ভারতের শহর ও তাদের শিল্প তালিকা – PDF Download
Famous Industrial Cities of India

ভারতের শহর ও তাদের শিল্প তালিকা
ভারতের কিছু শহর ও তাদের শিল্প তালিকা নিচে দেওয়া রইলো । ভারতের কোন শহর কোন শিল্পের জন্য বিখ্যাত তার একটি সুন্দর তালিকা দেওয়া রইলো। kon sohor kon silper jonyo bikhyato
ভারতীয় শহর এবং তাদের শিল্প তালিকা
১. বাটানগর ➟ জুতা
২. ভিলাই ➟ ইস্পাত
৩. কাঞ্চিভরম ➟ রেলইঞ্জিন
৪. ডালমিয়া নগর ➟ সিমেন্ট প্রস্তুতি
৫. দিল্লি ➟ হাতির দাঁতের কাজ, সুতির বস্ত্র, গৃহ নির্মাণ সরঞ্জাম
৬. ডিগবয় ➟ তৈল পরিশোধক কারখানা, পেট্রল
৭. জয়পুর ➟ মৃৎপাত্র, সূচিকর্ম
৮. হাওড়া ➟ চা, তুলা, পাটশিল্প, জাহাজ মেরামত
৯. ফিরোজাবাদ ➟ তাঁতশিল্প
১০. মথুরা ➟ তৈল পরিশোধক কারখানা
১১. চেন্নাই ➟ সার কারখানা, তৈল পরিশোধক কারখানা
১২. পেরাম্বুর ➟ রেলওয়ে কোচ কারখানা
১৩. রানীগঞ্জ ➟ কয়লাখনি শিল্প
১৪. লুধিয়ানা ➟ সাইকেল যন্ত্রাংশ, হোসিয়ারী, সেলাই মেশিনের যন্ত্র
১৫. ঝরিয়া ➟ কয়লা
১৬. আগ্রা ➟ মার্বেল পাথর , খেলার পুতুল তৈরি , চর্ম শিল্প
১৭. আলিগড় ➟ কাঁচি , ছুরি, তালা
১৮. দুর্গাপুর ➟ ইস্পাত
১৯. বেঙ্গালুরু ➟ খেলনা, কার্পেট, ভারত ইলেক্ট্রনিক্স, টেলিফোনের কারখানা
২০. নাসিক ➟ সিকিউরিটি কারেন্সি ছাপাখানা , কাঁসা ও তাম্র শিল্প
২১. রাউরকেল্লা ➟ ইস্পাত কারখানা
২২. কানপুর ➟ তুলা ও পশমের কল , সার কারখানা , চামড়া , চিনি ও জুতা শিল্প
২৩. গুন্টুর ➟ তুলা ও তামা
২৪. সিন্ধ্রি ➟ সার উৎপাদন
২৫. সিংভুম ➟ তামা
২৬. শোলাপুর ➟ তুলা জাতীয় বস্ত্রাদির কেন্দ্র
২৭. টাটানগর ➟ লৌহ ও ইস্পাত কারখানা
২৮. তিরুচিরাপল্লী ➟ চুরুট ও সিগারেট
২৯. টিটাগড় ➟ কাগজ শিল্প
৩০. সুরাট ➟ জরির কাজ, তুলা জাতীয় বস্ত্রাদি
৩১. কুলু ➟ কম্বল কারখানা
৩২. পানিপথ ➟ তুলা ও পশম শিল্প, কম্বল , মৃৎ পাত্র, রৌপ্য ও কাঁসার পাত্র
৩৩. বিশাখাপত্তনম ➟ সার কারখানা, তৈল পরিশোধোন কারখানা, জাহাজ তৈরি, ইস্পাত
৩৪. মাদুরাই ➟ রেশম বয়ন, তুলাজাত শিল্প, হস্তচালিত তাঁত শিল্প
৩৫. কোলকাতা ➟ মাটির তৈরি দ্রবাদী, ইলেকট্রনিক বাল্ব, পাট, তুলা, ল্যাম্প তৈরি
৩৬. রানা প্রতাপ সাগর ➟ স্বয়ংক্রিয় বিদ্যুৎচালিত পাম্প
৩৭. নেপা নগর ➟ নিউজ প্রিন্ট
৩৮. ক্ষেত্রী ➟ তামা শিল্প
৩৯. হায়দ্রাবাদ ➟ হাতির দাঁতের কাজ, কাঠ খোদাই, হিন্দুস্থান মেশিন টুলস
৪০. ডিন্ডিগুল ➟ চুরুট ও তামাক
৪১. মুঙ্গের ➟ সিগারেট শিল্প
৪২. আঙ্কোলেশ্বর ➟ তৈল শোধোনাগার
এরকম আরও কিছু পোস্ট :
- বিশ্বের বিখ্যাত শিল্প সমৃদ্ধ দেশসমূহ – PDF Download
- ভারতের পেট্রোকেমিক্যাল শিল্প – Petrochemicals Industry in India
- সিন্ধু সভ্যতার প্রধান প্রধান নগর ও তাদের বৈশিষ্ট্য
- অপ্রচলিত শক্তি কাকে বলে ? উদাহরণ ও উৎস – PDF Download
Download Section
- File Name : Famous_Indian_Industry_Cities
- File Size : 121 KB
- No. of Pages : 01
- Language : Bengali
To check our latest Posts - Click Here