প্রশ্নোত্তরে বিজ্ঞান – বিগত বছরের বিজ্ঞানের ছোট প্রশ্ন ও উত্তর – PDF Download
General Science Questions Answers in Bengali
প্রশ্নোত্তরে বিজ্ঞান – বিগত বছরের বিজ্ঞানের ছোট প্রশ্ন ও উত্তর
প্রিয় ছাত্রেরা, তোমাদের জন্য দেওয়া রইলো ১৪০টি বিজ্ঞানের ছোট প্রশ্ন ও উত্তর । বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো থেকে সংগ্রহ করা বিজ্ঞানের প্রশ্নগুলি নিচে উত্তরসহ দেওয়া রইলো । এই প্রশ্নোত্তরে বিজ্ঞান পর্বের প্রতিটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অফলাইন পড়ার জন্য এই নোটটির PDF ফাইল দেওয়া রইলো ।
প্রশ্নোত্তরে বিজ্ঞান – সেট ১
১. আলোকবর্ষ হল ➟ দূরত্বের একক
২. সিনেমা আবিষ্কার করেন ➟ উইলিয়াম ফ্রিজ-গ্রীন
৩. শব্দের প্রবলতা মাপা হয় ➟ ডেসিবেল এককে
৪. আলো কাঁচের মধ্য দিয়ে গেলে ➟ বেগুনি বর্ণের আলোর গতিবেগ সব থেকে কম হয়
৫. AC থেকে DC তে রূপান্তরিত করা হয় ➟ ডায়োডের সাহায্যে
৬. বিকিরিত তাপের গতিবেগ ➟ আলোকের গতিবেগের সমান
৭. রিচার্জ করা যায় এমন ড্রাই-সেলে এনোড হিসেবে ব্যবহৃত হয় ➟ ক্যাডমিয়াম, নিকেল
৮. আলোর বর্ণ নির্ভর করে ➟ আলোর তরঙ্গ দৈর্ঘ্য ( Wavelength ) – এর ওপরে
৯. লাফিং গ্যাসের রাসায়নিক নাম ➟ নাইট্রাস অক্সাইড
১০. মোনাজাইট হল ➟ থোরিয়ামের আকরিক
COPYRIGHT © www.banglaquiz-in-443979.hostingersite.com
দেখে নাও : ভূগোলের ৫০০ টি MCQ প্রশ্ন ও উত্তর – PDF ডাউনলোড
প্রশ্নোত্তরে বিজ্ঞান – সেট ২
১১. হেমাটাইট হল ➟ লোহার আকরিক
১২. লোহাতে মরিচা পড়লে লোহার ওজন ➟ বেড়ে যায়
১৩. অরিক ক্লোরাইড ব্যবহার করা হয় ➟ সাপের কামড়ের ওষুধ হিসেবে
১৪. দাড়ি কামানোর দর্পন হল ➟ অবতল দর্পন ( Concave Mirror )
১৫. ট্রান্সিস্টর আবিষ্কৃত হয় ➟ ১৯৪৮ সালে , উইলিয়াম সকলি দ্বারা
১৬. শব্দ দিন অপেক্ষা রাতে ➟ বেশি দূরত্ব অতিক্রম করে
১৭. ১ হর্স পাওয়ার ➟ ৭৪৬ ওয়াট
১৮. লাইফ বেল্ট কাজ করে ➟ আর্কিমিডিসের প্রিন্সিপালের ওপর ভিত্তি করে
১৯. হাইড্রোলিক লিফ্ট কাজ করে ➟ প্যাস্কালের সূত্র মেনে
২০. বায়ুমণ্ডলের চাপ ➟ ১০৫ নিউটন / বর্গ মিটার
COPYRIGHT © www.banglaquiz-in-443979.hostingersite.com
দেখে নাও : ৫০০ টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর – PDF
প্রশ্নোত্তরে বিজ্ঞান – সেট ৩
২১. বিক্রিয়ার হার বেড়ে যায় ➟ বিক্রিয়কের ( Reactant ) ঘনত্ব বাড়লে
২২. pH কথাটির পুরো অর্থ ➟ পোটেনশিয়াল অফ হাইড্রোজেন
