Daily Current Affairs in BengaliCurrent Affairs

1st & 2nd November Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১লা ও ২রা নভেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 1st & 2nd November Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 31st October Current Affairs Quiz 2023 – Bengali


১. নিম্নলিখিতদের মধ্যে কে ৫৪তম IFFI-এর আন্তর্জাতিক জুরির অংশ?

(A) শেখর কাপুর
(B) স্টিভেন স্পিলবার্গ
(C) ক্রিস্টোফার নোলান
(D) কুয়েন্টিন ট্যারান্টিনো

উত্তর
(A) শেখর কাপুর

  • ভারতের ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI) তার আন্তর্জাতিক জুরি গঠনের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, সিনেমাটোগ্রাফার এবং চলচ্চিত্র প্রযোজকদের আমন্ত্রণ জানিয়েছে।
  • আন্তর্জাতিক জুরির সদস্যদের মধ্যে রয়েছে শেখর কাপুর, হোসে লুইস আলকেইন, জেরোম পাইলার্ড, ক্যাথরিন ডুসার্ট এবং হেলেন লিকের মতো অভিজ্ঞ ব্যক্তিরা।

২. কার ১৪৮তম জন্মবার্ষিকীতে সম্প্রতি ‘রান ফর ইউনিটি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ?

(A) জওহরলাল নেহরু
(B) সর্দার বল্লভভাই প্যাটেল
(C) মহাত্মা গান্ধী
(D) ডঃ বি আর আম্বেদকর

উত্তর
(B) সর্দার বল্লভভাই প্যাটেল

  • দেশের মহান ব্যক্তিত্ব সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানিয়ে তাঁর জন্মজয়ন্তীতে ‘রাষ্ট্রীয় একতা দিবস’ পালন করা হয়।
  • এই উপলক্ষ্যে এবারে বিভিন্ন জায়গায় ‘রান ফর ইউনিটি’ আয়োজিত হয়েছিল।

৩. নিচের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল আজাদি কা অমৃত মহোৎসব পুরস্কারে প্রথম স্থান অধিকার করেছে?

(A) জম্মু ও কাশ্মীর
(B) মধ্য প্রদেশ
(C) গুজরাট
(D) রাজস্থান

উত্তর
(A) জম্মু ও কাশ্মীর

  • সম্প্রতি প্রধানমন্ত্রী আজাদি কা অমৃত মহোৎসব পুরস্কার প্রদান করেছেন।
  • এতে শীর্ষ ৩টি রাজ্য /কেন্দ্রশাসিত অঞ্চল
    1. জম্মু ও কাশ্মীর,
    2. গুজরাট এবং
    3. হরিয়ানা এবং রাজস্থান যৌথ অবস্থানে৷

৪. ২০২৩ সালের ‘AI Safety Summit’ এর থিম হল –

(A) AI changing Lives
(B) AI for Livelihood
(C) AI for Life
(D) AI for Good

উত্তর
(D) AI for Good

  • এবারে ‘AI Safety Summit’ আয়োজন করা হয়েছে ব্রিটেনে ।
  • ভারতের পক্ষ থেকে এই সামিটে যোগদান করবেন ইলেকট্রনিক্স এবং আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর ।
  • এবারের এই সামিটের থিম হল – AI for Good

৫. কর্ণাটক রাজ্য কত সালে গঠিত হয়েছিল ?

(A) ১৯৬১
(B) ১৯৬৬
(C) ১৯৫৩
(D) ১৯৫৬

উত্তর
(D) ১৯৫৬

  • ১লা নভেম্বর ১৯৫৬-এ, রাজ্য পুনর্গঠন আইন, ১৯৫৬ পাসের পরে, মহীশূর রাজ্য, অর্থাৎ আজকের কর্ণাটক গঠিত হয়েছিল।
  • প্রতিবছর ১লা অক্টোবর কর্ণাটক প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।
  • ১৯৭৩ সালে এই রাজ্য কর্ণাটক নাম পায়।

৬. বিশ্ব নিরামিষাশী দিবস (World Vegan Day) কোন তারিখে পালন করা হয়?

(A) নভেম্বর ১
(B) নভেম্বর ২
(C) নভেম্বর ৩
(D) নভেম্বর ৪

উত্তর
(A) নভেম্বর ১

  • প্রতি বছর ১ অক্টোবর বিশ্ব নিরামিষ দিবস পালিত হয়।
  • এই দিবসের উদ্দেশ্য শুধুমাত্র নিরামিষ খাবারের প্রচারই নয়, পরিবেশ ও প্রাণীর সুরক্ষার পাশাপাশি নিরামিষ খাবারের উপকারিতা সম্পর্কেও মানুষকে সচেতন করা।
  • ১ অক্টোবর বিশ্ব নিরামিষ দিবস হিসাবে উদযাপন করা শুরু করে উত্তর আমেরিকান নিরামিষাশী সোসাইটি এবং তার পরে ১৯৭৮ সালে এটি আন্তর্জাতিক নিরামিষাশী ইউনিয়ন দ্বারা স্বীকৃত হয়।

৭. ভারতের প্রথম সাহিত্যের শহর (city of Literature ) কোনটি?

