Daily Current Affairs in BengaliCurrent Affairs

4th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

4th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৪ঠা জুলাই  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 4th July Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও :  2nd -3rd July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. Department of Military Affairs এর অতিরিক্ত সচিব হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন?

(A) লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরী
(B) ভাইস অ্যাডমিরাল অভিজিৎ সিং
(C) লেফটেন্যান্ট জেনারেল রাজেশ পন্ত
(D) ভাইস অ্যাডমিরাল অতুল আনন্দ

উত্তর
(D) ভাইস অ্যাডমিরাল অতুল আনন্দ

  • ভাইস অ্যাডমিরাল অতুল আনন্দ ০৩ জুলাই, ২০২৩ -এ Department of Military Affairs এর অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
  • এই পদের দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরি যিনি গত ২৮শে ফেব্রুয়ারি অবসরগ্রহন করেছিলেন।

২. কে ২০২৩ সালের অস্ট্রিয়ান F1 গ্র্যান্ড প্রিক্স জিতেছেন?

(A) লুইস হ্যামিল্টন
(B) চার্লস লেক্লার্ক
(C) সেবাস্তিয়ান ভেটেল
(D) ম্যাক্স ভার্স্টাপেন

উত্তর
(D) ম্যাক্স ভার্স্টাপেন
২০২৩ সালের অস্ট্রিয়ান F1 গ্র্যান্ড প্রিক্স জিতে নিয়েছেন ম্যাক্স ভার্স্টাপেন ।

৩. ২০২৩ সালের ম্যালোর্কা ওপেনে কে ATP ট্যুর শিরোপা জিতেছে?

(A) রজার ফেদারার
(B) নোভাক জোকোভিচ
(C) য়ুকি ভামব্রি
(D) রাফায়েল নাদাল

উত্তর
(C) য়ুকি ভামব্রি

  • জীবনের প্রথম ATP ট্যুর শিরোপা জিতলেন য়ুকি ভামব্রি।
  • ভারতীয় টেনিস খেলোয়াড় য়ুকি ভামব্রি তাঁর দক্ষিণ আফ্রিকার সঙ্গী লয়েড হ্যারিসের সঙ্গে ম্যালোর্কা ওপেন ২০২৩ পুরুষদের ডাবলস ফাইনাল জিতলেন, এর ফলে তিনি তাঁর প্রথম ATP ট্যুর শিরোপা জিতেছেন।

৪. সম্প্রতি, সরকার WTO-তে ভারতের রাষ্ট্রদূতের মেয়াদ বাড়িয়েছে। WTO-তে ভারতের বর্তমান রাষ্ট্রদূত হলেন –

(A) ব্রজেন্দ্র নবনীত
(B) অজয় বঙ্গ
(C) নবনীত শুক্লা
(D) পীযূষ পাতিল

উত্তর
(A) ব্রজেন্দ্র নবনীত
ভারত সরকার ওয়ার্ল্ড ট্রেড অর্গানিজেশনে (WTO) ভারতের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি হিসেবে ব্রজেন্দ্র নবনীতের মেয়াদ আরো নয় মাস বাড়ানোর ঘোষণা করেছে।

৫. তেলেঙ্গানা গঠনের ৯ বছর উদযাপনের জন্য কে বিশেষ পোস্টাল কভার চালু করেছেন ?

(A) হরিশ রাও
(B) কিষাণ রেড্ডি
(C) কে চন্দ্রশেখর রাও
(D) কে টি রামা রাও

উত্তর
(B) কিষাণ রেড্ডি

  • কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি সম্প্রতি ‘9 Years of Telangana Statehood’ এবং ‘Buddhist Heritage in Telangana – Bavapur Kurru’ এর দুটি পোস্টাল কভার উন্মোচন করেছেন।
  • প্রতি বছর ২ জুন তেলেঙ্গানা গঠন দিবস হিসেবে পালিত হয়।
  • এই দিন ২০১৪ সালে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে।

৬. ২০২৩ সালের জুলাইয়ে সম্প্রতি পরিচালিত আদমশুমারিতে বিহারে কতগুলি পাখির প্রজাতি পাওয়া গেছে?

(A) ২০০
(B) ২০৫
(C) ২১০
(D) ২১৫

উত্তর
(B) ২০৫
এই বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি (BNHS) এর সহযোগিতায় বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিভাগ দ্বারা বিহার রাজ্যে পরিচালিত সর্বশেষ আদমশুমারিতে বিহারে ২০৫টি প্রজাতির পাখি পাওয়া গেছে।

৭. নিচের কোন খেলোয়াড় প্রথম শ্রীলঙ্কার ব্যাটসম্যান হিসেবে মহিলাদের ওডিআই ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন?

(A) চামারী অথপথু
(B) বিশমি গুনারত্নে
(C) ঐশাদি রণসিংহে
(D) নীলাক্ষী ডি সিলভা

উত্তর
(A) চামারী অথপথু
শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আথাপাথু তার দুর্দান্ত সাম্প্রতিক ফর্মের জন্য পুরস্কৃত হয়েছেন সর্বশেষ আইসিসি মহিলাদের ওডিআই ব্যাটিং র‌্যাঙ্কিং-এ শীর্ষ স্থান অধিকার করেছেন।

৮. জম্মু ও কাশ্মীরের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের নতুন অবসরের বয়স কত?

(A) ৬২
(B) ৬৩
(C) ৬৪
(D) ৬৫

উত্তর
(D) ৬৫
কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সভাপতিত্বে প্রশাসনিক পরিষদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৫ বছর করেছে।

৯. নিচের কোন জায়গায় উত্তরপ্রদেশ সরকার বানরের জন্য বন তৈরি করতে চলেছে ?

(A) লখনউ
(B) কানপুর
(C) আগ্রা
(D) অযোধ্যা

উত্তর
(A) লখনউ
উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে কত্তগুলি “বানর বন” তৈরী করা হবে।

১০. ব্যাঙ্ক অফ বরোদার নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) সঞ্জীব চাড্ডা
(B) দেবদত্ত চাঁদ
(C) উদয় কোটক
(D) এন. চন্দ্রশেখরন

উত্তর
(B) দেবদত্ত চাঁদ
দেবদত্ত চাঁদ ব্যাঙ্ক অফ বরোদার (BoB) ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
তিনি সঞ্জীব চাড্ডার কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন, যার মেয়াদ ৩০ জুন, ২০২৩ এ শেষ হয়েছিল।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button