Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী – ২০১৮ জুলাই মাস

৬১. কোন IIT ইনস্টিটিউটটি মানসিক স্বাস্থ্য সমস্যার প্রতিরোধের উদ্দেশ্যে একটি অনলাইন টুল “TreadWill” তৈরি করেছে ?

(A) IIT Delhi
(B) IIT Bombay
(C) IIT Kanpur
(D) IIT Indore

উত্তর :
(C) IIT Kanpur 

৬২. কোন ভারতীয় খেলোয়াড় এশিয়া ব্যাডমিন্টন জুনিয়র চ্যাম্পিয়নশিপ ২০১৮-তে পুরুষবিভাগে এককভাবে স্বর্ণ জয় করেছেন ? 

(A) লক্ষ্য সেন
(B) প্রণব চোপড়া
(C) সমীর ভারমা
(D) কুনালাত জাদেজা

উত্তর :
(A) লক্ষ্য সেন 

৬৩. কোন ভারতীয় ব্যক্তিত্বকে মিস এশিয়া (বধির) ২০১৮  -এর শিরোপা দেওয়া হয়েছে ?

(A) দেষ্ণা জৈন
(B) প্রতিষ্ঠা শর্মা
(C) সোনালী ভার্গব
(D) চন্দ্র প্রভা কুমারী

উত্তর :
(A) দেষ্ণা জৈন 

৬৪. অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কাকে পুরুষ বিভাগে বর্ষসেরা খেলোয়াড় (Player of the Year ) হিসেবে সম্মানিত করেছে ?

(A) অনিরুদ্ধ থাপা
(B) সি আর শ্রীকৃষ্ণা
(C) সুনীল ছেত্রী
(D) সুব্রত পাল

উত্তর :
(C) সুনীল ছেত্রী 

৬৫. ২০২০ টোকিও প্যারলেম্পিক গেমসের আনুষ্ঠানিক ম্যাসকট কোনটি ?

(A) সোমেয়টি
(B) কেইতো
(C) জাবিভাকা
(D) মিরাইতোবা

উত্তর :
(A) সোমেয়টি

৬৬. কোন টাইফুন সম্প্রতি চীনের আর্থিক হাব সাংহাই-এর ওপর আছড়ে পড়ে ?

(A) টাইফুন আম্পিল
(B) টাইফুন মারিয়া
(C) টাইফুন জেলায়াত
(D) টাইফুন কেৎসনা

উত্তর :
(A) টাইফুন আম্পিল

৬৭. সুকন্যা সমৃদ্ধি যোজনায়  আগে বছরে কমপক্ষে ১০০০ টাকা জমা দিতে হতো | সম্প্রতি ভারত সরকার এই লিমিটটি কমিয়ে কত করেছে ?

(A) ৫৫০ টাকা
(B) ৩৫০ টাকা
(C) ২৫০ টাকা
(D) ৭৫০ টাকা

উত্তর :
(C) ২৫০ টাকা

৬৮. ফখর জামান সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১০০০ রান করে রেকর্ড করেছেন | তিনি কোন দেশের খেলোয়াড় ?

(A) বাংলাদেশ
(B) অস্ট্রেলিয়া
(C) পাকিস্তান
(D) দক্ষিণ আফ্রিকা

উত্তর :
(C) পাকিস্তান

৬৯. পাকিস্তানে হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন ?

(A) আসিফা কুরাইশী
(B) রিফ্ফাত হাসান
(C) মারিয়া উলফাহ
(D) তাহিরা সফদার

উত্তর :
(D) তাহিরা সফদার

৭০. ভারত-বাংলাদেশ সীমান্ত হাটগুলির যৌথ কমিটির প্রথম সভা কোন শহরে অনুষ্ঠিত হল ?

(A) আগরতলা
(B) দিসপুর
(C) গুয়াহাটি
(D) শিলং

উত্তর :
(A) আগরতলা

৭১. ২০১৮ সালের ফর্মুলা-১ জার্মান গ্র্যান্ড প্রিক্স টুর্নামেন্ট কে জিতেছেন ?

