Daily Current Affairs in BengaliCurrent Affairs

24th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

24th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৪শে  জুন  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 24th June Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও :  23rd June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক বঙ্গোপসাগরে কালাইগনার পেন স্মৃতিস্তম্ভের জন্য অনুমোদন দিয়েছে। কোন রাজ্য সরকার এটি বাস্তবায়ন করছে?

(A) অন্ধ্র প্রদেশ
(B) কেরালা
(C) তামিলনাড়ু
(D) ওড়িশা

উত্তর
(C) তামিলনাড়ু
কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক চেন্নাইয়ের মেরিনা সমুদ্র সৈকতের কাছে বঙ্গোপসাগরে মুথামিজ আরিগনার ডক্টর কালাইগনার পেন স্মৃতিস্তম্ভ নির্মাণে তামিলনাড়ু সরকারের প্রস্তাবের অনুমোদন দিয়েছে।

২. নিচের কোন শহরটি ২০২৩ সালের জুনে প্রথম আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসবের আয়োজন করছে ?

(A) কলকাতা
(B) নতুন দিল্লি
(C) মুম্বাই
(D) চেন্নাই

উত্তর
(A) কলকাতা

  • ২২ থেকে ২৫শে জুন নন্দনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
  • এই উৎসবে জার্মানির চারটি, যুক্তরাষ্ট্রের একটি, বাংলাদেশের একটি এবং ভারতের সাতটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

৩. কোন দেশ থেকে এশিয়ার আন্তর্জাতিক ভ্রমণকারীর সংখ্যা সবচেয়ে বেশি ?

(A) চীন
(B) ভারত
(C) থাইল্যান্ড
(D) সিঙ্গাপুর

উত্তর
(B) ভারত
ভারত আন্তর্জাতিক ভ্রমণকারীদের এশিয়ার শীর্ষস্থানে পরিণত হয়েছে।

৪. কোন IIT ভর্তির ক্ষেত্রে স্পোর্টস কোটা চালু করার প্রস্তাব করেছে?

(A) IIT Bombay
(B) IIT Delhi
(C) IIT Madras
(D) IIT Mandi

উত্তর
(C) IIT Madras
IIT-M সম্প্রতি ভর্তির ক্ষেত্রে স্পোর্টস কোটা করার প্রস্তাব দিয়েছে

৫. বিতস্তা মহোৎসব সম্প্রতি নিম্নলিখিত কোন স্থানে পালিত হল ?

(A) লাদাখ
(B) পাঞ্জাব
(C) পাঞ্জাব
(D) জম্মু ও কাশ্মীর

উত্তর
(D) জম্মু ও কাশ্মীর

  • শ্রী অমিত শাহ শ্রীনগরে সংস্কৃতি মন্ত্রক আয়োজিত বিতস্তা মহোৎসবে প্রধান অতিথি হিসাবে ভাষণ দিয়েছেন।
  • বিতস্তা মহোৎসবের উদ্দেশ্য হল সমগ্র দেশকে কাশ্মীরের মহান সাংস্কৃতিক ঐতিহ্য, বৈচিত্র্য এবং অনন্যতার সাথে পরিচিত করা।

৬. কোন সংস্থাকে ২০২৩-২৪ সালের সবচেয়ে পছন্দের কর্মক্ষেত্র হিসাবে পুরস্কৃত করা হয়েছে?

(A) National Thermal Power Corporation (NTPC)
(B) Coal India Limited (CIL)
(C) Steel Authority of India (SAIL)
(D) State Bank of India (SBI)

উত্তর
(A) National Thermal Power Corporation (NTPC)
NTPC টিম মার্কসম্যানের “২০২৩-২৪ সালের সবচেয়ে পছন্দের কর্মক্ষেত্র” হিসাবে সম্প্রতি স্বীকৃতি লাভ করেছে।

৭. কে ভার্চুয়ালি SAIL-ভিলাই স্টিল প্ল্যান্টের ডালি খনিতে সিলিকা রিডাকশন প্ল্যান্টের উদ্বোধন করেছেন ?

(A) অমরেন্দু প্রকাশ
(B) জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
(C) ফাগ্গন সিং কুলস্তে
(D) মোহন মান্ডবী

উত্তর
(B) জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
কেন্দ্রীয় ইস্পাত ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী, জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের (SAIL) ভিলাই ইস্পাত প্ল্যান্টের ডালি মাইনে সিলিকা রিডাকশন প্ল্যান্টের উদ্বোধন করেছেন৷

৮. টাইমস এশিয়া র‍্যাঙ্কিং ২০২৩ এ ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে শীর্ষে রয়েছে –

(A) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc)
(B) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT)
(C) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU)
(D) জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)

উত্তর
(A) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc)

  • ২০২৩ সালের টাইমস হায়ার এডুকেশনের বার্ষিক এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে ১৮টি ভারতীয় বিশ্ববিদ্যালয় শীর্ষ ২০০-এ জায়গা করে নিয়েছে।
  • ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc) তালিকায় ৪৮ তম স্থানে ছিল।
  • শীর্ষ ৫০ এ ভারতের একটি, শীর্ষ ১০০-এর মধ্যে ৪টি এবং শীর্ষ ২০০-এর মধ্যে ১৮টি বিশ্ববিদ্যালয় রয়েছে।

৯. স্কাইরুট যে ইঞ্জিনটি সম্প্রতি সফলভাবে পরীক্ষা করেছে তার নাম –

(A) Skyroot-I
(B) Rocket-I
(C) Vikram-I
(D) Raman-I

উত্তর
(D) Raman-I
Skyroot Aerospace সফলভাবে Raman-I ইঞ্জিনের ফ্লাইট যোগ্যতা পরীক্ষা পরিচালনা করেছে

১০. আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) কাকে সম্প্রতি অলিম্পিক অর্ডারে ভূষিত করেছে?

(A) টেড্রোস গেব্রেইসাস
(B) দ্রৌপদী মুর্মু
(C) নরেন্দ্র মোদি
(D) জো বিডেন

উত্তর
(A) টেড্রোস গেব্রেইসাস
কোভিড-১৯ মহামারী সত্ত্বেও অলিম্পিক গেমস টোকিও ২০২০ অনুষ্ঠিত হয়েছে তা নিশ্চিত করতে তার ভূমিকার জন্য WHO-এর মহাপরিচালক ডঃ টেড্রোস ঘেব্রেইসাসকে অলিম্পিক অর্ডার প্রদান করা হয়েছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button