Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী – ২০১৯ জানুয়ারি মাস

৬১. “Sustainable soil management” – এর জন্য কোন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিত্ব ২০১৯ সালের জাপান পুরস্কার পেলেন ?

(A) রত্তন লাল
(B) জয়ন্ত নারলিকার
(C) রোহিনী গডবলে
(D) রঘুনাথ মাসেলকার

উত্তর :
(A) রত্তন লাল 

৬২. দ্বিতীয় বিশ্ব কমলালেবু উৎসবের আয়োজন করতে চলেছে ভারতের কোন শহর ?

(A) কানপুর
(B) দেরাদুন
(C) নাগপুর
(D) ঝাঁসি

উত্তর :
(C) নাগপুর 

৬৩. বিশ্বের কোন শহরে প্রথম মানবাধিকারের জন্য সম্পূর্ণরূপে উৎসর্গিত একটি টিভি চ্যানেল শুরু করা হয়েছে ?

(A) নিউ ইয়র্ক
(B) লন্ডন
(C) বার্লিন
(D) প্যারিস

উত্তর :
(B) লন্ডন 

৬৪. কোন রাজ্য সরকার সম্প্রতি পাখিদের জন্য একটি হাসপাতাল তৈরীর সিদ্ধান্ত গ্রহণ করলো ?

(A) কেরালা
(B) দিল্লি
(C) রাজস্থান
(D) মধ্য প্রদেশ

উত্তর :
(B) দিল্লি 

৬৫. UNESCO বিশ্বের কোন শহরকে সম্প্রতি “World Capital of Architecture for 2020” -এর জন্য চিহ্নিত করলো ?

(A) পুনে
(B) রিও দে জেনেরিও
(C) প্যারিস
(D) নিউ ইয়র্ক

উত্তর :
(B) রিও দে জেনেরিও 

৬৬. ২০১৯ সালের যুব প্রবাসী ভারতীয় দিবস  কোন শহরে হতে চলেছে ?

(A) হায়দ্রাবাদ
(B) ব্যাঙ্গালুরু
(C) বারাণসী
(D) জয়পুর

উত্তর :
(C) বারাণসী 

৬৭. প্রথম কোন দেশ কৃত্রিম উল্কাপাত সৃষ্টি করার জন্য একটি  উপগ্রহ মহাকাশে প্রেরণ করেছে ?

(A) চীন
(B) রাশিয়া
(C) জাপান
(D) আমেরিকা

উত্তর :
(C) জাপান 

৬৮. সম্প্রতি প্রয়াত হলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি মোসাজো নোনাকা । তিনি কোন দেশের নাগরিক ছিলেন ?

(A) থাইল্যান্ড
(B) জাপান
(C) দক্ষিণ কোরিয়া
(D) স্পেন

উত্তর :
(B) জাপান 

৬৯. ২০১৯ সালের “World Economic Forum” -এর বার্ষিক সম্মেলন বিশ্বের কোন শহরে হতে চলেছে ?

(A) লন্ডন
(B) দাভোস
(C) প্যারিস
(D) বার্লিন

উত্তর :
(B) দাভোস

থিম – ‘Globalization 4.0: Shaping a Global Architecture in the Age of the Fourth Industrial Revolution’ । দাভোস হল সুইজারল্যান্ডের একটি শহর ।

 


৭০. ভারতের প্রথম প্রাইভেট হাউইৎজার কামান তৈরির কারখানা ভারতের কোন শহরে শুরু হতে চলেছে ?

(A) সুরাট
(B) কোচি
(C) দেরাদুন
(D) হায়দ্রাবাদ

উত্তর :
(A) সুরাট 



৭১. নেতাজি সুভাষ চন্দ্র বসু মিউজিয়াম সম্প্রতি ভারতের কোন শহরে উদ্বোধিত হল ?

