General Knowledge Notes in BengaliGeography Notes

ভারতের উল্লেখযোগ্য কিছু হ্রদ – রাজ্যভিত্তিক

Important Lakes in India

ভারতের উল্লেখযোগ্য কিছু হ্রদ – রাজ্যভিত্তিক

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো ভারতের কিছু গুরুত্বপূর্ণ হ্রদের তালিকা (Important Lakes in India ) । বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় মাঝে মধ্যেই এর থেকে একটা-দুটো প্রশ্ন এসেই থাকে। সাথে দেওয়া রইলো কিছু অতিরিক্ত তথ্য । ভারতের হৃদসমূহ তালিকাbharoter hrodভারতের হ্রদ

ভারতের কিছু গুরুত্বপূর্ণ বাঁধ ( PDF )

ভারতের উল্লেখযোগ্য কিছু হ্রদ – এর তালিকা

রাজ্যহ্রদঅতিরিক্ত তথ্য
অন্ধ্রপ্রদেশপুলিকটসতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র এর তীরে অবস্থিত
কল্লেরুকৃষ্ণা ও গোদাবরীর মধ্যবর্তী বদ্বীপ হ্রদ
নাগার্জুন সাগর 
আসামহাফলং হ্রদ 
শিবসাগর হ্রদ 
জয়সাগর হ্রদ 
রুদ্রসাগর হ্রদ 
সোন বিল 
চানডুবি হ্রদ 
বিহারকানওয়ার হ্রদএশিয়ার বৃহত্তম অশ্বখুরাকৃতি হ্রদ
চণ্ডীগড়সুখনা হ্রদ 
গুজরাটসর্দার সরোবর বাঁধ 
নারায়ণ সরোবর 
নল সরোবরএকটি পক্ষী অভয়ারণ্য
হামিরসার হ্রদ 
গোপী হ্রদ 
হরিয়ানাব্লু বার্ড হ্রদ 
দমদমা হ্রদ 
সুরজকুণ্ড 
বড়খল হ্রদ 
হিমাচলপ্রদেশচন্দ্রতাল 
ভৃগু হ্রদ 
গোবিন্দসাগর হ্রদ 
মহাকালী হ্রদ 
পোং বাঁধ হ্রদ 
জম্মু ও কাশ্মীরডাল হ্রদএটিকে শ্রীনগরের গহনা (“Srinagar’s Jewel”) বলা হয়
প্যাঙ্গং হ্রদ 
শেষনাগ হ্রদ 
উলার হ্রদভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ
কর্ণাটকউলসূর হ্রদ 
কারানজি হ্রদ 
লিঙ্গামবুধী হ্রদ 
কেরালাঅষ্টমুড়ি হ্রদ 
পুন্নামাদা হ্রদ 
ভেম্বানাদ হ্রদকেরালার বৃহত্তম হ্রদ, ভারতের দীর্ঘতম হ্রদ
মধ্যপ্রদেশভোজ হ্রদ 
ছোটা তালাও 
তাওয়া জলাধার 
মহারাষ্ট্রগোরেওয়াড়া হ্রদ 
সেলিম আলী হ্রদভারতের পক্ষীমানব সেলিম আলীর নাম নামাঙ্কিত
শিবসাগর হ্রদ 
মণিপুরলোকতাক হ্রদকেইবুল লামজাও নামক পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান এই হ্রদে অবস্থিত
মেঘালয়উমিয়াম হ্রদবারাপানি হ্রদ নামেও পরিচিত
ওড়িশাচিল্কা হ্রদভারতের বৃহত্তম হ্রদ/উপহ্রদ ( Lagoon )
রাজস্থানআনা সাগর হ্রদ 
পুষ্কর হ্রদলুনি নদীর ওপরে অবস্থিত
রামগড় হ্রদ 
নাক্কি হ্রদ১৯৪৮ সালের ১২ই ফেব্রুয়ারি এই পবিত্র হ্রদে মহাত্মা গান্ধীর ছাই নিমজ্জন করা হয়েছিল এবং গান্ধী ঘাটটি নির্মিত হয়েছিল।
সম্বর হ্রদভারতের বৃহত্তম লবনাক্ত হ্রদ
ফতেহ সাগর হ্রদ 
পিচোলা হ্রদ 
সিকিমগুরুদংমার হ্রদ 
ছাঙ্গু হ্রদ 
ছোলামু হ্রদভারতের উচ্চতম হ্রদ
তামিলনাড়ুউদাক্কাম হ্রদ 
কোদাইকানাল হ্রদ 
উটি হ্রদ 
তেলেঙ্গানাভদ্রকালী হ্রদ 
হুসেইন সাগরহায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদকে যুক্ত করে
হিমায়ত সাগর 
ওসমান সাগর 
উত্তর প্রদেশগোবিন্দ বল্লভ পান্থ সাগরভারতের বৃহত্তম মানবনির্মিত হ্রদ
মতি ঝিল 
রামগড় তাল হ্রদ 
উত্তরাখন্ডভীমতাল“C” আকৃতির হ্রদ
নৈনিতালবৃক্কের আকৃতির লেক
স্কেলিটন হ্রদ (রূপকুন্ড ) 
পশ্চিমবঙ্গপূর্ব কলকাতা জলাভূমি 
জোড়পোখরি 
মিরিক হ্রদ 
রবীন্দ্র সরোবর 
সাঁতরাগাছি হ্রদ 
রসিকবিল 

এই নোটটির PDF ডাউনলোড লিংক নিচে দেওয়া রইলো ।

Download in PDF format

  • Filename : ভারতের রাজ্যভিত্তিক উল্লেখযোগ্য কিছু হ্রদের তালিকা । Lakes in India
  • File Format : PDF
  • No. of Pages : 5
  • File Size : 483 KB
  • Language : Bengali
  • Subject : Geography

আরো দেখে নাও :

ভারতের উল্লেখযোগ্য হ্রদ – প্রশ্ন ও উত্তর 

চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?

ওড়িশা

উলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত?

জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত

পুলিকট হ্রদ কোন উপকূলে অবস্থিত ?

করমণ্ডল উপকূল – তামিলনাড়ু

ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি ?

উলার ( জম্মু ও কাশ্মীর )

ভারতের বৃহত্তম হ্রদ কোনটি ?

চিল্কা হ্রদ

ভারতের বৃহত্তম কয়াল কোনটি ?

ভেম্বানাদ কয়াল

ভারতের কোন রাজ্যে ফুলহার হ্রদ দেখা যায়?

উত্তরপ্রদেশ

লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

মনিপুর

‘Lake District of India’ কাকে বলা হয়?

কুমায়ন (নৈনিতাল)।

ভারতের বৃহত্তম মনুষ্যসৃষ্ট হ্রদ কোনটি?

গোবিন্দবল্লভ পন্থ সাগর (রিহান্দ জলাধার)।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button