সাধারণ জ্ঞান MCQ – সেট ৫২
General Awareness MCQ – Ser 52
১৪৯১. কোন বিপদজনক বস্তু ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী ?
(A) অ্যাসবেসটস কণিকা
(B) উদ্ভিদনাশক
(C) বেঞ্জিন বাষ্প
(D) আর্সেনিক
১৪৯২. এন্টিহিস্টামিন কিছু প্রাথমিক-চিকিৎসা বাক্সে পাওয়া যায় । কখন এই ওষুধ ব্যবহার করা উচিত ?
(A) বদহজম এবং অম্বল হতে রক্ষা পেতে
(B) খড় জ্বর এবং অন্যান্য এলার্জি উপসর্গ থেকে রক্ষা পেতে
(C) হাঁপানি থেকে স্বস্তি পেতে
(D) রক্ত জমাট বাঁধতে সাহায্য করার জন্য
১৪৯৩. ফ্যারাড প্রতি মিটার কিসের একক ?
(A) Permeability
(B) Watt per steradian
(C) Permittivity
(D) Electric Conductance
১৪৯৪. নিচের কোন গ্যাসটি অত্যন্ত বিষাক্ত, গন্ধহীন, স্বাধীন এবং বর্ণহীন গ্যাস ?
(A) কার্বন-মনো-অক্সাইড
(B) কার্বন-ডাই-অক্সাইড
(C) নাইট্রোজেন-ডাই-অক্সাইড
(D) মিথেন
১৪৯৫. “The Living Planet Report” – যা প্রতি দুবছরে একবার প্রকাশিত হয়, সেটি কোন সংস্থার মুখ্য প্রকাশনা ?
(A) The Nature Conservancy
(B) World Wide Fund for Nature
(C) Wildlife Conservation Society
(D) Conservation International
১৪৯৬. [RRB ALP 2018] নীল জিন্স কে আবিষ্কার করেছিলেন ?
(A) Calvin Klein
(B) Todd Oldham
(C) Gianni Versace
(D) Levi Strauss
১৪৯৭. একটি ধাতুর রডের রোধ ( Resistance ) নিচের কোনটির ওপর নির্ভরশীল নয় ?
(A) রেজিস্টিভিটি
(B) ঘনত্ব
(C) দৈর্ঘ্য
(D) উষ্ণতা
১৪৯৮. যে ধরণের শাসন ব্যবস্থায় শক্তি শুধুমাত্র কিছু ব্যক্তি বা পরিবারের থাকে, সেটি হল
(A) Tyranny
(B) Fascism
(C) Oligarchy
(D) Plutocracy
১৪৯৯. জিভ মিলখা সিং কোন খেলার সাথে যুক্ত ?
(A) পোলো
(B) ব্যাডমিন্টন
(C) গল্ফ
(D) টেনিস
১৫০০. “The Organization of the Petroleum Exporting Countries(OPEC )” – এর সদর দপ্তর কোথায় ?
(A) ভিয়েনা
(B) নিউ ইয়র্ক
(C) আবু ধাবি
(D) কুয়েত
To check our latest Posts - Click Here