(A) কোঝিকোড়
(B) জয়পুর
(C) গোয়ালিয়র
(D) কলকাতা

উত্তর
(A) কোঝিকোড়

  • কেরলের কোঝিকোড় শহরকে ‘সিটি অফ লিটারেচার’ বা সাহিত্যের শহর স্বীকৃতি দিল ইউনেস্কো।
  • একই সঙ্গে মধ্যপ্রদেশের গোয়ালিয়রকে সঙ্গীতের ক্ষেত্রে ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্কে স্থান দেওয়া হয়েছে।

৮. উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি কোথায় ১০ দিনের উত্তরাখণ্ড মহোৎসবের উদ্বোধন করেছেন ?

(A) লখনউ
(B) মিরাট
(C) আগ্রা
(D) কানপুর

উত্তর
(A) লখনউ

  • সম্প্রতি খাতু শ্যাম মন্দিরের কাছে গোমতী তীরে পন্ডিত গোবিন্দ বল্লভ পন্ত পার্বতীয়া সাংস্কৃতিক উপবনে ১০ দিনের উত্তরাখণ্ড মহোৎসব শুরু হয়েছে।
  • এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

৯. কোন দেশ গ্লোবাল সোলার ফ্যাসিলিটিতে ক্যাপিটাল অবদান হিসাবে ২৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চলেছে ?

(A) ভারত
(B) চীন
(C) ফ্রান্স
(D) আমেরিকা

উত্তর
(A) ভারত

  • আন্তর্জাতিক সৌর জোটের (International Solar Alliance’s) গ্লোবাল সোলার ফ্যাসিলিটি ৩৫ মিলিয়ন ডলারের ক্যাপিটাল অবদান পেতে প্রস্তুত।
  • ভারত সরকার গ্লোবাল সোলার ফ্যাসিলিটিতে ক্যাপিটাল অবদান হিসাবে ২৫ মিলিয়ন ডলার বিনিয়োগ বিবেচনা করছে।

১০. এলসিএইচ প্রচন্ড (LCH Prachand) সফলভাবে উদ্বোধনী গুলি চালিয়েছে। লাইট কমব্যাট হেলিকপ্টার (LCH) এর নির্মাতা কোন সংস্থা ?

(A) Lockheed Martin
(B) Boeing
(C) Hindustan Aeronautics Limited
(D) Northrop Grumman

উত্তর
(C) Hindustan Aeronautics Limited
হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (সংক্ষেপেঃ হ্যাল) ভারতের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন মহাকাশ এবং প্রতিরক্ষা সংস্থা। সংস্থাটির সদর দপ্তর ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত।

১১. IIT গুয়াহাটির কোন স্টার্টআপ পেট্রোলিয়াম ট্যাঙ্ক পরিষ্কার করতে সক্ষম রোবট তৈরি করেছে ?

(A) BioNEST
(B) MebbleCart
(C) MoFirst
(D) Beta Tank Robotics

উত্তর
(D) Beta Tank Robotics
IIT গুয়াহাটির স্টার্টআপ বিটা ট্যাঙ্ক রোবোটিক্স (Beta Tank Robotics) পেট্রোলিয়াম ট্যাঙ্ক পরিষ্কার করতে সক্ষম রোবট তৈরি করেছে।

১২. বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের নেতৃত্ব দেওয়ার জন্য কাকে নির্বাচিত করা হয়েছে?

(A) সায়মা ওয়াজেদ
(B) ডাঃ রডেরিকো এইচ অফরিন
(C) ডাঃ মানকুশ মান্ডাভিয়া
(D) ডঃ হর্ষ বর্ধন সিংলা 4

উত্তর
(A) সায়মা ওয়াজেদ

  • বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ– পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হয়েছেন।
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বছরের (২০২৪) ১ ফেব্রুয়ারিতে সায়মা ওয়াজেদ তাঁর দায়িত্ব গ্রহণ করবেন।
  • সায়মা ওয়াজেদ ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০০২ সালে ক্লিনিক্যাল মনস্তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৩. সাম্প্রতিক বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ডেভিড উইলি। তিনি কোন দেশের নাগরিক ?