২৩. সোল্ডার ( Solder ) হল ➟ টিন ও সিসার সংকর
২৪. রাবার হল ➟ ন্যাচারাল পলিমার
২৫. এসিটিলিন ইথিলিনের মতো ➟ ফল পাকাতে সাহায্য করে
২৬. ইলেকট্রিক চুম্বক তৈরিতে সাধারণত ➟ নরম লোহা ( Soft Iron ) ব্যবহার করা হয়
২৭. প্রকৃতিতে প্রাপ্ত কঠিনতম পদার্থ ➟ হীরা
২৮. টেলিফোনের আবিষ্কর্তা ➟ গ্রাহাম বেল
২৯. মাইক্রোফোন আবিষ্কার করেন ➟ এমিলি বার্লিনার ( ১৮৭৬ খ্রিস্টাব্দে )
৩০. শব্দ শুন্য মাধ্যমে ➟ চলাচল করতে পারে না
COPYRIGHT © www.banglaquiz-in-443979.hostingersite.com
দেখে নাও : ৫০০+ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ( PDF ) – পার্ট ১
প্রশ্নোত্তরে বিজ্ঞান – সেট ৪
৩১. মহাকাশচারীদের কাছে আকাশের রং ➟ কালো
৩২. ভারী জলের রাসায়নিক নাম ➟ ডইটেরিয়াম অক্সাইড (D2O )
৩৩. ইলেক্ট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরী হয় ➟ টাংস্টেন দিয়ে
৩৪. এম্পিয়ার-সেকেন্ড হল ➟ ইলেক্ট্রিক চার্জের একক
৩৫. আদর্শ ভোল্টমিটারের রোধ হল ➟ অসীম
৩৬. আদর্শ এমমিটারের রোধ হল ➟ শুন্য
৩৭. বিস্ফোরক ডিনামাইট হল ➟ নাইট্রো-গ্লিসারিন
৩৮. ডিনামাইট আবিষ্কার করেন ➟ আলফ্রেড নোবেল
৩৯. বজ্র্যপাত হয় ➟ ইলেকট্রিক ডিসচার্জ- এর ফলে
৪০. হীরা জ্বলজ্বল করে ➟ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য
COPYRIGHT © www.banglaquiz-in-443979.hostingersite.com
দেখে নাও : ৫০০+ প্রশ্নোত্তরে ইতিহাস | History Questions and Answers – PDF
প্রশ্নোত্তরে বিজ্ঞান – সেট ৫
৪১. সূর্যের শক্তির উৎস হল ➟ পারমাণবিক সংযোজন ( Nuclear fusion)
৪২. নিউটনের তৃতীয় সূত্রকে বলা হয় ➟ ক্রিয়া-প্রতিক্রিয়ার সূত্র ( Action – Reaction Law )
৪৩. ভরবেগ হল একটি ➟ ভেক্টর রাশি
৪৪. টর্কের একক ➟ নিউটন-মিটার
৪৫. রকেটের উৎক্ষেপণ হয় ➟ রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি অনুসারে
৪৬. ম্যাগনেটাইট হল ➟ লোহার আকরিক
৪৭. বনস্পতি ঘি প্রস্তুতিতে ব্যবহৃত হয় ➟ হাইড্রোজেন গ্যাস
৪৮. সবথেকে ক্ষতিকারক বায়ুদূষক ➟ সালফার-ডাই-অক্সাইড
৪৯. স্টেইনলেস স্টিলে থাকে ➟ আইরন, ক্রোমিয়াম, নিকেল
৫০. তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আবিষ্কার করেন ➟ হেনরিক রুডলফ হার্টজ
COPYRIGHT © www.banglaquiz-in-443979.hostingersite.com
প্রশ্নোত্তরে বিজ্ঞান – সেট ৬
৫১. তরলের আপেক্ষিক ঘনত্ব ( Specific Gravity ) মাপা হয় ➟ হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে
