NotesGeneral Knowledge Notes in Bengali
বিভিন্ন পুরস্কারের সূচনাকাল তালিকা – PDF
Important Awards and their Founding Years
বিভিন্ন পুরস্কারের সূচনাকাল তালিকা
কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার এবং তাদের সূচনাকাল নিচে দেওয়া রইলো । বিভিন্ন পুরস্কারের সূচনাকাল তালিকা -টি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
এরকম আরো পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।
বাংলার জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
নোবেলজয়ী ভারতীয়দের তালিকা – List of Nobel Winners of India – PDF
গুরুত্বপূর্ণ পুরস্কার এবং তাদের সূচনাকাল
নং | পুরস্কার | সূচনাকাল |
---|---|---|
১ | নোবেল | ১৯০১ |
২ | পুলিৎজার | ১৯১৭ |
৩ | অস্কার | ১৯২৯ |
৪ | কলিঙ্গ | ১৯৫২ |
৫ | সাহিত্য একাডেমী | ১৯৫৪ |
৬ | ভারতরত্ন | ১৯৫৪ |
৭ | ম্যাগসেসাই | ১৯৫৭ |
৮ | ভাটনগর | ১৯৫৭ |
৯ | অর্জুন | ১৯৬১ |
১০ | জওহরলাল নেহেরু | ১৯৬৫ |
১১ | জ্ঞানপীঠ | ১৯৬৫ |
১২ | বুকার | ১৯৬৮ |
১৩ | দাদা সাহেব ফালকে | ১৯৬৯ |
১৪ | মূর্তিদেবী | ১৯৮৪ |
১৫ | দ্রোণাচার্য | ১৯৮৫ |
১৬ | ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার | ১৯৮৬ |
১৭ | ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি | ১৯৮৯ |
১৮ | সরস্বতী সম্মান | ১৯৯১ |
১৯ | ব্যাস সম্মান | ১৯৯২ |
২০ | রাজীব গান্ধী খেলরত্ন | ১৯৯২ |
২১ | মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার | ১৯৯৫ |
২২ | বঙ্গবিভূষণ | ২০১২ |
২৩ | মহানায়ক | ২০১২ |
এরকম আরো কিছু পোস্ট :
- নোবেল পুরস্কার
- বিভিন্ন প্রকার বিপ্লব ( PDF )
- পৃথিবীর বিভিন্ন দেশের গুপ্তচর সংস্থা ( PDF )
- ৫০০+ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ( PDF ) – পার্ট ১
Download Section
- File Name :
- File Size :
- No. of Pages: 01
- Format: PDF
- Language: Bengali
To check our latest Posts - Click Here