QuizQuiz

মহাবীর জয়ন্তী গুরুত্ব ও মহাবীর জৈন কুইজ

Mahavir Jayanti - Quiz on Mahavir

মহাবীর জয়ন্তী গুরুত্ব ও মহাবীর জৈন কুইজ

জৈন ধর্মের সবচেয়ে বড় উৎসব হচ্ছে মহাবীর জয়ন্তী। জৈন ধর্মের সবচেয়ে প্রভাবশালী ও শেষ জৈন তীর্থঙ্করের জন্মবার্ষিকীতে প্রতিবছর মহাবীর জয়ন্তী পালন করা হয়। ২০২১ সালে ২৫শে এপ্রিল পালিত হলো মহাবীর জয়ন্তী। এই মহাবীর জয়ন্তীতে আমরা দেখে নেবো মহাবীর জৈন সম্পর্কিত কিছু কুইজের প্রশ্ন ও উত্তর।

১. মহাবীর স্বামী এর আসল নাম কী ছিল?

উত্তর :
বর্ধমান।

২. মহাবীর কোন রাজবংশের ছিলেন?

উত্তর :
ইক্ষ্বাকু

৩. ভগবান মহাবীরের মায়ের নাম কী ছিল?

উত্তর :
ত্রিশলা ।

৪. জৈনদের তীর্থঙ্কর মহাবীরের প্রতীক কী ছিল?

উত্তর :
সিংহ।

আরও দেখে নাওমহাবীর ও জৈন ধর্মের ইতিহাস

৫. ভগবান মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন?

উত্তর :
জামালি।

৬. কত বছর বয়সে মহাবীর স্বামী সত্যের অনুসন্ধানে গৃহত্যাগ করেন?

উত্তর :
৩০।

৭. মহাবীর স্বামী প্রথম ধর্মপ্রচার করেন পাবাতে তাঁর ১১ জন শিষ্যের কাছে। এই ১১ জন শিষ্য কী নামে পরিচিত?

উত্তর :
গান্ধার।

আরও দেখে নাওগৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম | Ancient Indian History

৮. ৪২ বছর বয়সে জন্তিক গ্রামে কৈবল্য (Supreme Knowledge) লাভ করেন মহাবীর স্বামী। কোন নদীর তীরে তিনি কৈবল্য লাভ করেছিলেন?

উত্তর :
ঋজুপালিকা।

৯. মহাবীরের মূল ধর্মোপদেশ কোন গ্রন্থে লেখা রয়েছে?

উত্তর :
দ্বাদশঅঙ্গ।

আরও দেখে নাওরামকৃষ্ণদেব কুইজ

১০. প্রথম জৈন ধর্ম সম্মেলন হয় ৩২০ খ্রিস্টপূর্বাব্দে পাটলীপুত্রতে। এর সভাপতি কে ছিলেন?

উত্তর :
স্থুলভদ্র ।

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button