Daily Current Affairs in BengaliCurrent Affairs

26th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

26th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৬শে সেপ্টেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 26th September Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 25th September Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দিনটিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী পালিত হল?

(A) ২৬শে সেপ্টেম্বর
(B) ২৭শে সেপ্টেম্বর
(C) ২৪শে সেপ্টেম্বর
(D) ২৫শে আগস্ট

উত্তর
(A) ২৬শে সেপ্টেম্বর

  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন উনিশ শতকের একজন ভারতীয় শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক। বাংলা গদ্যকে সরল ও আধুনিকীকরণে তাঁর প্রচেষ্টা ছিল উল্লেখযোগ্য।
  • জন্ম: ২৬শে সেপ্টেম্বর ১৮২০ সালে বীরসিংহ গ্রামে
  • মৃত্যু: ২৯শে জুলাই ১৮৯১, কলকাতা

২. মহান স্বাধীনতা সংগ্রামী শহীদ ভগৎ সিং এর প্রতি শ্রদ্ধা স্বরূপ কোন বিমানবন্দটির নামকরণ করা হয়েছে?

(A) বাতিন্ডা বিমানবন্দর
(B) লুধিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর
(C) সাহনেওয়াল বিমানবন্দর
(D) চণ্ডীগড় বিমানবন্দর

উত্তর
(D) চণ্ডীগড় বিমানবন্দর

  • ২৫শে সেপ্টেম্বর ২০২২-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন যে মহান স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা হিসাবে চণ্ডীগড় বিমানবন্দরের নাম পরিবর্তন করা হবে শহীদ ভগৎ সিং-এর নামে।
  • ৪৮৫-কোটি টাকার বিমানবন্দর প্রকল্পটি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) এবং পাঞ্জাব ও হরিয়ানা সরকারের যৌথ উদ্যোগ।

৩. নিচের মধ্যে কাকে প্রথমবারের মতো ‘Queen Elizabeth II Woman of the Year’ পুরস্কারের বিজয়ী হিসেবে মনোনীত করা হয়েছে?

(A) সুয়েলা ব্র্যাভারম্যান
(B) প্রীতি সুশীল প্যাটেল
(C) প্রীত কৌর গিল
(D) লিসা ইভা নন্দি

উত্তর
(A) সুয়েলা ব্র্যাভারম্যান

  • ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ হোম সেক্রেটারি সুয়েলা ব্র্যাভারম্যানকে প্রথমবারের মতো Queen Elizabeth II Woman of the Year পুরস্কারের বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়েছে।
  • ব্রাভারম্যান এর আগে ২০২০-২০২২ এর মধ্যে যুক্তরাজ্যের অ্যাটর্নি জেনারেল ছিলেন।

৪. সম্প্রতি কে RailTel Corporation of India এর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন?

(A) অজয় সিং
(B) সঞ্জয় কুমার
(C) আদিত্য পুনাওয়ালা
(D) সিমরান কৌর

উত্তর
(B) সঞ্জয় কুমার

  • সঞ্জয় কুমারকে রেইটেল কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত করা হয়েছে।
  • তিনি ভারতীয় রেলওয়ে সার্ভিস অফ সিগন্যাল ইঞ্জিনিয়ারের একজন অফিসার।
  • RailTel Corporation ২০০০ সালে দেশব্যাপী একটি ব্রডব্যান্ড এবং টেলিকম নেটওয়ার্ক তৈরির লক্ষ্যে গঠিত হয়েছিল।

৫. সম্প্রতি কে জার্মানির ডার্মস্ট্যাডের PEN সেন্টার দ্বারা ‘হারম্যান কেস্টেন পুরস্কার’ জিতে নিয়েছেন?

(A) দানিয়া কুকাফকা
(B) মীনা কান্দাসামি
(C) জেনিস হ্যালেট
(D) সারাহ ভন

উত্তর
(B) মীনা কান্দাসামি

  • ভারতীয় লেখক এবং কবি মীনা কান্দাসামি জার্মানির PEN আন্তর্জাতিক লেখক সমিতির দ্বারা কেস্টেন পুরস্কার জিতেছেন।
  • জাতি ও জাতিগত নিপীড়নের থিম নিয়ে কাজ করার জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে।
  • জার্মান ঔপন্যাসিক হারমান কেস্টেনের সম্মানে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে।
  • প্রথম পুরস্কার : ১৯৮৫

৬. ‘Ladakh Autonomous Hill Development Council’ কার্গিলে কোন প্রথম মেলার উদ্বোধন করেছে?

(A) অটো এক্সপো
(B) হেমিস উৎসব
(C) সাকা দাওয়া
(D) কিষাণ মেলা

উত্তর
(D) কিষাণ মেলা

  • লাদাখ অটোনোমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল (LAHDC) কার্গিলে প্রথম মেগা কিষান মেলার উদ্বোধন করেছে।
  • এটির আয়োজন করেছিল শের-ই-কাশ্মীর ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (SKUAST)।

৭. ফুলের উৎসব ‘বাথুকাম্মা’ সম্প্রতি কোন রাজ্যে শুরু হয়েছে?

(A) কর্ণাটক
(B) সিকিম
(C) তেলেঙ্গানা
(D) হিমাচল প্রদেশ

উত্তর
(C) তেলেঙ্গানা

  • তেলেঙ্গানা বাথুকাম্মায় ২৫শে সেপ্টেম্বর ২০২২ এই উৎসব শুরু হয়েছে।
  • নয় দিনের এই বার্ষিক উৎসবের সময়, মহিলা এবং মেয়েরা বিশেষভাবে সাজানো ফুলের চারপাশে গান এবং নাচ করেন।
  • বাথুকাম্মা মানে ‘জীবনের দেবী’।

৮. প্রখ্যাত ভারতীয় ব্যক্তিত্ব আর্যদান মুহাম্মদ সম্প্রতি প্রয়াত হলেন। তিনি নিচের কোন ক্ষেত্রের সাথে যুক্ত?

(A) অভিনেতা
(B) রাজনীতিবিদ
(C) বিজ্ঞানী
(D) ক্রীড়াবিদ

উত্তর
(B) রাজনীতিবিদ

  • কেরালার প্রাক্তন মন্ত্রী এবং কংগ্রেসের সিনিয়র নেতা আর্যদান মুহাম্মদ সম্প্রতি প্রয়াত হয়েছেন।
  • তিনি ৮-বারের বিধায়ক ছিলেন এবং মালাপ্পুরম জেলার নীলাম্বুর কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন।
  • তিনি ২০০৪ এবং ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত বিদ্যুৎমন্ত্রীও ছিলেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button