QuizQuiz

বাংলা কুইজ – সেট ৩

১. কে ভারতবর্ষের জাতীয় পতাকার নকশা করেছিলেন?

উত্তর :
পিঙ্গালি ভেঙ্কাইয়া

২. উইংস অফ ফায়ার ( Wings of Fire) গ্রন্থটির লেখক কে ?

উত্তর :
এ পি জে আব্দুল কালাম

৩. ভারতবর্ষের বিসমার্ক কাকে বলা হয়?

উত্তর :
বল্লভভাই প্যাটেল

৪. শেষ মুঘল সম্রাট কে ছিলেন?

উত্তর :
বাহাদুর শাহ জাফর

৫. এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী ভারতীয় মহিলার নাম কি ?

উত্তর :
কমোলজিৎ সিন্ধু

৬. ভারতবর্ষের কোন রাজ্য অন্যান্য রাজ্যগুলির সঙ্গে সবচেয়ে বেশি সীমানা দ্বারা যুক্ত?

উত্তর :
উত্তর প্রদেশ

৭. উড়ন্ত শিখ ( Flying Sikh) নামে কে পরিচিত?

উত্তর :
মিলখা সিং

৮. রান্নার সময় যে ভিটামিন তাপের কারণে নষ্ট হয়ে যায় সেটি হলো?

উত্তর :
ভিটামিন C

৯. জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়?

উত্তর :
২৮ ফেব্রুয়ারী

১০. ভারতের কোন রাজ্যের তিনদিকে বাংলাদেশের সীমানা রয়েছে ?

উত্তর :
ত্রিপুরা

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

Back to top button