Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী – ফেব্রুয়ারি মাস – ২০২০

২১. নিম্নলিখিতদের মধ্যে কে সম্প্রতি মধ্যপ্রদেশ সরকার কর্তৃক ‘কিশোর কুমার সম্মান’ পেয়েছেন?

(A) ওয়াহিদা রেহমান
(B) হেমা মালিনী
(C) আশা পারেখ
(D) জয়া প্রদা

উত্তর :
(A) ওয়াহিদা রেহমান

ওয়াহিদা রেহমান একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি বিংশ শতকের ষাট, সত্তর ও আশির দশকে হিন্দি সিনেমার সফল অভিনেত্রী হিসাবে খ্যাতিলাভ করেছিলেন। তিনি সত্যজিৎ রায়ের অভিযান ছবিতেও অভিনয় করেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি দূর থেকে বিশেষ ভূমিকা রেখে স্মরণীয় হয়ে আছেন।


২২. টোকিও অলিম্পিক গেমস ২০২০ -তে  ভারতের ‘শুভেচ্ছাদূত (Goodwill Ambassador’ )’ হওয়ার জন্য কাকে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন আমন্ত্রিত করেছেন ?

(A) রাহুল দ্রাবিড়
(B) সৌরভ গাঙ্গুলি
(C) বীরেন্দ্র শেহবাগ
(D) শচীন টেন্ডুলকার

উত্তর :
(B) সৌরভ গাঙ্গুলি

সদ্য নিযুক্ত BCCI সভাপতি, সৌরভ গাঙ্গুলিকে টোকিও অলিম্পিক গেমস ২০২০-তে ভারতের ‘শুভেচ্ছাদূত’ হওয়ার জন্য ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন আমন্ত্রণ জানিয়েছে।

রিও অলিম্পিক গেমস ২০১৬ তে সালমান খানকে এই ভূমিকায় নিয়োগ দেওয়া হয়েছিল।


২৩. ২০২০ সালের ফেব্রুয়ারিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পরে কে ক্রিকেট অ্যাসোসিয়েশন বাংলার সর্বকনিষ্ঠ সভাপতি হয়েছেন?

(A) স্নেহাশীষ গাঙ্গুলি
(B) অভিষেক
(C) জয় শাহ
(D) অশোক খেমকা

উত্তর :
(B) অভিষেক

বিসিসিআইয়ের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পরে ক্রিকেট অ্যাসোসিয়েশন বেঙ্গলের কনিষ্ঠতম সভাপতি হন।


২৪. কুষ্ঠ রোগ প্রতিরোধে তার অবদানের জন্য ২০২০ সালে একক ভাবে কে আন্তর্জাতিক গান্ধী পুরষ্কার জিতেছেন?

(A) ডাঃ এন এস ধর্মশক্তু
(B) ইয়োহে সাসাকাওয়া
(C) দামোদর গণেশ বাপাট
(D) সত্য নাদেলা

উত্তর :
(A) ডাঃ এন এস ধর্মশক্তু

কুষ্ঠ রোগ প্রতিরোধে অবদানের জন্য একক ভাবে ডাঃ এন এস ধর্মশক্তু এবং প্রতিষ্ঠান হিসেবে জাতীয় কুষ্ঠ নিরসন ট্রাস্ট ( National Leprosy Eradication Trust ) আন্তর্জাতিক গান্ধী পুরষ্কার জিতেছে ।


২৫. কোন দেশের সামরিক বাহিনী আল-কায়েদার ইয়েমেন নেতা কাসিম আল-রিমিকে হত্যা করেছে বলে ঘোষণা করেছে ?

(A) রাশিয়া
(B) মার্কিন যুক্তরাষ্ট্র
(C) জার্মান
(D) জাপান

উত্তর :
(B) মার্কিন যুক্তরাষ্ট্র 

২৬. মার্কিন মহাকাশচারী ক্রিস্টিনা কচ স্পেস স্টেশন মিশনের পরে ৬ই ফেব্রুয়ারি পৃথিবীতে প্রত্যাবর্তন করেছেন । ক্রিস্টিনা কচ আন্তর্জাতিক স্পেস স্টেশনটিতে কত দিন কাটিয়ে রেকর্ড করলেন ?

(A) ৪১৮
(B) ৩২৮
(C) ৩৫৬
(D) ৩৭৪

উত্তর :
(B) ৩২৮

২৭. প্রথমবারের জন্য কোন নন-ইংলিশ চলচিত্র ২০২০ সালে “সেরা চলচ্চিত্র (Best Picture )” বিভাগে অস্কার জিতলো ?

