Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৫১

General Awareness MCQ – Set 151

৩০০১. ভারতের কোন রাজ্যটিকে বিশ্বের বাজপাখির রাজধানী বলা হয় ?

(A) আসাম
(B) কেরালা
(C) গুজরাট
(D) নাগাল্যান্ড 

উত্তর :
(D) নাগাল্যান্ড 

৩০০২. আলেকজান্ডার ভারতে আক্রমণ করেছিলেন তখন মগধের রাজা ছিলেন 

(A) ধননন্দ
(B) মহাপদ্মনন্দ
(C) অজাতশত্রু
(D) শিশু শুঙ্গ 

উত্তর :
(A) ধননন্দ 

৩০০৩. মাইক্রো-ইকোনমিক্সকে ________ও বলা হয়।

(A) থিওরি অফ প্রফিট
(B) থিওরি অফ লস
(C) থিওরি অফ প্রাইস
(D) থিওরি অফ এক্সপেন্ডিচার 

উত্তর :
(C) থিওরি অফ প্রাইস 

৩০০৪. নোবেল পুরষ্কারের অনুষ্ঠানটি প্রতিবছর কোথায় অনুষ্ঠিত হয়?

(A) নিউ ইয়র্ক
(B) স্টকহোম
(C) ভিয়েনা
(D) জেনেভা

উত্তর :
(B) স্টকহোম

৩০০৫. নিচের কোনটি মোনোস্যাকারাইড কার্বোহাইড্রেট?

(A) সুক্রোজ
(B) ফ্রুক্টোজ
(C) ল্যাকটোজ
(D) মলটোজ 

উত্তর :
(B) ফ্রুক্টোজ

কাঠামোগতভাবে, কার্বোহাইড্রেটগুলি তিন ধরণের হয়: মনোস্যাস্যাকারাইড , ডাইস্যাকারাইডস  এবং পলিস্যাকারাইডস । মনোস্যাস্যাকারাইড হ’ল সরল কার্বোহাইড্রেট যা কেবল একটি ইউনিটে গঠিত। ডাইস্যাকারাইডস দুটি মনোস্যাস্যাকারাইড সমন্বয়ে গঠিত। পলিস্যাকারাইডস-এ বেশ কয়েকটি মনোস্যাস্যাকারাইড রয়েছে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মনোস্যাস্যাকারাইড-এর  উদাহরণ।


৩০০৬. যে গাছগুলি সমুদ্রের তীরের কাছে নোনতা জলে বৃদ্ধি পায় তাদের ______ বলা হয়।

(A) হ্যালোফাইটস
(B) জেরোফাইটস
(C) হেলিওফাইটস
(D) স্যাপ্রোফাইটস 

উত্তর :
(A) হ্যালোফাইটস 

৩০০৭. অন্ত্রের ব্যাকটেরিয়া দ্বারা কোন ভিটামিন শরীরে সংশ্লেষিত হয় ?

(A) ভিটামিন E
(B) ভিটামিন K
(C) ভিটামিন D
(D) ভিটামিন C

উত্তর :
(B) ভিটামিন K




৩০০৮. ভারত রত্ন পুরষ্কার প্রাপ্ত প্রথম সংগীত শিল্পী ছিলেন ________।

(A) লতা মঙ্গেশকর
(B) এম এস সুবুলক্ষ্মী
(C) ওস্তাদ বিসমিল্লাহ খান
(D) পন্ডিত রবিশঙ্কর

উত্তর :
(B) এম এস সুবুলক্ষ্মী

সুবুলক্ষ্মী, যিনি প্রায়শই “গানের রানী” হিসাবে ভূষিত হন, হলেন প্রথম ভারতীয় সংগীতশিল্পী যিনি রমন ম্যাগসেসে এবং ভারত রত্ন পুরষ্কার পান ।


৩০০৯. মহাত্মা গান্ধী নিচের কোনটির প্রকাশনার সাথে যুক্ত ছিলেন না ?

(A) ইন্ডিয়ান ওপিনিয়ন
(B) নিউ ইন্ডিয়া
(C) নভ জীবন
(D) ইয়ং ইন্ডিয়া 

উত্তর :
(B) নিউ ইন্ডিয়া

দৈনিক সংবাদপত্র নিউ ইন্ডিয়া শুরু করেছিলেন অ্যানি বেসান্ত ।


৩০১০. MICR – এ ‘I’ -এর অর্থ হলো 

(A) Interactive
(B) Information
(C) Ink
(D) Instruction

উত্তর :
(C) Ink

MICR (magnetic ink character recognition)


আরো দেখুন :

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৫০

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৪৯

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৪৮

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button