সাধারণ জ্ঞান MCQ – সেট ১৭
Static GK MCQ – Set 17
৭৪১. ভারত শাসন আইনকে “Charter of Slavery” কে বলেছিলেন ?
(A) মহাত্মা গান্ধী
(B) বল্লভভাই প্যাটেল
(C) বাল গঙ্গাধর তিলক
(D) জওহরলাল নেহেরু
৭৪২. নিচের কোনটি একটি ওয়েব ব্রাউজার নয় ?
(A) অপেরা মিনি
(B) ক্রোম
(C) ইনস্টাগ্রাম
(D) ইউ.সি. ব্রাউজার
৭৪৩. আজাদ হিন্দ সরকারকে মোট কয়টি দেশ স্বীকৃতি দিয়েছিলো ?
(A) ৬
(B) ৭
(C) ৮
(D) ৯
৭৪৪. FIR এর পূর্ণাঙ্গ রূপ হল –
(A) First Investigation Report
(B) First Information Report
(C) First Incident Report
(D) First Instance Report
৭৪৫. ভারতের কোন রাজ্যে আজ পর্যন্ত পঞ্চায়েত ব্যাবস্থা চালু হয়নি ?
(A) নাগাল্যান্ড
(B) মিজোরাম
(C) মেঘালয়
(D) হিমাচল প্রদেশ
৭৪৬. পেন্টাগন কোন দেশের সদর দপ্তর ?
(A) ইংল্যান্ড
(B) ফ্রান্স
(C) রাশিয়া
(D) মার্কিন যুক্তরাষ্ট্র
৭৪৭. ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী “কুইক সিলভার” নামে পরিচিত ছিলেন ?
(A) বাসুদেব বলবন্ত ফাদকে
(B) খান আব্দুর গাফ্ফার খান
(C) চন্দ্র শেখর আজাদ
(D) রাসবিহারী বোস
৭৪৮. কোন ধরনের কয়লার তাপনমূল্য সব চেয়ে বেশি ?
(A) কোককয়লা
(B) অ্যানথ্রাসাইট
(C) বিটুমিনাস
(D) লিগনাইট
৭৪৯. জাতিসংঘ দিবস কোন দিনটিতে পালন করা হয় ?
(A) ২৪শে অক্টোবর
(B) ২১শে অক্টোবর
(C) ২৪শে সেপ্টেম্বর
(D) ৬ই নভেম্বর
৭৫০. হিটলার কোথায় জন্মেছিলেন ?
(A) জার্মানি
(B) অস্ট্রিয়া
(C) ইংল্যান্ড
(D) বেলজিয়াম
To check our latest Posts - Click Here