NotesGeneral Knowledge Notes in Bengali

বিভিন্ন খেলার সাথে যুক্ত ট্রফি কাপ ও টুর্নামেন্টের তালিকা – PDF

Different Trophies Associated with Sports

Rate this post

বিভিন্ন খেলার সাথে যুক্ত ট্রফি কাপ ও টুর্নামেন্টের তালিকা

আজকে আমাদের আলোচ্য বিষয় বিভিন্ন খেলা ও সংশ্লিষ্ট ট্রফি তালিকাবিভিন্ন খেলার সাথে যুক্ত ট্রফি কাপ ও টুর্নামেন্টের তালিকা তথ্য দেওয়া রইলো । কোন কাপ বা ট্রফি কোন খেলার সাথে যুক্ত তার একটি সম্যক ধারণা আজকের এই পোস্টে পেয়ে যাবে ।

এরকম আরও কিছু পোস্ট :

বিভিন্ন খেলাধুলার মাঠের নাম PDF । Different Sports Ground Name

বিভিন্ন খেলায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দ – PDF

আইপিএল ২০২১। IPL 2021 – Facts, Stats and More

বিভিন্ন খেলা ও সংশ্লিষ্ট ট্রফির তালিকা :

খেলাট্রফি ও কাপ তালিকা
ফুটবলডুরান্ড কাপ, রােভার্স কাপ, এয়ারলাইন্স কাপ, ফেডারেশন কাপ, সুব্রত কাপ, ফুটবল বিশ্বকাপ, স্টাফোর্ড কাপ, উয়েফা কাপ, নেহরু গােল্ড কাপ, ম্যাকডােয়াল কাপ, মারডেকা কাপ, সন্তোস ট্রফি, জুলে রিমে ট্রফি, কলিংগ কাপ, আই এফ এ লীগ, ইন্দিরাগান্ধী কাপ, ডি.সি.এম. কাপ, সিকিম গভর্নর গােল্ড কাপ, নেশনস্ কাপ, লাল বাহাদুর শাস্ত্রী কাপ,ইন্ডিপেন্ডেন্স ডে কাপ, ইউরােপিয়ান কাপ, বরদোলুই ট্রফি, আফ্রিকান নেশনস কাপ
ক্রিকেটবেনসন হেজেস কাপ, চ্যাম্পিয়ন ট্রফি, এশিয়া কাপ, চারমিনার চ্যালেঞ্জ ট্রফি, সি.কে. নাইডু ট্রফি, কোচবিহার ট্রফি, দলীপ ট্রফি, রনজি ট্রফি, জি.ডি. বিড়লা ট্রফি, গাভাসকার-বর্ডার ট্রফি, আই.সি.সি. বিশ্বকাপ, উইজডেন ট্রফি, বিজয় হাজারে ট্রফি, ন্যাটওয়েস্ট ট্রফি, মৈনিদৌল্লা ট্রফি, শারজা কাপ, সাহারা কাপ
বাস্কেটবলবাসালাট ঝ ট্রফি, বি.সি. গুপ্তা ট্রফি, ফেডারেশন কাপ, টোড মােরােল ট্রফি, উইলিয়াম জোনস্ ট্রফি, এস.এম. অর্জুনা রাজা ট্রফি
বিলিয়ার্ড/স্নুকারআর্থার ওয়াকার ট্রফি, থমাস কাপ
এয়ার রেসিংজওহরলাল চ্যালেঞ্জ ট্রফি, কিংস কাপ
বােট রােয়িংআমেরিকান কাপ (ইয়েট রেসিং), ওয়েলিংটন (ইন্ডিয়া)
বক্সিংফেডারেশন কাপ, ভাল বাকের ট্রফি, অ্যাসপি অ্যাডজাহিয়া ট্রফি
তাসবাসালাট ঝ-টুফি, হােলকার ট্রফি, রুইয়া গােল্ড কাপ, সিংঘানিয়া ট্রফি
দাবাওয়ার্ল্ড কাপ, লিমকা ট্রফি, লিনারেস সিটি ট্রফি, নাইডু ট্রফি, খৈতান ট্রফি।
গল্ফকানাডা ট্রফি, ওয়ার্ল্ডকাপ, ওয়ালকারট্রফি, প্রিন্স অব ওয়েলট্রফি, ইন্টারকন্টিনেন্টাল কাপ,পারালামডি ট্রফি, নােমিউরা ট্রফি, রাইডার কাপ, টোপােলিনাে ট্রফি, ওয়াটারফোর্ড ক্রিস্টাল ট্রফি।
অ্যাথলেটিক্সচারমিনার ট্রফি, ফেডারেশন কাপ