৫২. আলোর প্রতিসরণের জন্য ➟ জলে ডোবানো কোনো দন্ডকে বাঁকা দেখায়
৫৩. কোনো লেন্সের ফোকাস যদি মিটারে হয় তাহলে তার ক্ষমতাকে ➟ ডায়াপটার ( Dioptre ) বলে
৫৪. প্রাথমিক বর্ণ হল ➟ লাল, নীল, এবং সবুজ
৫৫. টেলিস্কোপে ব্যবহৃত হয় ➟ ২টি উত্তল লেন্স
৫৬. “Atom ” শব্দটি ➟ লেয়ুসিপ্পুস এবং তাঁর ছাত্র ডেমোক্রিটাসের সৃষ্ট
৫৭. দুই বা তার বেশি মিশ্র গ্যাসকে পৃথক করতে ➟ অ্য়াটমোসিস (Atmolysis ) পদ্ধতি ব্যবহার করা হয়
৫৮. টেলিফোনের আবিষ্কর্তা ➟ গ্রাহাম বেল
৫৯. ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড (Ca(OH)2 ) ব্যবহৃত হয় ➟ ব্লিচিং পাউডার ও জলের খরতা দূরীকরণ করতে
৬০. এসিডের pH মাত্রা ➟ ৭ এর কম হয়
COPYRIGHT © www.banglaquiz-in-443979.hostingersite.com
প্রশ্নোত্তরে বিজ্ঞান – সেট ৭
৬১. বোকাদের সোনা (Fool’s Gold) বলে ➟ আইরন পাইরাইটিসকে
৬২. পিচ ব্লেন্ড হল ➟ ইউরেনিয়ামের আকরিক
৬৩. শব্দের তীক্ষ্ণতা ( Pitch ) নির্ভর করেন ➟ শব্দের কম্পাঙ্কের ( Frequency ) ওপরে
৬৪. রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় ➟ আয়নোস্ফিয়ার থেকে
৬৫. LPG গ্যাসে থাকে প্রধানত ➟ বিউটেন ও প্রোপেন
৬৬. তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা হয় ➟ হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে
৬৭. দাঁড়ি কমানোর ব্রাশকে জলে ডোবালে ব্রাশের চুলগুলি একসাথে লেগে যায় ➟ পৃষ্ঠটানের জন্য
৬৮. ব্রোমিনকে ঘরের উষ্ণতায় পাওয়া যায় ➟ লাল তরল রূপে
৬৯. বক্সাইট হল – ➟ অ্য়ালুমিনিয়ামের আকরিক
৭০. X -Ray আবিষ্কার করেন ➟ উইলহেল্ম কনরাড রন্টজেন
COPYRIGHT © www.banglaquiz-in-443979.hostingersite.com
প্রশ্নোত্তরে বিজ্ঞান – সেট ৮
৭১. কৃত্রিম বৃষ্টি তৈরী করতে ব্যবহৃত হয় ➟ সিলভার আয়োডাইড
৭২. ওয়াটার গ্লাস নামে পরিচিত ➟ সোডিয়াম সিলিকেট
৭৩. সিরিস আঠা ( Gelatine ) তৈরী করতে ব্যবহৃত হয় ➟ শুকনো হাঁড়
৭৪. নুতন এবং পুরোনো ডিম্ সহজে চেনা যায় ➟ X-Ray এর সাহায্যে
৭৫. রাবারকে শক্ত করতে রাবারের সাথে মেশানো হয় ➟ সালফার
৭৬. গান পাউডার হল ➟ নাইট্রেট, সালফার এবং চারকোলের মিশ্রণ
৭৭. সোনার গহনা তৈরী করতে সোনার সাথে ➟ তামার খাদ মেশানো হয়
৭৮. আকাশের রং নীল হয় কারণ ➟ নীল আলোর বিক্ষেপণ ( Scattering ) সব থেকে বেশি
৭৯. লম্ফতে সলতে দিয়ে তেল ওঠে ➟ ক্যাপিলারি একশনের জন্য
