Daily Current Affairs in BengaliCurrent Affairs

Daily Current Affairs MCQ in Bengali : 10th March 2022

Daily Current Affairs MCQ in Bangla

Daily Current Affairs MCQ in Bengali : 10th March 2022 – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১০ই মার্চ  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( Daily Current Affairs MCQ in Bengali : 10th March 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্র্রতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কৈলাশ চৌধুরী কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলে পুসা কৃষি বিজ্ঞান মেলা উদ্বোধন করেছেন?

(A) চণ্ডীগড়
(B) মধ্য প্রদেশ
(C) উত্তর প্রদেশ
(D) দিল্লী

উত্তর :
(D) দিল্লী

  • কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী কৈলাশ চৌধুরী ৯ই মার্চ ২০২২-এ নতুন দিল্লিতে পুসা কৃষি বিজ্ঞান মেলা ২০২২ এর উদ্বোধন করেছিলেন।
  • কৃষি গবেষণা পরিষদ-ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট (IARI) দ্বারা তিন দিনব্যাপী এই কৃষি মেলার আয়োজন করা হচ্ছে।
  • মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে “প্রযুক্তিগত জ্ঞানে স্বনির্ভর কৃষক”।

২. ভারত এবং অন্য কোন দেশ ১০-১৩ই মার্চ ২০২২ এ বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে মন্ত্রী পর্যায়ের সংলাপ করতে যাচ্ছে?

(A) ম্যাক্সিকো
(B) কানাডা
(C) থাইল্যান্ড
(D) বাংলাদেশ

উত্তর :
(B) কানাডা

  • কানাডা সরকারের আন্তর্জাতিক বাণিজ্য, রপ্তানি প্রচার, ক্ষুদ্র ব্যবসা এবং অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী মেরি এনজি ১০-১৩ই মার্চ ২০২২ তারিখের মধ্যে নয়াদিল্লি সফর করবেন।
  • তিনি বাণিজ্য বিষয়ে ৫তম ভারত-কানাডা মন্ত্রী পর্যায়ের সংলাপ করবেন

৩. নিচের কোন সংস্থা নয়াদিল্লিতে ১০-১৫ই মার্চ পর্যন্ত ‘সাহিত্যোৎসব’ অনুষ্ঠানের আয়োজন করছে?

(A) ভারতীয় জ্ঞানপীঠ
(B) বঙ্গীয় সাহিত্য পরিষদ
(C) ভারতীয় ভাষা পরিষদ
(D) সাহিত্য একাডেমি

উত্তর :
(D) সাহিত্য একাডেমি

  • ১১ই মার্চ ২০২২-এ ২৪ জন বিজয়ীকে সাহিত্য আকাদেমি পুরস্কার প্রদান করা হবে।
  • “ভারতীয় স্বাধীনতা আন্দোলনে সাহিত্যের প্রভাব”-এর উপর শীর্ষক ৩-দিনের জাতীয় সেমিনার ১৩-১৫ই মার্চ ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
  • উৎসবের সব দিনই একাডেমির বই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

৪. কোন দেশের বিজ্ঞানীরা সম্প্রতি এনার্জি-এফিসিয়েন্ট হাইড্রোজেন উৎপাদনের জন্য একটি ইলেক্ট্রোক্যাটালিস্ট সিস্টেম তৈরি করেছেন?

(A) ব্রাজিল
(B) জার্মানি
(C) ভারত
(D) যুক্তরাজ্য

উত্তর :
(C) ভারত

  • ভারতীয় বিজ্ঞানীরা ইউরিয়ার ইলেক্ট্রোলাইসিসের সাহায্যে এনার্জি এফিসিয়েন্ট হাইড্রোজেন উৎপাদনের জন্য একটি ইলেক্ট্রোক্যাটালিস্ট সিস্টেম ডিজাইন করেছেন।
  • এটি কম খরচে হাইড্রোজেন উৎপাদনের সাথে ইউরিয়া ভিত্তিক বর্জ্য শোধনের জন্য সহায়ক।
  • Centre for Nano and Soft Matter Sciences এর বিজ্ঞানীরা ইউরিয়ার ইলেক্ট্রো-অক্সিডেশন থেকে হাইড্রোজেন তৈরির জন্য এই নিকেল অক্সাইড (NiOx) ভিত্তিক সিস্টেম তৈরি করেছেন।

৫. নিচের কোন আধাসামরিক বাহিনী ১০ই মার্চ তার ৫৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে?

