General Knowledge Notes in BengaliNotesScience
এক নজরে মানবদেহ । মানবদেহ সম্পর্কিত কিছু তথ্য PDF
Facts About Human Body at a Glance

এক নজরে মানবদেহ – মানবদেহ সম্পর্কিত কিছু তথ্য
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো মানবদেহ সম্পর্কিত কিছু তথ্য ( এক নজরে মানবদেহ ) ।
জনপ্রিয় পোস্ট – ৫০০টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর ( PDF )
মানবদেহ সম্পর্কিত কিছু তথ্যের তালিকা –
| প্রাপ্ত বয়স্ক মানবদেহে হাড় সংখ্যা | ২০৬ |
| শিশু অবস্থায় মানবদেহে হাড় সংখ্যা | প্রায় ৩০০+ |
| মানুষের প্রতিটি কানে হাড় সংখ্যা | ৩ |
| মানব খুলিতে অস্থি সংখ্যা | ২২ |
| প্রতিটি কব্জিতে হাড় সংখ্যা | ৮ |
| মানব দেহের বৃহত্তম হাড় | ফিমার |
| মানব দেহের ক্ষুদ্রতম অস্থি | স্টেপিস |
| মানব দেহের সব থেকে শক্ত/কঠিনতম হাড় | ম্যান্ডিবল (নিন্ম চোয়াল) |
| মানবদেহের সব থেকে হালকা অস্থি | ন্যাসো-টার বিন্যালস |
| মানুষের শরীরে পেশীর সংখ্যা | ৬৩৯ |
| মানব দেহের বৃহত্তম পেশি | গ্লুটিয়াস |
| মানব দেহের দীর্ঘতম পেশি | সারটোরিয়াস |
| মানব দেহের ক্ষুদ্রতম পেশি | সিলিয়ারি বা স্টেপিডিয়াস( (মধ্যম কর্ণ) |
| মানুষের দেহের সবচেয়ে বড় অঙ্গ | ত্বক |
| মানব দেহের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ | যকৃৎ |
| মানবদেহের দীর্ঘতম ধমনী | অ্যাবডোমিনাল অ্যাওর্টা |
| মানুষের দেহের দীর্ঘতম শিরা | নিম্ন মহাশিরা |
| মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি | পিনিয়াল বডি |
| মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি | থাইরয়েড গ্রন্থি |
| মানুষের দেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি | যকৃৎ |
| মানুষের দেহের ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থি | অক্সিনটিক গ্রন্থি |
| মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থি | প্লিহা |
| মানবদেহের বৃহত্তম লালা গ্রন্থি | প্যারোটিডগ্র ন্থি |
| মানবদেহের দীর্ঘতম কোষ | স্নায়ু কোষ |
| মানুষের মেরুদণ্ডে কশেরুকা সংখ্যা | ৩৩ |
| মানুষের করোটির স্নায়ুর সংখ্যা | ১২ জোড়া |
| মানুষের করোটির অস্থি সংখ্যা | ২২ টি |
| মানব মুখমণ্ডলে দাঁতের সংখ্যা ( পূর্ণবয়স্ক ) | ৩২ |
| মানুষের শরীরে পাঁজর সংখ্যা | ২৪ (১২ জোড়া) |
| মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা | ৩৭° সেন্টিগ্রেড/৯৮.৪° ফারেনহাইট |
| মানবদেহের স্বাভাবিক রক্তচাপ | ১২০/৮০ mmHg |
| রক্তের pH | ৭.৩-৭.৪ |
| মানুষের স্বাভাবিক হার্টবিট রেট কত | ৭২ বার প্রতি মিনিটে |
| প্রাপ্ত বয়স্ক মানুষের স্বাভাবিক শ্বাসগতি | ১৪-১৮/মিনিট |
| মানুষের রক্তের শর্করার স্বাভাবিক মাত্রা | ৮০-১১০ mg/dl |
| মানব দেহের পাম্প | হৃৎপিণ্ড |
| মানবদেহের ফিল্টার | কিডনি |
| পৌষ্টিক নালী এর দৈর্ঘ্য | প্রায় ৯ মিটার |
| মানুষের বৃহদান্ত্রের দৈর্ঘ্য | প্রায় ১.৫ মিটার |
| মানুষের ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য | প্রায় ৭ মিটার |
| শ্বেত রক্তকণিকার সংখ্যা | ৭০০০-১০০০০/ cu mm |
| লোহিত রক্তকণিকার সংখ্যা | ৫০০০০/ cu mm |
| মানব রক্তে হিমোগ্লোবিনের গড় পরিমাণ | ১৪.৪ gm/ml |
| মানবদেহ থেকে প্রতি মিনিটে নির্গত কার্বন ডাই অক্সাইডের পরিমান | ২০০ মিলি। |
| মানুষের সারাদেহে রক্ত প্রবাহের সময় | ২২ সেকেন্ড |
| মানব মস্তিষ্কের ওজন | প্রায় ১৩৫০ গ্রাম |
| মানুষের হৃৎপিণ্ডের ওজন | প্রায় ৩৩০ গ্রাম |
এই নোটটির PDF নিচের ডাউনলোড সেকশন থেকে ডাউনলোড করে নাও ।

Download Section
- File Name : এক নজরে মানবদেহ । মানবদেহ সম্পর্কিত কিছু তথ্য PDF – বাংলা কুইজ
- File Size : 3.7 MB
- No. of Pages : 03
- Format : PDF
- Language : Bengali
To check our latest Posts - Click Here