(A) নিউজিল্যান্ড
(B) আয়ারল্যান্ড
(C) অস্ট্রেলিয়া
(D) ইংল্যান্ড

উত্তর
(D) ইংল্যান্ড

  • চলতি বিশ্বকাপে (ODI World Cup) গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড (England Cricket Team) একেবারেই ছন্দে নেই। এরই মাঝে সকলকে চমকে দিয়ে অবসর ঘোষণা করলেন ইংল্য়ান্ডের তারকা অলরাউন্ডার ডেভিড উইলি (David Willey)।
  • ৩৩ বছর বয়সি উইলি ২০১৫ সালে ইংল্যান্ডের হয়ে নিজের অভিষেক ঘটিয়েছিলেন। তারপর থেকে বাঁ-হাতি অলরাউন্ডার ৭০টি ওয়ান ডে এবং ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
  • তবে চলতি বিশ্বকাপের পরেই সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলছেন উইলি।

১৪. বাংলাদেশ বিমান বাহিনী তাদের প্রতিষ্ঠা দিবস স্মরণে ভারতের কোন রাজ্য সম্প্রতি পরিদর্শন করেছে ?

(A) নাগাল্যান্ড
(B) মণিপুর
(C) মিজোরাম
(D) ত্রিপুরা

উত্তর
(A) নাগাল্যান্ড
বাংলাদেশ বিমান বাহিনী ১লা নভেম্বর, ২০২৩ তারিখে তাদের প্রতিষ্ঠা দিবস স্মরণে ডিমাপুর পরিদর্শন করে।
উল্লেখ্য যে, ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের ডিমাপুরে গঠিত হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনী।

১৫. গ্লোবাল কালচারাল আন্ডারস্ট্যান্ডিং-এর জন্য ২০২৩ সালে ব্রিটিশ একাডেমি বই পুরস্কার জিতে নেওয়া ভারতে জন্মগ্রহণকারী লেখক /লেখিকার নাম কী?

(A) অরুন্ধতী রায়
(B) ঝুম্পা লাহিড়ী
(C) নন্দিনী দাস
(D) কিরণ দেশাই

উত্তর
(C) নন্দিনী দাস

  • আবার ইংরেজি সাহিত্যের দুনিয়ায় ভারতীয়দের জয়জয়কার।
  • এ বছরের ‘ব্রিটিশ অ্যাকাডেমি বুক প্রাইজ’ জিতে নিলেন ভারতীয় বংশোদ্ভূত নন্দিনী দাস।
  • তাঁর প্রথম বই ‘কোর্টিং ইন্ডিয়া: ইংল্যান্ড, মুঘল অ্যান্ড দ্য অরিজিনস অফ এম্পায়ার’ বইটির জন্য।

১৬. কোন স্টেডিয়ামে সম্প্রতি শচীন টেন্ডুলকারের মূর্তি উন্মোচন করা হয়েছে ?

(A) নরেন্দ্র মোদি স্টেডিয়াম
(B) ওয়াংখেড়ে স্টেডিয়াম
(C) ইডেন গার্ডেন স্টেডিয়াম
(D) অরুণ জেটলি স্টেডিয়াম

উত্তর
(B) ওয়াংখেড়ে স্টেডিয়াম

  • বিশ্বকাপের মাঝে প্রিয় সচিনের মূর্তি উন্মোচন হতে চলেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
  • এই মাঠেই ঘরোয়া ক্রিকেটে হাতেখড়ি মাস্টার ব্লাস্টারের।
  • তাই ওয়াংখেড়ের মাঠেই তাঁকে বিশেষ সম্মান জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
  • সচিনের আদলে মূর্তি উন্মোচিত হতে চলছে এই স্টেডিয়ামে।

১৭. Tata Power Renewable Energy এর MD এবং CEO হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) অমল মুজুমদার
(B) দীপেশ নন্দা
(C) টি চন্দ্রশেখর
(D) অনুপম ঘটক

উত্তর
(B) দীপেশ নন্দা
দীপেশ নন্দা Tata Power Renewable Energy এর MD এবং CEO হিসাবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন ।

১৮. সম্প্রতি ‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছেন কে?

(A) আকাশ পান্ডে
(B) দয়ানিতা সিং
(C) রঘু রাই
(D) বিহান তাল্যা বিকাশ

উত্তর
(D) বিহান তাল্যা বিকাশ
বেঙ্গালুরুর ১০বছর বয়সী ভিহান তালিয়া বিকাশ, লন্ডনে অনুষ্ঠিত এবং প্রাকৃতিক ইতিহাস জাদুঘর দ্বারা আয়োজিত মর্যাদাপূর্ণ ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার (WPY) প্রতিযোগিতায় তার বিভাগে শীর্ষ পুরস্কার জিতেছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button