(A) Central Industrial Security Force
(B) Central Reserve Police Force (CRPF)
(C) Assam Rifles (AR)
(D) Border Security Force (BSF)

উত্তর :
(A) Central Industrial Security Force

  • সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সেস বা CISF হল ভারতের ছয়টি আধাসামরিক বাহিনীর মধ্যে একটি যা স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় আসে।
  • এর সদর দপ্তর দিল্লিতে।
  • এটি CISF আইনের অধীনে তিনটি ব্যাটালিয়ন নিয়ে ১০ই মার্চ, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

৬. সামগ্রিক স্বাস্থ্যের জন্য কিডনির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে, কোন দিনটি প্রতিবছর বিশ্ব কিডনি দিবস হিসাবে পালিত হয়?

(A) ১লা মার্চ
(B) ১০ই মার্চ
(C) ৭ই মার্চ
(D) ৯ই মার্চ

উত্তর :
(B) ১০ই মার্চ

  • প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস পালন করা হয়।
  • এর লক্ষ্য সামগ্রিক স্বাস্থ্যের জন্য কিডনির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
  • এটি প্রথম ২০০৬ সালে পরিলক্ষিত হয়।
  • এটি ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজি (ISN) এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ কিডনি ফাউন্ডেশন (IFKF) এর যৌথ উদ্যোগ।
  • ২০২২ সালের থিম হল ‘Kidney Health For All’।

৭. কোন রাজ্য সরকার দ্বিতীয় কন্যা সন্তানের জন্মের জন্য মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য ‘কৌশল্যা মাতৃত্ব যোজনা’ চালু করেছে?

(A) ছত্তিশগড়
(B) ঝাড়খণ্ড
(C) রাজস্থান
(D) মধ্য প্রদেশ

উত্তর :
(A) ছত্তিশগড়

  • ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সম্প্রতি ‘কৌশল্যা মাতৃত্ব যোজনা’ চালু করেছেন।
  • এই প্রকল্পের অধীনে, দ্বিতীয় কন্যা সন্তানের জন্মের জন্য মহিলাদের ৫০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
  • এই অনুষ্ঠানে তিনি ‘সখী ওয়ান স্টপ সেন্টার’ এবং ‘নববিহান যোজনা’-এর অধীনে মহিলা সুরক্ষার দিক থেকে চমৎকার কাজ করা অঙ্গনওয়াড়ি কর্মীদের, আধিকারিকদেরও অভিনন্দন জানান।

৮. কলকাতা মেট্রো একটি নতুন অ্যাপ “মেট্রো রাইড কলকাতা” চালু করেছে। নিচের কোন সংস্থা app টি লঞ্চ করেছে?

(A) Rail India Technical and Economic Service
(B) Indian Railway Catering and Tourism Corporation
(C) Centre for Railway Information Systems
(D) CDAC

উত্তর :
(C) Centre for Railway Information Systems

  • যাত্রীরা এখন তাদের বাড়ি থেকে তাদের কার্ড রিচার্জ করতে পারবেন।
  • এর পাশাপাশি, কলকাতা মেট্রো রেল কর্পোরেশন শহরের করিডোর এবং তাদের এক্সটেনশনগুলিতে রঙ নির্ধারণ করেছে।
  • নতুন রং যাত্রীদের ভ্রমণের দিক চিহ্নিত করতে সাহায্য করবে।

৯. সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)-এর বোর্ডে সম্প্রতি নিম্নোক্তদের মধ্যে কাদের নিয়োগ করা হয়েছে?

(A) নবীন সিং এবং রাজেশ ভার্মা
(B) রাম দাস সূর্য এবং অজয় ​​শেঠ
(C) নবীন সিং এবং রাম দাস সূর্য
(D) রাজেশ ভার্মা এবং অজয় ​​শেঠ

উত্তর :
(D) রাজেশ ভার্মা এবং অজয় ​​শেঠ

  • সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (সেবি) বোর্ডে দুই নতুন সদস্য নিয়োগ করেছে সরকার।
  • কর্পোরেট বিষয়ক মন্ত্রকের সচিব রাজেশ ভার্মা এবং অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগের সচিব অজয় শেঠকে SEBI-র বোর্ডে নিযুক্ত করা হয়েছে৷
  • সরকার সম্প্রতি মাধবী পুরী বাচকে SEBI-এর চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত করেছে।

১০. আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্ট ফেডারেশনে, কায়রোতে ISSF বিশ্বকাপ এ ভারত কতগুলি স্বর্ণপদক জিতেছে?

(A)
(B)
(C)
(D)

উত্তর :
(D)

  • কায়রোতে আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্ট ফেডারেশন-এর, ISSF বিশ্বকাপ ২০২২-এ পদক দাঁড়িয়ে ভারত প্রথম স্থান অধিকার করেছে।
  • ভারতীয় দল চারটি স্বর্ণ, দুটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ সহ মোট সাতটি পদক নিয়ে পদক তালিকার শীর্ষে শেষ হয়েছে।
  • নরওয়ে ছয়টি পদক জিতেছে- তিনটি স্বর্ণ, একটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক এবং তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button