NotesGeneral Knowledge Notes in Bengali

ভারতের শহর ও তাদের শিল্প তালিকা – PDF Download

Famous Industrial Cities of India

ভারতের শহর ও তাদের শিল্প তালিকা

ভারতের কিছু শহর ও তাদের শিল্প তালিকা নিচে দেওয়া রইলো । ভারতের কোন শহর কোন শিল্পের জন্য বিখ্যাত তার একটি সুন্দর তালিকা দেওয়া রইলো। kon sohor kon silper jonyo bikhyato 

ভারতীয় শহর এবং তাদের শিল্প তালিকা

১. বাটানগর  জুতা
২. ভিলাই  ইস্পাত
৩. কাঞ্চিভরম  রেলইঞ্জিন
৪. ডালমিয়া নগর  সিমেন্ট প্রস্তুতি
৫. দিল্লি  হাতির দাঁতের কাজ, সুতির বস্ত্র, গৃহ নির্মাণ সরঞ্জাম
৬. ডিগবয়  তৈল পরিশোধক কারখানা, পেট্রল
৭. জয়পুর  মৃৎপাত্র, সূচিকর্ম
৮. হাওড়া  চা, তুলা, পাটশিল্প, জাহাজ মেরামত
৯. ফিরোজাবাদ  তাঁতশিল্প
১০. মথুরা  তৈল পরিশোধক কারখানা
১১. চেন্নাই  সার কারখানা, তৈল পরিশোধক কারখানা
১২. পেরাম্বুর  রেলওয়ে কোচ কারখানা
১৩. রানীগঞ্জ  কয়লাখনি শিল্প
১৪. লুধিয়ানা  সাইকেল যন্ত্রাংশ, হোসিয়ারী, সেলাই মেশিনের যন্ত্র
১৫. ঝরিয়া  কয়লা
১৬. আগ্রা মার্বেল পাথর , খেলার পুতুল তৈরি , চর্ম শিল্প
১৭. আলিগড় কাঁচি , ছুরি, তালা
১৮. দুর্গাপুর ইস্পাত
১৯. বেঙ্গালুরু খেলনা, কার্পেট, ভারত ইলেক্ট্রনিক্স, টেলিফোনের কারখানা
২০. নাসিক সিকিউরিটি কারেন্সি ছাপাখানা , কাঁসা ও তাম্র শিল্প
২১. রাউরকেল্লা ইস্পাত কারখানা
২২. কানপুর তুলা ও পশমের কল , সার কারখানা , চামড়া , চিনি ও জুতা শিল্প
২৩. গুন্টুর তুলা ও তামা
২৪. সিন্ধ্রি সার উৎপাদন
২৫. সিংভুম তামা
২৬. শোলাপুর তুলা জাতীয় বস্ত্রাদির কেন্দ্র
২৭. টাটানগর লৌহ ও ইস্পাত কারখানা
২৮. তিরুচিরাপল্লী চুরুট ও সিগারেট
২৯. টিটাগড় কাগজ শিল্প
৩০. সুরাট জরির কাজ, তুলা জাতীয় বস্ত্রাদি
৩১. কুলু কম্বল কারখানা
৩২. পানিপথ তুলা ও পশম শিল্প, কম্বল , মৃৎ পাত্র, রৌপ্য ও কাঁসার পাত্র
৩৩. বিশাখাপত্তনম সার কারখানা, তৈল পরিশোধোন কারখানা, জাহাজ তৈরি, ইস্পাত
৩৪. মাদুরাই  রেশম বয়ন, তুলাজাত শিল্প, হস্তচালিত তাঁত শিল্প
৩৫. কোলকাতা মাটির তৈরি দ্রবাদী, ইলেকট্রনিক বাল্ব, পাট, তুলা, ল্যাম্প তৈরি
৩৬. রানা প্রতাপ সাগর স্বয়ংক্রিয় বিদ্যুৎচালিত পাম্প
৩৭. নেপা নগর নিউজ প্রিন্ট
৩৮. ক্ষেত্রী তামা শিল্প
৩৯. হায়দ্রাবাদ হাতির দাঁতের কাজ, কাঠ খোদাই, হিন্দুস্থান মেশিন টুলস
৪০. ডিন্ডিগুল চুরুট ও তামাক
৪১. মুঙ্গের সিগারেট শিল্প
৪২. আঙ্কোলেশ্বর তৈল শোধোনাগার

এরকম আরও কিছু পোস্ট :

Download Section

  • File Name : Famous_Indian_Industry_Cities
  • File Size : 121 KB
  • No. of Pages :  01
  • Language : Bengali

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button