৮০. বিভিন্ন বর্ণের আলোর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি ➟ লাল বর্ণের
COPYRIGHT © www.banglaquiz-in-443979.hostingersite.com
প্রশ্নোত্তরে বিজ্ঞান – সেট ৯
৮১. Acoustics হল ➟ শব্দের অধ্যয়ন
৮২. গামা রশ্মির আবিষ্কর্ত ➟ পল ভিল্লার্ড
৮৩. ইউরেনিয়াম আবিষ্কার করেন ➟ মার্টিন হেনরিচ ক্লাপ্রথ
৮৪. রেডিয়াম আবিষ্কার করেন ➟ পিয়েরে ক্যুরি ও মারি ক্যুরি
৮৫. দেশলাইয়ের কাঠিতে ব্যবহার হয় ➟ রেড ফসফরাস
৮৬. দুধের pH মাত্রা হল ➟ ৬.৫ থেকে ৬.৭
৮৭. হীরের সংকট কোণের মান ➟ ২৪.৪ ডিগ্রী
৮৮. বৃষ্টির জলের ফোঁটা গোলাকার হয় ➟ পৃষ্ঠটানের জন্য
৮৯. জলের মধ্যে বায়ুর বুঁদবুঁদ কাজ করে ➟ অবতল লেন্সের মত
৯০. ওয়াশিং মেশিন কাজ করে ➟ অপকেন্দ্র বলের সাহায্যে
COPYRIGHT © www.banglaquiz-in-443979.hostingersite.com
প্রশ্নোত্তরে বিজ্ঞান – সেট ১০
৯১. কাঁচা পেঁয়াজে থাকে ➟ ফসফরাস
৯২. ঋনাত্বক ত্বরণকে বলা হয় ➟ মন্দন ( Retardation )
৯৩. ত্বরণের SI একক হল ➟ মিটার প্রতি বর্গ সেকেন্ড
৯৪. জলের ঘনত্ব সবথেকে বেশি ➟ ৪ ডিগ্রী উষ্ণতায়
৯৫. কপার সালফেট থেকে তামা এবং জিংক সালফেট থেকে জিঙ্ক আলাদা করা হয় ➟ Crystallization পদ্ধতির সাহায্যে
৯৬. বেগের বৃদ্ধির হারকে বলা হয় ➟ ত্বরণ
৯৭. দুধ হল এক প্রকার ➟ প্রাকৃতিক ইমালসন
৯৮. রং হল এক প্রকার ➟ কৃত্রিম ইমালসন
৯৯. রিভলভার আবিষ্কার করেন ➟ স্যামুয়েল কোল্ট
১০০. কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক ➟ ৩৭৩ K
COPYRIGHT © www.banglaquiz-in-443979.hostingersite.com
প্রশ্নোত্তরে বিজ্ঞান – সেট ১১
১০১. টাংস্টেনের সংকেত হল ➟ W
১০২. ভূমিকম্প লেখ অঙ্কন করা হয় ➟ সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে
১০৩. আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় ➟ হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে
১০৪. দুটি রেলওয়ে ট্র্যাক জোড়া লাগাতে ➟ ফিশপ্লেট ব্যবহার করা হয়
১০৫. সি. ভি. রমন নোবেল পান ➟ ১৯৩০ সালে
১০৬. ভবিষ্যতের জ্বালানি বলা হয় ➟ হাইড্রোজেন গ্যাসকে
১০৭. বিমানের গতিবেগ মাপা হয় ➟ ম্যাক নম্বর ( Mach number ) – এর সাহায্যে
১০৮. আলট্রা-ভায়োলেট রশ্মির আবিষ্কর্তা ➟ জোহান উইলহেল্ম রিটার
১০৯. বিশুদ্ধতম সোনা হল ➟ ২৪ ক্যারেট সোনা
১১০. সিমেন্টে থাকে ➟ লাইম, সিলিকা এবং এলুমিনা
প্রশ্নোত্তরে বিজ্ঞান – সেট ১২
