহ্ন নির্দেশ করে

(A) ভােল্টেজ রেটিং
(B) ওয়াট রেটিং
(C) এনার্জি রেটিং
(D) অ্যাম্পিয়ার রেটিং

উত্তর :
(C) এনার্জি রেটিং

৯. প্রিজমে আপতন কোণ বাড়াতে থাকলে চ্যুতিকোণ

(A) বাড়ে
(B) প্রথমে কমে , পরে বাড়ে
(C) প্রথমে বাড়ে , পরে কমে
(D) কমে

উত্তর :
(C) প্রথমে বাড়ে , পরে কমে

১০. একটি পরিবেশবান্ধব শক্তি হল 

(A) সৌরশক্তি
(B) বায়ুশক্তি
(C) ভূতাপ শক্তি
(D) সবগুলি

উত্তর :
(D) সবগুলি

১১. বায়ুশক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন্ দেশে ?

(A) ভারতবর্ষ
(B) জার্মানি
(C) আমেরিকা
(D) ডেনমার্ক

উত্তর :
(B) জার্মানি

১২. ভারতবর্ষে সবচেয়ে বড়াে বায়ুশক্তি খামার স্থাপিত হয়েছে কোন্ স্থানের কাছে ?

(A) সুরাট
(B) কন্যাকুমারী
(C) সাগরদ্বীপ
(D) হরিদ্বার

উত্তর :
(B) কন্যাকুমারী

১৩. বায়ােগ্যাসে কোন্ গ্যাসটি থাকে না ? 

(A) নাইট্রিক অক্সাইড
(B) কার্বন ডাইঅক্সাইড
(C) নাইট্রোজেন
(D) মিথেন

উত্তর :
(A) নাইট্রিক অক্সাইড

১৪. 76 cm পারদস্তম্ভের চাপ সমান

(A) 1 অ্যাটমস্ফিয়ার
(B) 1 টর
(C) 1 পাস্কাল
(D) 1 বার

উত্তর :
(A) 1 অ্যাটমস্ফিয়ার

১৫. প্রমাণ চাপ মাপা হয় –

(A) 0 K উয়তায় 45 ° অক্ষাংশে
(B) 45 ° C উষ্ণতায় 0 ° অক্ষাংশে
(C) 0 ° C উষ্মতায় 45 ° অক্ষাংশে
(D) 0 ° C উয়তায় 48 ° অক্ষাংশে

উত্তর :
(C) 0 ° C উষ্মতায় 45 ° অক্ষাংশে

আরো দেখে নাও :

বিজ্ঞান MCQ – সেট ৯৯ – বিজ্ঞানের MCQ প্রশ্ন ও উত্তর

বিজ্ঞান MCQ – সেট ৯৮ – জীবনবিজ্ঞান । Life Science MCQ

পানীয় জলে বিভিন্ন রাসায়নিকের সহনীয় মাত্রা

মানবদেহের রোগ ও রোগাক্রান্ত অংশ

বিভিন্ন ধরণের মৌল

৫০০টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর ( PDF )

pH মাত্রা

To check our latest Posts - Click Here

Telegram

Tapan Dalui

BanglaQuiz Telegram Group Quiz Master. Author of Physics section of BanglaQuiz Website.

Related Articles

One Comment

দেখে নাও
Close
Back to top button