সাধারণ জ্ঞান MCQ – সেট ১৫১
General Awareness MCQ – Set 151
৩০০১. ভারতের কোন রাজ্যটিকে বিশ্বের বাজপাখির রাজধানী বলা হয় ?
(A) আসাম
(B) কেরালা
(C) গুজরাট
(D) নাগাল্যান্ড
৩০০২. আলেকজান্ডার ভারতে আক্রমণ করেছিলেন তখন মগধের রাজা ছিলেন
(A) ধননন্দ
(B) মহাপদ্মনন্দ
(C) অজাতশত্রু
(D) শিশু শুঙ্গ
৩০০৩. মাইক্রো-ইকোনমিক্সকে ________ও বলা হয়।
(A) থিওরি অফ প্রফিট
(B) থিওরি অফ লস
(C) থিওরি অফ প্রাইস
(D) থিওরি অফ এক্সপেন্ডিচার
৩০০৪. নোবেল পুরষ্কারের অনুষ্ঠানটি প্রতিবছর কোথায় অনুষ্ঠিত হয়?
(A) নিউ ইয়র্ক
(B) স্টকহোম
(C) ভিয়েনা
(D) জেনেভা
৩০০৫. নিচের কোনটি মোনোস্যাকারাইড কার্বোহাইড্রেট?
(A) সুক্রোজ
(B) ফ্রুক্টোজ
(C) ল্যাকটোজ
(D) মলটোজ
কাঠামোগতভাবে, কার্বোহাইড্রেটগুলি তিন ধরণের হয়: মনোস্যাস্যাকারাইড , ডাইস্যাকারাইডস এবং পলিস্যাকারাইডস । মনোস্যাস্যাকারাইড হ’ল সরল কার্বোহাইড্রেট যা কেবল একটি ইউনিটে গঠিত। ডাইস্যাকারাইডস দুটি মনোস্যাস্যাকারাইড সমন্বয়ে গঠিত। পলিস্যাকারাইডস-এ বেশ কয়েকটি মনোস্যাস্যাকারাইড রয়েছে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মনোস্যাস্যাকারাইড-এর উদাহরণ।
৩০০৬. যে গাছগুলি সমুদ্রের তীরের কাছে নোনতা জলে বৃদ্ধি পায় তাদের ______ বলা হয়।
(A) হ্যালোফাইটস
(B) জেরোফাইটস
(C) হেলিওফাইটস
(D) স্যাপ্রোফাইটস
৩০০৭. অন্ত্রের ব্যাকটেরিয়া দ্বারা কোন ভিটামিন শরীরে সংশ্লেষিত হয় ?
(A) ভিটামিন E
(B) ভিটামিন K
(C) ভিটামিন D
(D) ভিটামিন C
৩০০৮. ভারত রত্ন পুরষ্কার প্রাপ্ত প্রথম সংগীত শিল্পী ছিলেন ________।
(A) লতা মঙ্গেশকর
(B) এম এস সুবুলক্ষ্মী
(C) ওস্তাদ বিসমিল্লাহ খান
(D) পন্ডিত রবিশঙ্কর
সুবুলক্ষ্মী, যিনি প্রায়শই “গানের রানী” হিসাবে ভূষিত হন, হলেন প্রথম ভারতীয় সংগীতশিল্পী যিনি রমন ম্যাগসেসে এবং ভারত রত্ন পুরষ্কার পান ।
৩০০৯. মহাত্মা গান্ধী নিচের কোনটির প্রকাশনার সাথে যুক্ত ছিলেন না ?
(A) ইন্ডিয়ান ওপিনিয়ন
(B) নিউ ইন্ডিয়া
(C) নভ জীবন
(D) ইয়ং ইন্ডিয়া
দৈনিক সংবাদপত্র নিউ ইন্ডিয়া শুরু করেছিলেন অ্যানি বেসান্ত ।
৩০১০. MICR – এ ‘I’ -এর অর্থ হলো
(A) Interactive
(B) Information
(C) Ink
(D) Instruction
MICR (magnetic ink character recognition)
আরো দেখুন :
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৫০
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৪৯
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৪৮
To check our latest Posts - Click Here