(A) নতুন দিল্লি
(B) পোর্ট ব্লেয়ার
(C) কোল্লাম
(D) তিরুচিরাপল্লী

উত্তর :
(A) নতুন দিল্লি 

৭২. মাদাগাস্কারের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন – 

(A) ফ্রেড্ডি টিনাশে
(B) মার্ক রাভালোমানানা
(C) এন্ড্রি রাজোলিনা
(D) জিন পিয়েরি

উত্তর :
(C) এন্ড্রি রাজোলিনা

প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানা পদত্যাগ করলে দেশটির সামরিক প্রধানরা মাদাগাস্কারের বিরোধী দলীয় নেতা এন্ড্রি রাজোলিনাকে অন্তবর্তী সরকারের প্রেসিডেন্ট ঘোষণা করে৷


৭৩. প্রথম কোন ক্রিকেট প্লেয়ার “ICC Test”, “ODI Player” এবং “Cricketer Of The Year” তিনটে খেতাবি জিতলেন ?

(A) এম এস ধোনি
(B) বিরাট কোহলি
(C) কুমার ধর্মসেনা
(D) কেন উইলিয়ামসন

উত্তর :
(B) বিরাট কোহলি 

৭৪. সম্প্রতি কোন টেকনিক্যাল কোম্পানি ভারতের তাঁত শিল্পীদের জন্য একটি ই-কমার্স ওয়েবসাইট re-weave.in শুরু করলো ?

(A) গুগল
(B) Apple
(C) মাইক্রোসফট
(D) ফেসবুক

উত্তর :
(C) মাইক্রোসফট 

৭৫. লয়েড রিপোর্ট অনুযায়ী ভারতের কোন বন্দরটি সম্প্রতি বিশ্বের প্রথম শ্রেণীর ৩০ টি কন্টেইনার বন্দরের তালিকায় স্থান পেলো ?

(A) বিশাখাপত্তনম
(B) জওহরলাল নেহেরু পোর্ট ট্রাস্ট
(C) পারাদ্বীপ
(D) কান্দালা

উত্তর :
(B) জওহরলাল নেহেরু পোর্ট ট্রাস্ট 

৭৬. কোন রাজ্য সরকার সম্প্রতি পাককে পাগা হর্নবিল উৎসব (Pakke Paga Hornbill Festival ) – কে রাজ্য উৎসব হিসেবে ঘোষণা করলো ?

(A) নাগাল্যান্ড
(B) মেঘালয়
(C) অরুণাচল প্রদেশ
(D) মনিপুর

উত্তর :
(C) অরুণাচল প্রদেশ 

৭৭. ২০১৭ সালের সরস্বতী সম্মান সম্প্রতি কোন বিখ্যাত সাহিত্যিককে দেওয়া হলো ?

(A) রমাকান্ত রথ
(B) পদ্মা সচদেব
(C) মহাবালেশ্বর সেল
(D) সিতাংশু যশচন্দ্র

উত্তর :
(D) সিতাংশু যশচন্দ্র

গুজরাটি ভাষায় “Vakha” নামক কবিতাগুচ্ছের জন্য তাঁকে এই সম্মান প্রধান করা হয়েছে । এই সম্মানটি দেওয়া শুরু করেছিলেন কে. কে. বিড়লা । সিতাংশু যশচন্দ্র ২০০৬ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন ।


৭৮. “Global Talent Competitive Index” -এ ভারতের অবস্থান কততম ?

(A) ৭৭
(B) ৮৪
(C) ৮০
(D) ৯৮

উত্তর :
(C) ৮০

দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিংয়ে এই লিস্টটি প্রকাশিত হয়েছে । ১ নম্বর  স্থানে রয়েছে সুইজারল্যান্ড ।


৭৯. ২০১৯ সালের ২৪শে জানুয়ারি পালিত “National Girl Child Day”-এর থিম কি ছিল ?

(A) Beti Bachao, Beti Padhao
(B) Protect Future, Protect Girl
(C) Protect, Educate and Value Girls
(D) Empowering Girls for a Brighter Tomorrow

উত্তর :
(D) Empowering Girls for a Brighter Tomorrow

৮০. “Bloomberg Innovation Index” -এ ভারতের অবস্থান কততম ?

(A) ১৯
(B) ৩৬
(C) ৫৪
(D) ৬৭

উত্তর :
(C) ৫৪

পর পর ৬ বার  লিস্টটির শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া ।


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5Next page
Telegram

Related Articles

3 Comments

Back to top button