Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী – ২০১৮ জুলাই মাস

৮১. ২০১৮ সালে উড়িষ্যার সর্বোচ্চ সাহিত্য পুরস্কার ‘অতিবাদী জগন্নাথ দাস সম্মান ’ কাকে দেওয়া হয়েছে ?

(A) পি কে কুহালিকুতটি
(B) রমাকান্ত রথ
(C) পি পি থ্যাংকচান
(D) রমেশ চেন্নিথালা

উত্তর :
(B) রমাকান্ত রথ

৮২. বিশ্বের প্রবীণতম জীবিত ব্যক্তি – 

(A) জেনি ক্যালমেট
(B) নবী তাজীমা
(C) চিয়ো মিয়াকো
(D) কানে তানাকা

উত্তর :
(D) কানে তানাকা

৮৩. কোন ভারতীয় খেলোয়াড় ২০১৮ সালের পুরুষ বিভাগে রাশিয়ান ওপেন ব্যাডমিন্টন ট্রফি জয় করেছেন?

(A) এইচ এস প্রনয়
(B) কিদাম্বি শ্রীকান্ত
(C) সৌরভ ভার্মা
(D) রোহান কাপুর

উত্তর :
(C) সৌরভ ভার্মা 

৮৪. সম্প্রতি খবরে আসে যে মুদুমালাই  ব্যাঘ্র সংরক্ষণকেন্দ্রের  বাঘের জনসংখ্যা দ্বিগুণ হয়ে ৩০ থেকে ৬০ হয়েছে । মুদুমালাই   ব্যাঘ্র সংরক্ষণকেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?

(A) কেরালা
(B) কর্ণাটক
(C) তামিলনাড়ু
(D) অন্ধ্র প্রদেশ

উত্তর :
(C) তামিলনাড়ু

৮৫. সম্প্রতি নাগরিকদের জাতীয় নিবন্ধনের (National Register of Citizens ) সম্পূর্ন খসড়া আনুষ্ঠানিকভাবে কোন রাজ্য সরকার দ্বারা প্রকাশিত হয়েছে ?

(A) আসাম
(B) অরুণাচল প্রদেশ
(C) পশ্চিম বঙ্গ
(D) মণিপুর

উত্তর :
(A) আসাম 

৮৬. আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস কোন তারিখে পালন করা হয় ?

(A) জুলাই ২৯
(B) জুলাই ২৮
(C) জুলাই ৩০
(D) জুলাই ৩১

উত্তর :
(A) জুলাই ২৯

৮৭. কোন বিখ্যাত বাঙালি লেখক সম্প্রতি প্রয়াত হয়েছেন, যাঁর গল্প ‘অভিমন্যু’ অনুসারে একটি হিন্দি চলচ্চিত্র ‘এক ডক্টর কি মত’ প্রকাশ পেয়েছিল ?

(A) বিজয়েন্দ্র ঘাটজ
(B) রমাপদ চৌধুরী
(C) সুশান্ত সান্যাল
(D) সুভাষ মুখোপাধ্যায়

উত্তর :
(B) রমাপদ চৌধুরী

জুলাই মাসের কিছু গুরুত্বপূর্ণ দিবস

DayDeclared AsDetails
Jul-01GST Day
National Doctor’s DayTheme : zero tolerance to violence against doctors and clinical establishment
Jul-07World Chocolate Day, Global Forgiveness Day
Jul-07International Day of CooperativesTheme: Sustainable consumption and production of goods and services
Jul-11World Population DayTheme: Family Planning is a Human Right
Jul-12UN International Malala Day
Jul-15World Youth Skills Day
Jul-17World Day for International JusticeTheme: Workers on the move: the quest for social justice
Jul-18Nelson Mandela International Day (This year marks 100th birth anniversary of Great South African Social Reformer Nelson Mandela )Dedicated to ‘Action Against
Poverty’
Jul-26Kargil Vijay DiwasSuccess of ‘Operation
Vijay’
Jul-28World Hepatitis DayTheme: Test. Treat. Hepatitis
Jul-28World Nature Conservation Day
Jul-29International Tiger Day
Jul-30World Day against Trafficking in PersonsTheme: Responding to the trafficking of children and young people
Jul-31World Ranger Day

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5
Telegram

Related Articles

Back to top button