সাম্প্রতিকী – ২০১৮ জুলাই মাস
৮১. ২০১৮ সালে উড়িষ্যার সর্বোচ্চ সাহিত্য পুরস্কার ‘অতিবাদী জগন্নাথ দাস সম্মান ’ কাকে দেওয়া হয়েছে ?
(A) পি কে কুহালিকুতটি
(B) রমাকান্ত রথ
(C) পি পি থ্যাংকচান
(D) রমেশ চেন্নিথালা
৮২. বিশ্বের প্রবীণতম জীবিত ব্যক্তি –
(A) জেনি ক্যালমেট
(B) নবী তাজীমা
(C) চিয়ো মিয়াকো
(D) কানে তানাকা
৮৩. কোন ভারতীয় খেলোয়াড় ২০১৮ সালের পুরুষ বিভাগে রাশিয়ান ওপেন ব্যাডমিন্টন ট্রফি জয় করেছেন?
(A) এইচ এস প্রনয়
(B) কিদাম্বি শ্রীকান্ত
(C) সৌরভ ভার্মা
(D) রোহান কাপুর
৮৪. সম্প্রতি খবরে আসে যে মুদুমালাই ব্যাঘ্র সংরক্ষণকেন্দ্রের বাঘের জনসংখ্যা দ্বিগুণ হয়ে ৩০ থেকে ৬০ হয়েছে । মুদুমালাই ব্যাঘ্র সংরক্ষণকেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
(A) কেরালা
(B) কর্ণাটক
(C) তামিলনাড়ু
(D) অন্ধ্র প্রদেশ
৮৫. সম্প্রতি নাগরিকদের জাতীয় নিবন্ধনের (National Register of Citizens ) সম্পূর্ন খসড়া আনুষ্ঠানিকভাবে কোন রাজ্য সরকার দ্বারা প্রকাশিত হয়েছে ?
(A) আসাম
(B) অরুণাচল প্রদেশ
(C) পশ্চিম বঙ্গ
(D) মণিপুর
৮৬. আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস কোন তারিখে পালন করা হয় ?
(A) জুলাই ২৯
(B) জুলাই ২৮
(C) জুলাই ৩০
(D) জুলাই ৩১
৮৭. কোন বিখ্যাত বাঙালি লেখক সম্প্রতি প্রয়াত হয়েছেন, যাঁর গল্প ‘অভিমন্যু’ অনুসারে একটি হিন্দি চলচ্চিত্র ‘এক ডক্টর কি মত’ প্রকাশ পেয়েছিল ?
(A) বিজয়েন্দ্র ঘাটজ
(B) রমাপদ চৌধুরী
(C) সুশান্ত সান্যাল
(D) সুভাষ মুখোপাধ্যায়
জুলাই মাসের কিছু গুরুত্বপূর্ণ দিবস
Day | Declared As | Details |
Jul-01 | GST Day | |
National Doctor’s Day | Theme : zero tolerance to violence against doctors and clinical establishment | |
Jul-07 | World Chocolate Day, Global Forgiveness Day | |
Jul-07 | International Day of Cooperatives | Theme: Sustainable consumption and production of goods and services |
Jul-11 | World Population Day | Theme: Family Planning is a Human Right |
Jul-12 | UN International Malala Day | |
Jul-15 | World Youth Skills Day | |
Jul-17 | World Day for International Justice | Theme: Workers on the move: the quest for social justice |
Jul-18 | Nelson Mandela International Day (This year marks 100th birth anniversary of Great South African Social Reformer Nelson Mandela ) | Dedicated to ‘Action Against Poverty’ |
Jul-26 | Kargil Vijay Diwas | Success of ‘Operation Vijay’ |
Jul-28 | World Hepatitis Day | Theme: Test. Treat. Hepatitis |
Jul-28 | World Nature Conservation Day | |
Jul-29 | International Tiger Day | |
Jul-30 | World Day against Trafficking in Persons | Theme: Responding to the trafficking of children and young people |
Jul-31 | World Ranger Day |
To check our latest Posts - Click Here