সাম্প্রতিকী – ২০১৮ জুলাই মাস

৬১. কোন IIT ইনস্টিটিউটটি মানসিক স্বাস্থ্য সমস্যার প্রতিরোধের উদ্দেশ্যে একটি অনলাইন টুল “TreadWill” তৈরি করেছে ?
(A) IIT Delhi
(B) IIT Bombay
(C) IIT Kanpur
(D) IIT Indore
৬২. কোন ভারতীয় খেলোয়াড় এশিয়া ব্যাডমিন্টন জুনিয়র চ্যাম্পিয়নশিপ ২০১৮-তে পুরুষবিভাগে এককভাবে স্বর্ণ জয় করেছেন ?
(A) লক্ষ্য সেন
(B) প্রণব চোপড়া
(C) সমীর ভারমা
(D) কুনালাত জাদেজা
৬৩. কোন ভারতীয় ব্যক্তিত্বকে মিস এশিয়া (বধির) ২০১৮ -এর শিরোপা দেওয়া হয়েছে ?
(A) দেষ্ণা জৈন
(B) প্রতিষ্ঠা শর্মা
(C) সোনালী ভার্গব
(D) চন্দ্র প্রভা কুমারী
৬৪. অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কাকে পুরুষ বিভাগে বর্ষসেরা খেলোয়াড় (Player of the Year ) হিসেবে সম্মানিত করেছে ?
(A) অনিরুদ্ধ থাপা
(B) সি আর শ্রীকৃষ্ণা
(C) সুনীল ছেত্রী
(D) সুব্রত পাল
৬৫. ২০২০ টোকিও প্যারলেম্পিক গেমসের আনুষ্ঠানিক ম্যাসকট কোনটি ?
(A) সোমেয়টি
(B) কেইতো
(C) জাবিভাকা
(D) মিরাইতোবা
৬৬. কোন টাইফুন সম্প্রতি চীনের আর্থিক হাব সাংহাই-এর ওপর আছড়ে পড়ে ?
(A) টাইফুন আম্পিল
(B) টাইফুন মারিয়া
(C) টাইফুন জেলায়াত
(D) টাইফুন কেৎসনা
৬৭. সুকন্যা সমৃদ্ধি যোজনায় আগে বছরে কমপক্ষে ১০০০ টাকা জমা দিতে হতো | সম্প্রতি ভারত সরকার এই লিমিটটি কমিয়ে কত করেছে ?
(A) ৫৫০ টাকা
(B) ৩৫০ টাকা
(C) ২৫০ টাকা
(D) ৭৫০ টাকা
৬৮. ফখর জামান সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১০০০ রান করে রেকর্ড করেছেন | তিনি কোন দেশের খেলোয়াড় ?
(A) বাংলাদেশ
(B) অস্ট্রেলিয়া
(C) পাকিস্তান
(D) দক্ষিণ আফ্রিকা
৬৯. পাকিস্তানে হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন ?
(A) আসিফা কুরাইশী
(B) রিফ্ফাত হাসান
(C) মারিয়া উলফাহ
(D) তাহিরা সফদার
৭০. ভারত-বাংলাদেশ সীমান্ত হাটগুলির যৌথ কমিটির প্রথম সভা কোন শহরে অনুষ্ঠিত হল ?
(A) আগরতলা
(B) দিসপুর
(C) গুয়াহাটি
(D) শিলং
৭১. ২০১৮ সালের ফর্মুলা-১ জার্মান গ্র্যান্ড প্রিক্স টুর্নামেন্ট কে জিতেছেন ?
(A) কিমি রাইক্কোনেন
(B) সেবাস্টিয়ান ভেট্টেল
(C) ভালত্তেরি বোটাস
(D) লুইস হ্যামিলটন
৭২. কার্গিল বিজয় দিবস কোন তারিখে পালন করা হয় ?
(A) জুলাই ২৫
(B) জুলাই ২৬
(C) জুলাই ২৪
(D) জুলাই ২৮
৭৩. ২০১৮ সালের ১৫তম জাতীয় যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সেরা পুরুষ ক্রীড়াবিদ হিসেবে কাকে ঘোষণা করা হয়েছে ?
(A) জয়দীপ রাঠোড়
(B) নভতেজদীপ সিং
(C) ধনভির সিং
(D) ভি এ শশীকান্ত
৭৪. কোন রাজ্যে এসিড আক্রান্তদের প্রতিবন্ধী হিসেবে গণ্য করা হচ্ছে এবং প্রতিবন্ধকতা আইন ২০১০ অনুযায়ী সকল সুযোগ সুবিধা দেবার কথা ঘোষণা করা হয়েছে ?
(A) রাজস্থান
(B) ওড়িশা
(C) মধ্য প্রদেশ
(D) আসাম
৭৫. রাজ্যে প্রচুর পরিমানে গাছ লাগানোর জন্য কোন রাজ্য সরকার সম্প্রতি “সবুজ মহানদী মিশন” চালু করলো ?
(A) পশ্চিম বঙ্গ
(B) ওড়িশা
(C) ঝাড়খন্ড
(D) ছত্তিসগড়
৭৬. ভারতের প্রথম সম্পূর্ণরূপে মহিলাদের দ্বারা পরিচালিত এবং শুধুমাত্র মহিলাদের জন্য পাবলিক সেক্টর হোটেল “Hostess” কোন রাজ্য সরকার খুলতে চলেছে ?
(A) কেরালা
(B) কর্ণাটক
(C) হিমাচল প্রদেশ
(D) মিজোরাম
৭৭. পশ্চিমবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কোন বলিউড ব্যক্তিত্বকে সম্প্রতি “ডি লিট” সম্মান দিয়েছে ?
(A) শর্মিলা ঠাকুর
(B) ঐশ্বরিয়া রাই
(C) রানী মুখার্জী
(D) কাজল
৭৮. ভারতের সকল প্রাক্তন প্রধানমন্ত্রীদের নিয়ে মিউজিয়াম কোন শহরে খুলতে চলেছে ?
(A) নতুন দিল্লি
(B) গান্ধীনগর
(C) লখনউ
(D) কলকাতা
৭৯. নিম্নোক্ত ভারতীয়দের মধ্যে কারা ২০১৮ সালের রমন ম্যাগসেসে পুরস্কার জিতেছেন ?
(A) থোদুর মাদবুসী কৃষ্ণ এবং সঞ্জীব চতুর্বেদী
(B) ভারত ভাতওয়াণী এবং সোনাম ওয়াংচুক
(C) দেবদত্ত পট্টনায়ক এবং রামচন্দ্র গুহ
(D) মেধা পাটকার এবং কৈলাশ সত্যার্থী
৮০. ভারতীয় পরবাতরোহী শিবাঙ্গী পাঠাক সম্প্রতি আফ্রিকার কোন শিখর জয় করেছেন ?
(A) মাউন্ট স্পেক
(B) মাউন্ট স্ট্যানলি
(C) মাউন্ট গুরেজ
(D) মাউন্ট কিলিমানজারো
To check our latest Posts - Click Here