Geography NotesGeneral Knowledge Notes in Bengali

ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্য প্রাণীর তালিকা – PDF

State Animals of Different States and Union Territories of India

ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্য প্রাণীর তালিকা

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্য প্রাণীর তালিকা (State Animals of Different States and Union Territories of India ) নিয়ে। এই তালিকার মাধ্যমে ভারতের কোন রাজ্যের রাজ্য পশু কোনটি সেটা খুব সুন্দর করে দেওয়া রয়েছে।

ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্য পশু তালিকা

ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্য পশু তালিকা নিচে দেওয়া রইলো ।

blackbuck

কৃষ্ণসার হরিণ

অন্ধ্রপ্রদেশের রাজ্যপশু

fishing cat

মেছো বেড়াল

পশ্চিমবঙ্গের রাজ্যপশু

Asian lion

এশীয় সিংহ

গুজরাটের রাজ্যপশু

ক্রমঃরাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলপ্রচলিত নাম
অন্ধ্রপ্রদেশকৃষ্ণসার
অরুণাচল প্রদেশগয়াল
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমুদ্রধেনু
আসামভারতীয় গণ্ডার
উত্তরপ্রদেশবারশিঙ্গা
উত্তরাখণ্ডআলপাইন কস্তুর্রীমৃগ
ওড়িশাসম্বর হরিণ
কর্ণাটকভারতীয় হাতি
কেরালাভারতীয় হাতি
১০গুজরাতএশীয় সিংহ
১১গোয়াগৌর
১২ছত্তিসগড়বুনো মোষ
১৩জম্মু ও কাশ্মীরহঙ্গুল
১৪ঝাড়খণ্ডভারতীয় হাতি
১৫তামিলনাড়ুনীলগিরি বনছাগল
১৬ত্রিপুরাচশমাপরা হনুমান
১৭দিল্লিনীলগাই
১৮নাগাল্যান্ডগয়াল
১৯পশ্চিমবঙ্গমেছো বেড়াল
২০পাঞ্জাবকৃষ্ণসার
২১পুদুচেরিকাঠবিড়ালী
২২বিহারগৌর
২৩মণিপুরসাঙ্গাই হরিণ
২৪মধ্যপ্রদেশবারশিঙ্গা
২৫মহারাষ্ট্রভারতীয় বৃহৎ কাঠবিড়ালী
২৬মিজোরামউল্লুক
২৭মেঘালয়মেঘলা চিতা
২৮রাজস্থানউট
২৯লাক্ষাদ্বীপ প্রজাপতি মাছ
৩০সিকিমলাল পান্ডা
৩১হরিয়াণাকৃষ্ণসার
৩২হিমাচল প্রদেশতুষার চিতা
ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্যপশু তালিকা

আরও দেখে নাও :

১. পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? / পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি ?

পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম মেছো বিড়াল (Fishing Cat) ( বিজ্ঞানসম্মত নাম – Prionailurus viverrinus )

২. ত্রিপুরার জাতীয় পশুর নাম কি ?

ত্রিপুরার জাতীয় পশু চশমাপরা হনুমান ( বিজ্ঞানসম্মত নাম – Trachypithecus phayrei )

৩. গুজরাটের রাজ্য পশুর নাম কি ?

গুজরাটের রাজ্য পশুর নাম এশীয় সিংহ ( বিজ্ঞানসম্মত নাম – Panthera leo persica )

৪. মধ্যপ্রদেশের রাজ্য প্রাণীর নাম কি ?

মধ্যপ্রদেশের রাজ্য প্রাণীর নাম বারশিঙ্গা ( বিজ্ঞানসম্মত নাম – Rucervus duvaucelii )

এই নোটটির PDF ডাউনলোড লিংক নিচে দেওয়া রইলো ।

Download Section :

  • File Name : ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্য প্রাণীর তালিকা – PDF
  • File Size : 1.5 MB
  • No. of Pages : 03
  • Format : PDF
  • Language : Bengali

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button