Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ৫২

General Awareness MCQ – Ser 52

১৪৯১. কোন বিপদজনক বস্তু ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী ?

(A) অ্যাসবেসটস কণিকা
(B) উদ্ভিদনাশক
(C) বেঞ্জিন বাষ্প
(D) আর্সেনিক 

উত্তর :
(A) অ্যাসবেসটস কণিকা 

১৪৯২. এন্টিহিস্টামিন কিছু প্রাথমিক-চিকিৎসা বাক্সে পাওয়া যায় । কখন এই ওষুধ ব্যবহার করা উচিত ?

(A) বদহজম এবং অম্বল হতে রক্ষা পেতে
(B) খড় জ্বর এবং অন্যান্য এলার্জি উপসর্গ থেকে রক্ষা পেতে
(C) হাঁপানি থেকে স্বস্তি পেতে
(D) রক্ত জমাট বাঁধতে সাহায্য করার জন্য 

উত্তর :
(B) খড় জ্বর এবং অন্যান্য এলার্জি উপসর্গ থেকে রক্ষা পেতে 

১৪৯৩. ফ্যারাড প্রতি মিটার কিসের একক ?

(A) Permeability
(B) Watt per steradian
(C) Permittivity
(D) Electric Conductance 

উত্তর :
(C) Permittivity 

১৪৯৪. নিচের কোন গ্যাসটি অত্যন্ত বিষাক্ত, গন্ধহীন, স্বাধীন এবং বর্ণহীন গ্যাস ?

(A) কার্বন-মনো-অক্সাইড
(B) কার্বন-ডাই-অক্সাইড
(C) নাইট্রোজেন-ডাই-অক্সাইড
(D) মিথেন 

উত্তর :
(A) কার্বন-মনো-অক্সাইড 

১৪৯৫. “The Living Planet Report” – যা প্রতি দুবছরে একবার প্রকাশিত হয়, সেটি কোন সংস্থার মুখ্য প্রকাশনা ?

(A) The Nature Conservancy
(B) World Wide Fund for Nature
(C) Wildlife Conservation Society
(D) Conservation International

উত্তর :
(B) World Wide Fund for Nature




১৪৯৬. [RRB ALP 2018] নীল জিন্স কে আবিষ্কার করেছিলেন ?

(A) Calvin Klein
(B) Todd Oldham
(C) Gianni Versace
(D) Levi Strauss 

উত্তর :
(D) Levi Strauss 

১৪৯৭. একটি ধাতুর রডের রোধ ( Resistance ) নিচের কোনটির ওপর নির্ভরশীল নয় ?

(A) রেজিস্টিভিটি
(B) ঘনত্ব
(C) দৈর্ঘ্য
(D) উষ্ণতা 

উত্তর :
(B) ঘনত্ব 

১৪৯৮. যে ধরণের শাসন ব্যবস্থায় শক্তি শুধুমাত্র কিছু ব্যক্তি বা পরিবারের থাকে, সেটি হল 

(A) Tyranny
(B) Fascism
(C) Oligarchy
(D) Plutocracy

উত্তর :
(C) Oligarchy

১৪৯৯. জিভ মিলখা সিং কোন খেলার সাথে যুক্ত ?

(A) পোলো
(B) ব্যাডমিন্টন
(C) গল্ফ
(D) টেনিস 

উত্তর :
(C) গল্ফ 

১৫০০. “The Organization of the Petroleum Exporting Countries(OPEC )” – এর সদর দপ্তর কোথায় ?

(A) ভিয়েনা
(B) নিউ ইয়র্ক
(C) আবু ধাবি
(D) কুয়েত 

উত্তর :
(A) ভিয়েনা 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button