(A) কিমি রাইক্কোনেন
(B) সেবাস্টিয়ান ভেট্টেল
(C) ভালত্তেরি বোটাস
(D) লুইস হ্যামিলটন

উত্তর :
(D) লুইস হ্যামিলটন

৭২. কার্গিল বিজয় দিবস কোন তারিখে পালন করা হয় ?

(A) জুলাই ২৫
(B) জুলাই ২৬
(C) জুলাই ২৪
(D) জুলাই ২৮

উত্তর :
(B) জুলাই ২৬ 

৭৩. ২০১৮ সালের ১৫তম  জাতীয় যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সেরা পুরুষ ক্রীড়াবিদ হিসেবে কাকে ঘোষণা করা হয়েছে ?

(A) জয়দীপ রাঠোড়
(B) নভতেজদীপ সিং
(C) ধনভির সিং
(D) ভি এ  শশীকান্ত

উত্তর :
(C) ধনভির সিং 

৭৪. কোন রাজ্যে এসিড আক্রান্তদের প্রতিবন্ধী হিসেবে গণ্য করা হচ্ছে  এবং প্রতিবন্ধকতা আইন ২০১০ অনুযায়ী  সকল সুযোগ সুবিধা দেবার কথা ঘোষণা  করা হয়েছে ?

(A) রাজস্থান
(B) ওড়িশা
(C) মধ্য প্রদেশ
(D) আসাম

উত্তর :
(C) মধ্য প্রদেশ

৭৫. রাজ্যে প্রচুর পরিমানে গাছ লাগানোর জন্য কোন রাজ্য সরকার সম্প্রতি  “সবুজ মহানদী মিশন” চালু করলো ? 

(A) পশ্চিম বঙ্গ
(B) ওড়িশা
(C) ঝাড়খন্ড
(D) ছত্তিসগড়

উত্তর :
(B) ওড়িশা

৭৬. ভারতের প্রথম সম্পূর্ণরূপে মহিলাদের দ্বারা পরিচালিত এবং শুধুমাত্র মহিলাদের জন্য পাবলিক সেক্টর হোটেল “Hostess” কোন রাজ্য সরকার খুলতে চলেছে ?

(A) কেরালা
(B) কর্ণাটক
(C) হিমাচল প্রদেশ
(D) মিজোরাম

উত্তর :
(A) কেরালা

৭৭. পশ্চিমবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কোন বলিউড ব্যক্তিত্বকে সম্প্রতি  “ডি লিট” সম্মান দিয়েছে ?

(A) শর্মিলা ঠাকুর
(B) ঐশ্বরিয়া রাই
(C) রানী মুখার্জী
(D) কাজল

উত্তর :
(A) শর্মিলা ঠাকুর

৭৮. ভারতের সকল প্রাক্তন প্রধানমন্ত্রীদের নিয়ে মিউজিয়াম কোন শহরে খুলতে চলেছে ? 

(A) নতুন দিল্লি
(B) গান্ধীনগর
(C) লখনউ
(D) কলকাতা

উত্তর :
(A) নতুন দিল্লি

৭৯. নিম্নোক্ত ভারতীয়দের মধ্যে কারা  ২০১৮ সালের রমন ম্যাগসেসে পুরস্কার জিতেছেন ?

(A) থোদুর মাদবুসী কৃষ্ণ এবং সঞ্জীব চতুর্বেদী
(B) ভারত ভাতওয়াণী এবং সোনাম ওয়াংচুক
(C) দেবদত্ত পট্টনায়ক এবং রামচন্দ্র গুহ
(D) মেধা পাটকার এবং কৈলাশ সত্যার্থী

উত্তর :
(B) ভারত ভাতওয়াণী এবং সোনাম ওয়াংচুক

৮০. ভারতীয় পরবাতরোহী শিবাঙ্গী পাঠাক সম্প্রতি আফ্রিকার কোন শিখর জয় করেছেন ? 

(A) মাউন্ট স্পেক
(B) মাউন্ট স্ট্যানলি
(C) মাউন্ট গুরেজ
(D) মাউন্ট কিলিমানজারো

উত্তর :
(D) মাউন্ট কিলিমানজারো

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5Next page
Telegram

Related Articles

Back to top button