Geography NotesGeneral Knowledge Notes in Bengali
ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত তালিকা – PDF
ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত

ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত তালিকা
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত (List of Waterfalls of India in Bengali ) সম্পর্কে। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে ভারতের জলপ্রপাত থেকে মাঝে মধ্যেই প্রশ্ন এসে থাকে। তাই ভারতের কোন রাজ্যে কোন গুরুত্বপূর্ণ জলপ্রপাত অবস্থিত তার একটি সুন্দর তালিকা দেওয়া রইলো ।
কোন রাজ্যে কোন জলপ্রপাত অবস্থিত
ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ জলপ্রপাতসমূহ তালিকা নিচে দেওয়া রইলো ।
| জলপ্রপাত | যে নদীর ওপরে সৃষ্ট | রাজ্য |
|---|---|---|
| কুঞ্চিকল জলপ্রপাত | বারাহি নদী | কর্নাটক |
| গোকাক জলপ্রপাত | ঘাটপ্রভা নদী | |
| যোগ/গেরসোপ্পা জলপ্রপাত | সরাবতী নদী | |
| বরকনা জলপ্রপাত | সীতা নদী | |
| মাগোদ জলপ্রপাত | বেদতি নদী | |
| শিবসমুদ্রম জলপ্রপাত | কাবেরী নদী | |
| উনচল্লি জলপ্রপাত | আগহনাসিনি নদী | |
| থালাইয়ার জলপ্রপাত | মঞ্জালর নদী | তামিলনাড়ু |
| হোগেনাক্কাল জলপ্রপাত | কাবেরী নদী | |
| অথিরাপ্পিল্লী জলপ্রপাত | চালাকুড়ি নদী | কেরালা |
| মিনমুট্টি জলপ্রপাত | – | |
| ভাঝাচল জলপ্রপাত | চালাকুড়ি নদী | |
| ইথিপোথালা জলপ্রপাত | চন্দ্রবঙ্কা নদী | অন্ধ্রপ্রদেশ |
| ভাজরাই জলপ্রপাত | উর্মোদি নদী | মহারাষ্ট্র |
| সহস্ত্রকুন্ড জলপ্রপাত | পেনগঙ্গা | |
| থোসেঘর জলপ্রপাত | – | |
| কুনে জলপ্রপাত | – | |
| বাহুতি জলপ্রপাত | ওদ্দা নদী | মধ্যপ্রদেশ |
| চাচাই জলপ্রপাত | বিহাড় নদী | |
| ধুঁয়াধার জলপ্রপাত | নর্মদা নদী | |
| কপিলধারা জলপ্রপাত | নর্মদা নদী | |
| অমৃতধারা জলপ্রপাত | হাঁসদেও নদী | ছত্তিশগড় |
| চিত্রকূট জলপ্রপাত | ইন্দ্রাবতী নদী | |
| তীরথগড় জলপ্রপাত | কাঙ্গের নদী | |
| দশম জলপ্রপাত | কাঞ্চি নদী | ঝাড়খন্ড |
| হুড্রু জলপ্রপাত | সুবর্ণরেখা নদী | |
| জোনহা জলপ্রপাত | গুঙ্গা নদী | |
| দুধসাগর জলপ্রপাত | মান্ডবী নদী | গোয়া & কর্নাটক |
| নোহ্কালিকাই জলপ্রপাত | – | মেঘালয় |
| কিনরেম জলপ্রপাত | – | |
| নোহ্সনগিথিয়াং জলপ্রপাত | – | |
| ভানতাওয়াং জলপ্রপাত | – | মিজোরাম |
| বসুধারা জলপ্রপাত | – | উত্তরাখন্ড |
| নিনাই জলপ্রপাত | নর্মদা নদী | গুজরাট |
| অহর্বল জলপ্রপাত | ভিশু নদী | জম্মু ও কাশ্মীর |
| বারেহিপানি ফলস | বুদ্ধবালঙ্গ নদী | ওড়িশা |
| ডুডুমা জলপ্রপাত | মাচকুন্দ নদী | |
| খান্দাধার ফলস | কোরা নালা |
আরো দেখে নাও :
PDF ডাউনলোড লিংক নিচে দেওয়া রইলো ।
Download Section
- File Name : ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত – বাংলা কুইজ
- File Size : 2.5 MB
- No. of Pages : 04
- Format : PDF
- Language : Bengali
- Subject : Indian Geography
ভারতের জলপ্রপাত – প্রশ্ন ও উত্তর
ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ?
কুঞ্চিকল , উচ্চতা ৪৫৫ মিটার – কর্নাটকে বারাহি নদীতে সৃষ্ট
কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয় ?
চিত্রকূট জলপ্রপাতকে । ছত্তিশগড়ে ইন্দ্রাবতী নদীতে সৃষ্ট।
হুড্রু জলপ্রপাত কোথায় অবস্থিত ?
ঝাড়খণ্ডে সুবর্ণরেখা নদীর ওপরে অবস্থিত।
ভারতের কোন রাজ্যে সর্বাধিক জলপ্রপাত দেখা যায় ?
কর্ণাটক
ভারতের প্রশস্ততম জলপ্রপাত কোনটি ?
চিত্রকূট
শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?
কাবেরী নদী ( কর্ণাটক )
ধুয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?
নর্মদা নদী ( মধ্যপ্রদেশ )
যোগ জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?
সরাবতী নদী
কপিলধারা জলপ্রপাতের অবস্থান –
নর্মদা নদীর ওপরে
বিখ্যাত এলিফ্যান্ট জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
মেঘালয়
সহস্রধারা জলপ্রপাত কোন্ নদীর ওপর অবস্থিত?
নর্মদা
চীরকূট, চাচাই ও কেক্টন জলপ্রপাতগুলি কোন রাজ্যে অবস্থিত ?
মধ্যপ্রদেশ
To check our latest Posts - Click Here