১১১. সিসার ব্যাটারিতে ➟ সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়
১১২. ক্যামেরাতে থাকে ➟ উত্তল লেন্স
১১৩. দোলকের দোলকদঙ্গের দৈর্ঘ্য ৪ গুন্ করলে তার দোলনের সময়কাল হয়ে যায় ➟ দ্বিগুন
১১৪. অল্টিমিটারের সাহায্যে ➟ উচ্চতা মাপা হয়
১১৫. প্লাস্টার অফ প্যারিস শক্ত হয়ে যায় ➟ অক্সিজেনের সংস্পর্শে আসলে
১১৬. ভোল্টেজ বাড়াতে বা কমাতে ➟ ট্রান্সফরমার ব্যবহার করা হয়
১১৭. ইনফ্রারেড রশ্মির উপস্থিতি জানা যায় ➟ বোলোমিটার (Bolometer) যন্ত্রের সাহায্যে
১১৮. ভবিষ্যতের ধাতু ( Metal of Future ) বলা হয় ➟ টাইটেনিয়াম কে
১১৯. অক্সিজেন আবিষ্কার করেন ➟ জোসেফ প্রিস্টলে , ১৭৭৪ খ্রিস্টাব্দে
১২০. পৃথিবী পৃষ্ঠে কোন ধাতুটি সবথেকে বেশি পরিমানে রয়েছে ? ➟ এলুমিনিয়াম
প্রশ্নোত্তরে বিজ্ঞান – সেট ১৩
১২১. মানবদেহে কোন ধাতুটি সব থেকে বেশি পরিমানে রয়েছে ? ➟ ক্যালসিয়াম
১২২. সবথেকে তড়িৎ সুপরিবাহী ধাতু কোনটি ? ➟ রুপা
১২৩. ধাতুকে খুব পাতলা পাতার ( Sheet ) আকারে রূপান্তরিত করা যায় ধাতুর কোন ধর্মের জন্য ? ➟ Malleability
১২৪. ধাতুকে খুব সরু তারের আকারে রূপান্তরিত করা যায় ধাতুর কোন ধর্মের জন্য ? ➟ Ductility
১২৫. সবথেকে “Malleable” ধাতু কোনটি ? ➟ সোনা
১২৬. সবথেকে “Ductile” ধাতু কোনটি ? ➟ প্ল্যাটিনাম
১২৭. ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয় ? ➟ টাংস্টেন
১২৮. কোন ধাতুর গলনাঙ্ক সর্বোচ্চ ? ➟ টাংস্টেন
১২৯. সাধারণ উষ্ণতায় তরল ধাতু হলো ➟ পারদ
১৩০. হিমোগ্লোবিনে কোন ধাতু পাওয়া যায় ? ➟ লোহা
প্রশ্নোত্তরে বিজ্ঞান – সেট ১৪
১৩১. ক্লোরোফিলে কোন ধাতু পাওয়া যায় ? ➟ ম্যাগনেসিয়াম
১৩২. কোন ধাতুকে হাতে নিলে গলে যায় ? ➟ গ্যালিয়াম
১৩৩. কোন ধাতুকে কেরোসিনে রাখা হয় ? ➟ সোডিয়াম
১৩৪. অ্যালুমিনিয়াম-এর প্রধান আকরিক হলো ➟ বক্সাইট
১৩৫. হেমাটাইট ও ম্যাগনেটাইট কার আকরিক ? ➟ লোহা
১৩৬. সিসার একটি গুরুত্বপূর্ণ আকরিক হলো ➟ গ্যালেনা
১৩৭. সিন্নাবার কার আকরিক ? ➟ মার্কারি ( পারদ )
১৩৮. ক্যাসিটেরাইট কার আকরিক ? ➟ টিন
১৩৯. কপার ( তামা) – এর দুটি গুরুত্বপূর্ণ আকরিক হলো ➟ কপার পাইরাইটিস, ম্যালাকাইট
১৪০. ডোলোমাইট কার আকরিক ? ➟ ম্যাগনেসিয়াম
Download Section
- File Name : General Science Questions Answers in Bengali.
- File Size : 292 KB
- No. of Pages : 04
- Format : PDF
- Language : Bengali
- Subject : Biology
To check our latest Posts - Click Here