Daily Current Affairs in BengaliCurrent Affairs

24th August Current Affairs Quiz 2023 – Bengali – জাতীয় সবুজ ট্রাইব্যুনালের চেয়ারপারসন প্রকাশ শ্রীবাস্তব

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৪শে আগস্ট  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 24th August Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  23rd August Current Affairs Quiz 2023 – Bengali – চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছলো চন্দ্রযান ৩

Daily Current Affairs MCQ in Bengali


১. খেলো ইন্ডিয়া মহিলা লীগের নতুন নাম কী?

(A) অস্মিতা উইমেন্স লীগ
(B) মহিলা স্পোর্টস এক্সিলেন্স লীগ
(C) খেলো ইন্ডিয়া উইমেন্স লীগ
(D) মহিলাদের জন্য ক্রীড়া অর্জন লীগ

উত্তর
(A) অস্মিতা উইমেন্স লীগ
কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ঘোষণা করেছেন যে এস্টিমড খেলো ইন্ডিয়া উইমেন্স লীগ এখন থেকে “অস্মিতা উইমেন্স লীগ” হিসাবে স্বীকৃত হবে।

২. কে সম্প্রতি ভারতের জাতীয় সবুজ ট্রাইব্যুনাল (National Green Tribunal ) এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন?

(A) বিচারপতি আদিত্য নাগা
(B) বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব
(C) বিচারপতি শিও কুমার সিং
(D) বিচারপতি সাক্ষী সিঙ্গানিয়া

উত্তর
(B) বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব

  • কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারপার্সনের দায়িত্ব নিয়েছেন।
  • শ্রীবাস্তব ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।

৩. কোন ব্যাংক iris মোবাইল অ্যাপ চালু করেছে?

(A) ICICI ব্যাঙ্ক
(B) ইয়েস ব্যাঙ্ক
(C) অ্যাক্সিস ব্যাঙ্ক
(D) ডয়চে ব্যাংক

উত্তর
(B) ইয়েস ব্যাঙ্ক
সম্প্রতি ইয়েস ব্যাঙ্ক iris মোবাইল অ্যাপ চালু করেছে।

৪. আমান প্রীত সিং সম্প্রতি একটি আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে স্বর্ণপদক অর্জন করেছেন। তিনি কোন খেলার সাথে যুক্ত?

(A) ভার উত্তোলন
(B) কুস্তি
(C) শুটিং
(D) তীরন্দাজ

উত্তর
(C) শুটিং
ভারতীয় শ্যুটার আমানপ্রীত সিং আজারবাইজানের বাকুতে চলমান ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্ট ফেডারেশন (ISSF) ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সময় ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তল শ্যুটিং ইভেন্টে স্বর্ণপদক জিতেছে।

৫. DRDO-এর পুনর্গঠনের দায়িত্ব দেওয়া নয় সদস্যের কমিটির প্রধান কে?

(A) পি ভিরামুথুভেল
(B) সমীর ভি কামত
(C) অধ্যাপক কে বিজয় রাঘবন
(D) মুথাইয়া বনিতা

উত্তর
(C) অধ্যাপক কে বিজয় রাঘবন
DRDO এর কার্যকারিতা পর্যালোচনা করার জন্য কেন্দ্র সরকারের প্রাক্তন প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক কে বিজয় রাঘবন এর নেতৃত্বে নয় সদস্যের একটি কমিটি গঠন করেছে।

৬. সম্প্রতি সি আর রাও কোন মর্যাদাপূর্ণ পুরষ্কার পেয়েছেন ?

(A) Fields Medal
(B) Turing Award
(C) International Prize in Statistics-2023
(D) Nobel Prize in Statistics

উত্তর
(C) International Prize in Statistics-2023
সম্প্রতি সি আর রাও মর্যাদাপূর্ণ International Prize in Statistics-2023 জিতেছেন। এটিকে অনেকে স্ট্যাটিস্টিক্সে নোবেল বলে আখ্যা করে থাকেন ।

৭. মধ্যপ্রদেশের কোন জেলা স্বচ্ছ বায়ু সার্ভেক্ষন ২০২৩ (Swachh Vayu Sarvekshan 2023) -এ প্রথম স্থান পেয়েছে?

(A) হোশাঙ্গাবাদ
(B) ইন্দোর
(C) ভোপাল
(D) গোয়ালিয়র

উত্তর
(B) ইন্দোর
মধ্যপ্রদেশের তথ্য প্রযুক্তি (IT) হাব, ইন্দোর কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড দ্বারা পরিচালিত স্বচ্ছ বায়ু সার্ভেক্ষন-২০২৩-এ প্রথম স্থান অর্জন করেছে।

৮. BRICS 2023 সালে ঘোষিত BRICS সদস্য দেশগুলিতে কতজন নতুন সদস্য যুক্ত হয়েছে?

(A) চার
(B) পাঁচ
(C) ছয়
(D) সাত

উত্তর
(C) ছয়

  • ব্রিকস জোটের বর্তমান সদস্যরা হল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।
  • তবে এই লিস্টে আরও নতুন ৬টি নাম আসতে চলেছে। এই ছটি দেশ হল – আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
  • এই দেশগুলোর সদস্যপদ ২০২৪ এর জানুয়ারি থেকে কার্যকর হবে।
  • নতুন সদস্য দেশগুলোর নাম ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

৯. নিচের কোন ফিল্মটি ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা হিন্দি চলচ্চিত্র এর পুরস্কার জিতেছে?

(A) সর্দার উধম
(B) গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি
(C) রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট
(D) থালাইভি

উত্তর
(A) সর্দার উধম

৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা হিন্দি চলচ্চিত্র এর পুরস্কার জিতে নিয়েছে “সর্দার উধম” নামক চলচ্চিত্রটি ।

দেখে নাও : ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এর সম্পূর্ণ বিজেতাদের তালিকা

১০. পুষ্টি সচেতনতা সূচক ২০২৩ (Nutrition Awareness Index 2023)-এ নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি শীর্ষে রয়েছে ?

(A) পাঞ্জাব
(B) কর্ণাটক
(C) দিল্লী
(D) উত্তরাখণ্ড

উত্তর
(A) পাঞ্জাব
এই সূচকে শীর্ষে রয়েছে পাঞ্জাব এবং সবচেয়ে নিচে রয়েছে বিহার ।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button