(A) Parasite
(B) The Irishman
(C) 1917
(D) Jojo Rabbit

উত্তর :
(A) Parasite

দক্ষিণ কোরিয়া সিনেমা Parasite ২০২০ সালে Best Picture  বিভাগে অস্কার জিতলো ।


২৮. ২০২০ সালের অস্কারে নিচের মধ্যে কে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন?

(A) ব্র্যাড পিট
(B) জোয়াকিন ফিনিক্স
(C) স্মিথ উইল
(D) টম ক্রুজ

উত্তর :
(B) জোয়াকিন ফিনিক্স

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরষ্কার, অস্কার পুরষ্কারের ৯২ তম সংস্করণটি ২০২০সালের ১০ই  ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। জোকার ফিনিক্স ‘জোকার’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার অস্কার পেয়েছেন। ‘জুডি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রেনি জেলওয়েজার।


২৯. করোনাভাইরাস ভ্যাকসিন তৈরির জন্য গবেষণা দলকে নেতৃত্ব প্রদানকারী ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানীর নাম কী?

(A) আর. এম. কাপুর
(B) এ. কে. পিল্লাই
(C) কে. এল. কালেটকার
(D) এস. এস. ভাসান

উত্তর :
(D) এস. এস. ভাসান

অস্ট্রেলিয়ায় বিজ্ঞানীদের একটি দল, ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী এসএস ভাসানের নেতৃত্বে, করোনাভাইরাস চিকিৎসার জন্য একটি ভ্যাকসিন তৈরি করছে। অধ্যয়নটি অস্ট্রেলিয়ার কমনওয়েলথ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা সংস্থা (CSIRO) পরিচালনা করছে।


৩০. প্রতি বছর দেশজুড়ে জাতীয় কৃমিনাশক দিবস (National Deworming Day ) কোন দিনটিতে পালন করা হয়?

(A) ফেব্রুয়ারি ১০
(B) ফেব্রুয়ারি ১১
(C) ফেব্রুয়ারি ১২
(D) ফেব্রুয়ারি ৯

উত্তর :
(A) ফেব্রুয়ারি ১০

এই উপলক্ষে, কেন্দ্রীয় সরকার ১ থেকে 19 বছর বয়সী শিশু এবং কিশোর-কিশোরীদের অ্যালবেনডাজল দেওয়ার জন্য একটি বিশেষ ড্রাইভ পরিচালনা করে।


৩১. IOC এর ‘সম্মানজনক উল্লেখ (honourable mention )’ প্রাপ্ত প্রথম ভারতীয় কে ?

(A) রাহুল দ্রাবিড়
(B) অনিল কুম্বলে
(C) পুল্লেলা গোপীচাঁদ
(D) রবি শাস্ত্রী

উত্তর :
(C) পুল্লেলা গোপীচাঁদ

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কর্তৃক সম্মান জানাল হল পুল্লেলা গোপীচাঁদকে। গোপীচাঁদের অবদান সারা বিশ্বের সমস্ত স্পোর্টসের জন্য অনুপ্রেরণামূলক বলে জানিয়েছে আইওসি ।


৩২. আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের ‘sister cities’ উদ্যোগে শীর্ষ-স্থানে থাকা বারাণসী নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটির সাথে জুটিবদ্ধ হবে?

(A) অমৃতসর
(B) আইজল
(C) দিউ
(D) কর্ণাল

উত্তর :
(A) অমৃতসর

৩৩. বিশ্ব ইউনানী দিবস কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ১১ই ফেব্রুয়ারি
(B) ১২ই ফেব্রুয়ারি
(C) ৮ই ফেব্রুয়ারি
(D) ১৩ই ফেব্রুয়ারি

উত্তর :
(A) ১১ই ফেব্রুয়ারি

প্রতি বছর ১১ই ফেব্রুয়ারি বিশ্ব ইউনানী দিবস পালন করা হয়। মহান ইউনানী পন্ডিত ও সমাজ সংস্কারক হাকিম আজমল খাঁর জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর এই দিবসটি পালিত হয়।


৩৪. ২০২০ সালের নভেম্বর থেকে কোন রাজ্য সরকার CFL এবং ফিলামেন্ট বাল্ব নিষিদ্ধ করার ঘোষণা করেছে ?