হকিআগাখান কাপ, আজলান শাহ্ কাপ, ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন ট্রফি, গুরুনানক ট্রফি, ইন্দিরা গান্ধী কাপ, মােদি গােল্ড কাপ, মহারাজা রনজিৎ সিং গােল্ড কাপ, ওলউইন এশিয়া কাপ, বেটন কাপ, বােম্বে গােল্ড কাপ, সিন্ধিয়া গােল্ড কাপ
তীরন্দাজীফেডারেশন কাপ
ব্যাডমিন্টনআগরওয়াল ট্রফি, অমৃত দিবান ট্রফি, এশিয়া কাপ, অস্ট্রেলিশিয়া কাপ, চাধা কাপ, উবের কাপ, ওয়ার্ল্ড কাপ, ইওনেক্স কাপ, হামাস কাপ, কনিকা কাপ, ইউরােপিয়ান কাপ, হ্যারিলেলা কাপ, ইব্রাহিম রহিমাতুল্লা কাপ
কবাড়িফেডারেশন কাপ
হর্স রেসিংবেরেসফোর্ড কাপ, ব্লু রিব্যান্ড, গ্র্যান্ড ন্যাশনাল কাপ
রাগবিব্লেডিসলােই কাপ, ক্যালকাটা কাপ, ওয়েব ইংলিশ ট্রফি।
টেনিসউইম্বলডন ট্রফি, অস্ট্রেলিয়ান কাপ, ইউ.এস. কাপ, ডেভিস কাপ, এ.টি.পি. প্রেডিনেন্টস্ কাপ, এজবাস্টন কাপ, গ্র্যান্ড স্লাম কাপ, লিপটন ট্রফি।
ভলিবলসেন্টিনিয়াল কাপ, ফেডারেশন কাপ, ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড লিপ কাপ, ইন্দিরা প্রধান কাপ।
টেবিল টেনিসএশিয়ান কাপ, বার্ণা বেলাক কাপ,জয়ালক্ষ্মী কাপ (মহিলা বিভাগ), করবিল্লিয়ন কাপ (মহিলা বিভাগ), ইলেকট্রা গােল্ডকাপ, আঁ প্রি কমলা রামানুজম কাপ, পিথাপুরম কাপ, ওয়ার্ল্ডকাপ ।
কুস্তিভারত কেশরী, ওয়ার্ল্ড কাপ, বাওয়ান শিল্ড।
খাে-খােফেডারেশন কাপ।
বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি এবং কাপ তালিকা

এই নোটটির PDF ফাইল নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নাও।

Download Section

  • File Name : বিভিন্ন খেলা ও সংশ্লিষ্ট ট্রফি
  • File Size : 190 KB
  • No. of Pages : 20
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : Sports

বিভিন্ন ট্রফি ও খেলার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর :

হ্যামলেট কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

হ্যামলেট কাপ পুরুষদের টেনিস খেলার সাথে যুক্ত।

নেহেরু গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?

নেহেরু গোল্ড কাপ ফুটবল খেলার সাথে যুক্ত।

থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?

থমাস কাপ ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত।

রাইডার কোন খেলার সঙ্গে যুক্ত?

রাইডার কাপ হল পুরুষদের গল্ফ টুর্নামেন্ট।

‘আগা খান কাপ’ কোন খেলার সাথে যুক্ত?

হকি।

নেহেরু কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?

ফুটবল।

To check our latest Posts - Click Here

Telegram
Back to top button
error: Alert: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker