Daily Current Affairs in BengaliCurrent Affairs

6th & 7th November Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৬ ও ৭ই নভেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 6th & 7th November Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  5th November Current Affairs Quiz 2023 – Bengali


১. কোন দেশ ২০২৫ সালে ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চলেছে ?

(A) ভারত
(B) শ্রীলংকা
(C) চীন
(D) বাংলাদেশ

উত্তর
(D) বাংলাদেশ

  • থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্চারি এশিয়া কংগ্রেসে ১৪-১০ ভোটে জয়লাভ করার পর বাংলাদেশ ২০২৫ সালে ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করার অধিকার পেয়েছে ।
  • থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত হচ্ছে ২৩তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ।

২. কোন রাজ্যের সুনীল জোলিয়া জিনাভাই গোয়ায় ৩৭তম জাতীয় গেমসে ৩০০০ মিটার স্টিপলচেসে রেকর্ড গড়েছেন ?

(A) উত্তর প্রদেশ
(B) গুজরাট
(C) মহারাষ্ট্র
(D) রাজস্থান

উত্তর
(B) গুজরাট
গুজরাটের সুনীল জোলিয়া জিনাভাই স্টিপলচেজ ৩০০০ মিটারে ৮ মিনিট ৩৭.১৫ সেকেন্ডের চিত্তাকর্ষক সময় নিয়ে একটি নতুন জাতীয় গেমস রেকর্ড করেছেন।

৩. প্রথম ভারতীয় মহিলা হিসেবে ফিডে মহিলা গ্র্যান্ড সুইস দাবায় খেতাব জিতলেন –

(A) কোনেরু হাম্পি
(B) দিব্যা দেশমুখ
(C) আর বৈশালী
(D) তানিয়া সচদেব

উত্তর
(C) আর বৈশালী

  • ইতিহাস গড়লেন ভারতের আর বৈশালী।
  • প্রথম ভারতীয় মহিলা হিসেবে ফিডে মহিলা গ্র্যান্ড সুইস দাবায় খেতাব জিতলেন তিনি।
  • এরই পাশাপশি তিনি জায়গা করে নিলেন আগামী বছর অনুষ্ঠিত হতে চলা ক্যান্ডিডেটস ইভেন্টে।

৪. ভারত কোন দেশকে পরাজিত করে মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি শিরোপা ২০২৩ জিতে নিয়েছে ?

(A) জার্মানি
(B) জাপান
(C) পাকিস্তান
(D) শ্রীলংকা

উত্তর
(B) জাপান

  • জাপানকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় নিশ্চিত করেছে ভারতের মহিলা দল।
  • এদিন রাঁচিতে টুর্নামেন্টের ফাইনালটি খেলা হয়েছিল।
  • ম্যাচে প্রথম থেকে শেষ পর্যন্ত আধিপত্য রেখেই খেতাব জিতেছে ভারত।
  • ফাইনালে তারা জাপান দলকে হারিয়ে দিয়েছে ৪-০ গোলে।

৫. সম্প্রতি খবরে আসা গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘INS Surat’ কোন প্রজেক্টের অধীনে তৈরী হয়েছে ?

(A) PROJECT 15A
(B) PROJECT 15B
(C) PROJECT 17B
(D) PROJECT 75

উত্তর
(B) PROJECT 15B
সম্প্রতি এই মিসাইলটি উন্মোচন করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেল।

৬. সপ্তম গঙ্গা উৎসব সম্প্রতি কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল ?

(A) নতুন দিল্লি
(B) নয়ডা
(C) গাজিয়াবাদ
(D) লখনউ

উত্তর
(A) নতুন দিল্লি
সপ্তম গঙ্গা উৎসব সম্প্রতি নতুন দিল্লিতে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা দ্বারা আয়োজিত হয়েছিল।

৭. উত্তরপ্রদেশের কোন শহর এভিয়েশন হাব হয়ে উঠতে চলেছে ?

(A) গাজিয়াবাদ
(B) লখনউ
(C) নয়ডা
(D) মিরাট

উত্তর
(C) নয়ডা
উত্তরপ্রদেশ রাজ্য সরকার বিমান শিল্পকে চাঙ্গা করার জন্য নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (NIAL) কে ১০০০ একর জমি বরাদ্দ করেছে।

৮. ভারতে নির্বাচনী বন্ড এনক্যাশ করতে পারে একমাত্র কোন ব্যাঙ্ক?

(A) ব্যাঙ্ক অফ বরোদা
(B) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
(C) সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(D) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

উত্তর
(D) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
৬ই নভেম্বর থেকে ২০শে নভেম্বর ২০২৩ পর্যন্ত SBI তার ২৯টি অনুমোদিত শাখার মাধ্যমে নির্বাচনী বন্ড ইস্যু এবং নগদ করতে পারবে।

৯. আন্তর্জাতিক ক্রিকেটে ‘টাইম আউট’ হওয়া প্রথম ব্যাটসম্যান কে?

(A) বিরাট কোহলি
(B) বাবর আজম
(C) অ্যাঞ্জেলো ম্যাথিউস
(D) হেনরিক ক্লাসেন

উত্তর
(C) অ্যাঞ্জেলো ম্যাথিউস

  • আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম বার ঘটল ‘টাইমড আউট’-এর ঘটনা।
  • আউটটি আইনসিদ্ধ হলেও এর আগে কখনও কোনও ব্যাটসম্যানকে টাইমড আউট হয়ে মাঠ ছাড়তে হয়নি।
  • সম্প্রতি চলমান ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে টাইমড আউট হয়ে যান অ্যাঞ্জেলো ম্যাথিউজ।
  • শ্রীলঙ্কার চতুর্থ উইকেট পড়ার পর কিছুটা দেরিতে মাঠে আসেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার।
  • তার পর হেলমেট সংক্রান্ত কিছু একটা সমস্যার জন্য নির্ধারিত সময়ের মধ্যে (প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, সেটা দু’মিনিট) স্ট্রাইক নিতে পারেননি।
  • আর সেই সুযোগ কাজে লাগিয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউজকে আউট করেছে বাংলাদেশ।

১০. নিচের কোন ব্যক্তি সম্প্রতি সাও পাওলো গ্র্যান্ড প্রিক্সে সিজনে রেকর্ড ১৭তম জয় নিশ্চিন্ত করেছেন?

(A) কেভিন ম্যাগনাসেন
(B) নিকো হালকেনবার্গ
(C) অ্যালেক্স অ্যালবন
(D) ম্যাক্স ভার্স্টাপেন

উত্তর
(D) ম্যাক্স ভার্স্টাপেন
রেড বুল-এর ম্যাক্স ভার্স্ট্যাপেন সাও পাওলো গ্র্যান্ড প্রিক্সে আত্মবিশ্বাসের সাথে রেকর্ড-ব্রেকিং ১৭তম জয় নিশ্চিন্ত করেছেন।

১১. আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন সুনীল নারিন। তিনি কোন দলের খেলোয়াড় ?

(A) ওয়েস্ট ইন্ডিজ
(B) বাংলাদেশ
(C) ভারত
(D) শ্রীলংকা

উত্তর
(A) ওয়েস্ট ইন্ডিজ

  • অবসর নিলেন সুনীল নারিন।
  • আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে আর দেখা যাবে না ক্যারিবিয়ান স্পিনারকে।
  • সম্প্রতি অবসরের কথা ঘোষণা করেন নারিন।
  • ওয়েস্ট ইন্ডিজের হয়ে দীর্ঘ অবদান রাখার জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানানো হয়েছে।
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে কোনও সিদ্ধান্ত নেননি নারিন। সুতরাং আশা করা যাচ্ছে, আরও কয়েকবছর আইপিএলে তাঁকে দেখা যাবে।

১২. ভারত কোন তারিখে সিভি রমনের ১৩৫তম জন্মবার্ষিকী উদযাপন করেছে?

(A) ৭ সেপ্টেম্বর, ২০২৩
(B) ৭ অক্টোবর , ২০২৩
(C) ৭ নভেম্বর , ২০২৩
(D) ৭ ডিসেম্বর , ২০২৩

উত্তর
(C) ৭ নভেম্বর , ২০২৩

  • ৭ই নভেম্বর মহান বিজ্ঞানী সিভি রমনের জন্মবার্ষিকী। সিভি রমন (CV Raman) বিজ্ঞানে নোবেল (Nobel) বিজয়ী প্রথম ভারতীয়।
  • তিনি ১৮৮৮ সালে ৭ই নভেম্বর মাদ্রাজে জন্মগ্রহণ করেন।
  • কলকাতা বিশ্ববিদ্যালয়ে ২৮ ফেব্রুয়ারি ১৯২৮ সালে কে এস কৃষ্ণান সহ অন্যান্য বিজ্ঞানীদের সঙ্গে তিনি রামন প্রভাব আবিষ্কার করেছিলেন। এই কারণেই এই দিনটি ভারতে প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালিত হয়।
  • বিজ্ঞানের অসামান্য অবদানের জন্য সিভি রমনকে ১৯৫৪ সালে ভারতরত্ন দেওয়া হয়।

১৩. শিশু সুরক্ষা দিবস (Infant Protection Day) প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ৬ই নভেন্বর
(B) ৭ই নভেম্বর
(C) ৮ই নভেম্বর
(D) ৯ই নভেম্বর

উত্তর
(B) ৭ই নভেম্বর
৭ই নভেম্বর দিনটি বিশ্ব শিশু সুরক্ষা দিবস হিসেবে পালন করা হয় (World Infant Protection Day) ৷

১৪. ভারতে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস কবে পালন করা হয়?

(A) নভেম্বর ৫
(B) নভেম্বর ৬
(C) নভেম্বর ৭
(D) নভেম্বর ৮

উত্তর
(C) নভেম্বর ৭

  • প্রতি বছর আমাদের দেশে ৭ই নভেম্বর জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালিত হয়।
  • জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হল ক্যান্সারের গুরুতর বিপদ সম্পর্কে মানুষকে শিক্ষিত করা।

১৫. নিচের কোন দেশটি আন্তর্জাতিক সৌর জোট (ISA )-এর ৯৫তম সদস্য হয়েছে?

(A) নরওয়ে
(B) ফিনল্যান্ড
(C) চিলি
(D) ডেনমার্ক

উত্তর
(C) চিলি
চিলি আন্তর্জাতিক সৌর জোট (ISA ) এর ৯৫ তম সদস্য হয়েছে।

১৬. সম্প্রতি ভারতের কোন রাজ্য গরু শুমারি ( cow census) শুরু করেছে ?

(A) মধ্য প্রদেশ
(B) উত্তর প্রদেশ
(C) উত্তরাখন্ড
(D) ওড়িশা

উত্তর
(B) উত্তর প্রদেশ
উত্তরপ্রদেশ সরকার গরুর সঠিক সংখ্যা খুঁজে বের করার জন্য একটি ব্যাপক শুমারি পরিচালনা করার এবং তারপর তাদের কল্যাণের জন্য সেই অনুযায়ী পরিকল্পনা করার সিদ্ধান্ত নিয়েছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button