Daily Current Affairs in BengaliCurrent Affairs

20th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

20th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২০শে জানুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 20th January Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 19th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের পারালি বোদাল গ্রামে ‘পেইন্টেড ব্যাট’ নামে পরিচিত একটি ‘বিরল কমলা রঙের বাদুড়’ দেখা গেছে। কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?

(A) ঝাড়খণ্ড
(B) তেলেঙ্গানা
(C) উত্তরাখণ্ড
(D) ছত্তিশগড়

উত্তর
(D) ছত্তিশগড়

  • এই বাদুড়ের বৈজ্ঞানিক নাম ‘Kerivoula picta’।
  • এই প্রজাতিটিকে বিশ্বব্যাপী বিপন্ন শ্রেণীতে রাখা হয়েছে।
  • এই প্রজাতিটি সাধারণত বাংলাদেশ, ব্রুনাই, বার্মা, কম্বোডিয়া, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনামে পাওয়া যায়।
  • ভারতে, এটি ইতিমধ্যে পশ্চিমঘাট, কেরালা, মহারাষ্ট্র এবং ওড়িশায় দেখা গেছে।

২. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি মানবতার সেবার জন্য ISA পুরস্কার ২০২১-২২ জিতেছে?

(A) অনুরাধা কৈরালা
(B) সান্দুক রুইত
(C) মহাবীর পুন
(D) অনুপ মিশ্র

উত্তর
(B) সান্দুক রুইত

  • অনেক লোকের দৃষ্টি রক্ষা করার জন্য তাকে “God of Sight” বলা হয়।
  • তিনি পদ্মশ্রী পুরস্কার, ভুটানের ন্যাশনাল অর্ডার অফ মেরিট এবং রামোন ম্যাগসেসে পুরস্কারের প্রাপক।
  • ২০১৬ সালে, তিনি “এশিয়ান গেম চেঞ্জার অ্যাওয়ার্ড” পেয়েছিলেন।

৩. হাশিম আমলা সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। তিনি কোন দেশের খেলোয়াড়?

(A) পাকিস্তান
(B) শ্রীলংকা
(C) বাংলাদেশ
(D) দক্ষিন আফ্রিকা

উত্তর
(D) দক্ষিন আফ্রিকা

  • হাশিম আমলা দক্ষিণ আফ্রিকার সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক।
  • তিনি ১৮ই জানুয়ারী ২০২২-এ সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন।
  • তিনি ১২৪টি টেস্টে ৯২৮২ রান করেছেন।
  • দক্ষিণ আফ্রিকার হয়ে সব ফরম্যাটে মোট ১৮৬৭২ রান করেছেন তিনি।
  • তিনি প্রথম এবং একমাত্র দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান যিনি টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন।

৪. গাজা ক্যাপিটাল বিজনেস বুক প্রাইজ ২০২২ এর বিজয়ী হলেন কে?

(A) হরিশ দামোদরন
(B) নিত্যানন্দ রাই
(C) সুরভী জখমোলা
(D) জননী রামচন্দ্রন

উত্তর
(A) হরিশ দামোদরন

  • সাংবাদিক-লেখক হরিশ দামোদরনকে গাজা ক্যাপিটাল বিজনেস বুক পুরস্কার ২০২২ এর বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়েছে।
  • তিনি তার বই ‘Broke to Breakthrough: The Rise of India’s Largest Private Dairy Company’-র জন্য এটি পেয়েছেন।

৫. গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স ২০২৩-এ ভারতের স্থান কত?

(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) চতুর্থ

উত্তর
(D) চতুর্থ

  • গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স ২০২৩-এ ভারত চতুর্থ স্থানে রয়েছে।
  • গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স হল গ্রহের সমস্ত দেশের সামরিক বাহিনীর একটি রেটিং।
  • সূচকে শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে রাশিয়া, তৃতীয় স্থানে চীন এবং চতুর্থ স্থানে ভারত।
  • 0.000 রেটিং হল নিখুঁত স্কোর, যা এখন পর্যন্ত কোনো দেশ অর্জন করতে পারেনি।
  • স্কোরের মান যত ছোট হবে, লড়াইয়ের ক্ষমতা তত বেশি শক্তিশালী।
  • সূচকটি পারমাণবিক ক্ষমতা বিবেচনা করে না।

৬. জেসিন্ডা আরডার্ন কোন দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন?

(A) অস্ট্রেলিয়া
(B) নিউজিল্যান্ড
(C) পোল্যান্ড
(D) জার্মানি

উত্তর
(B) নিউজিল্যান্ড

  • তিনি ৭ই ফেব্রুয়ারি ২০২৩ এ পদত্যাগ করবেন।
  • মিসেস জেসিন্ডা আরডার্ন ৩৭ বছর বয়সে ২০১৭ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে বিশ্বের সর্বকনিষ্ঠ মহিলা সরকারি প্রধান হয়েছিলেন।

৭. নীলমণি ফুকন সম্প্রতি প্রয়াত হয়েছেন। কত সালে তিনি জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছিলেন?

(A) ২০২১
(B) ২০১৮
(C) ২০১৯
(D) ২০২০

উত্তর
(A) ২০২১

  • প্রখ্যাত অসমীয়া কবি নীলমণি ফুকন ১৯শে জানুয়ারী ২০২৩-এ প্রয়াত হয়েছেন।
  • তিনি ২০২১ সালের জন্য দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার, ৫৬ তম জ্ঞানপীঠে ভূষিত হয়েছিলেন।
  • তিনি তাঁর কবিতা সংকলন ‘কবিতা’-র জন্য অসমীয়া ভাষায় ১৯৮১ সালের সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছিলেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button