(A) মধ্য প্রদেশ
(B) রাজস্থান
(C) পশ্চিমবঙ্গ
(D) কেরালা

উত্তর :
(D) কেরালা

কেরালার অর্থমন্ত্রী টমাস আইজ্যাক রাজ্যের বাজেটে ঘোষণা করেছেন যে ২০২০ সালের নভেম্বর থেকে কমপ্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প (CFL) এবং ভাস্বর (ফিলামেন্ট) বাল্ব বিক্রি নিষিদ্ধ করবে। সরকারী অফিসগুলিতে, সমস্ত স্ট্রিট লাইট এবং বাল্বগুলি এলইডি লাইটের মাধ্যমে প্রতিস্থাপন করা হবে।


৩৫. বিশ্ব ডাল দিবস  (world pulses day ) বিশ্বব্যাপী প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ফেব্রুয়ারি ৮
(B) ফেব্রুয়ারি ৯
(C) ফেব্রুয়ারি ১০
(D) ফেব্রুয়ারি ১১

উত্তর :
(C) ফেব্রুয়ারি ১০

৩৬. নীচের মধ্যে কে সম্প্রতি FIH দ্বারা ২০১৯ এর সেরা উদীয়মান মহিলা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হয়েছেন ?

(A) জুলিয়েতা জানকুনাস
(B) লালরেমসিয়ামি
(C) ফ্রেডেরিক মাতলা
(D) অনিতা মণ্ডল

উত্তর :
(B) লালরেমসিয়ামি

লালরেমসিয়ামি একজন মিজো ভারতীয় পেশাদার ফিল্ড হকি খেলোয়াড়। তিনি ভারতীয় জাতীয় দলে ফরোয়ার্ড হিসেবে খেলেন। ক্লাব স্তরে তিনি সাইয়ের হয়ে খেলেন। লালরেমসিয়ামি ২০১৮ বিশ্বকাপে, ভারতের ১৮ জনের জাতীয় দলের হয়ে, প্রতিনিধিত্ব করেছিলেন। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে রূপো জিতে, উনি মিজোরাম থেকে এশিয়াড পদক জয়ী প্রথম ক্রীড়াবিদের সন্মান লাভ করেন।


৩৭. WHO কর্তৃক প্রদত্ত করোনাভাইরাস এর নতুন নাম কি?

(A) CORONAVID-19
(B) AVID-18
(C) COVID-19
(D) CHID-19

উত্তর :
(C) COVID-19

৩৮. Public Enterprises Survey  অনুযায়ী কোন PSU ২০১৮-১৯ সালে সবথেকে লাভজনক রয়েছে ?

(A) Air India
(B) NTPC
(C) BSNL
(D) ONGC

উত্তর :
(D) ONGC

Oil and Natural Gas Corporation (ONGC)


৩৯. RBI -এর বিজ্ঞপ্তি অনুসারে, নতুন এক টাকার নোটে স্বাক্ষর করবেন কে?

(A) RBI  গভর্নর
(B) অর্থমন্ত্রী
(C) অর্থ সচিব
(D) ভারতের রাষ্ট্রপতি

উত্তর :
(C) অর্থ সচিব

নতুন এক টাকার নোটে  হিন্দি এবং ইংরেজিতে স্বাক্ষর করবেন অর্থ সচিব অতনু চক্রবর্তী।

বি: দ্র : – শুধুমাত্র এক টাকার নোট ছাড়া বাকি নোট স্বাক্ষর করেন RBI গভর্নর ।


৪০. কোন রাজ্য ভূগর্ভস্থ জলের স্তর উন্নতির জন্য ভূগর্ভস্থ জল আইন -২০২০ (Ground Water Act-2020 ) অনুমোদন করেছে ?

(A) মধ্য প্রদেশ
(B) রাজস্থান
(C) গুজরাত
(D) উত্তরপ্রদেশ

উত্তর :
(D) উত্তরপ্রদেশ

উত্তর প্রদেশের মন্ত্রিসভা ভূগর্ভস্থ জলের স্তরকে উন্নত করতে ভূগর্ভস্থ জল আইন -২০২০ অনুমোদন করেছে। এই আইনের আওতায় ভূগর্ভস্থ জলকে দূষিতকারী ব্যক্তি ও সংস্থাগুলিকে দণ্ডিত করা হবে।


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6Next page
Telegram

Related Articles

Back to top button