শুদ্ধ ও অশুদ্ধ বানান তালিকা – নিয়ম – PDF – বাংলা ব্যাকরণ
List of Correct and Incorrect spelling Words in Bengali

শুদ্ধ ও অশুদ্ধ বানান তালিকা – নিয়ম – PDF – বাংলা ব্যাকরণ
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের (Bengali Grammar) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক “শুদ্ধ ও অশুদ্ধ বানান” (Suddho o Osuddho Banan ) নিয়ে।
আমরা লেখার সময় অনেক ক্ষেত্রে ভাষার ভিড়ে, শব্দের ভিড়ে অনেক সময় ভুল বানান লিখে থাকি। অনেকক্ষেত্রে আমরা সেই ভুল বানান ব্যবহার করতে করতে এমন অভ্যস্ত হয়ে পড়ি যে সেটিকেই আমরা সঠিক বানান মনে করে ক্রমাগত ব্যবহার করতে থাকি। একারণেই আজকেই এই পোস্টে আমরা সাধারণভাবে যে সমস্ত বানান ভুল লিখে থাকি, সেগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব।
Also Check : সমার্থক শব্দ বা একার্থক শব্দ – বাংলা ব্যাকরণ – Samarthak Shobdo – PDF
শব্দের বানানের সাধারণ ভুল
১. আ-কার হয় না -ব্যবহার, ব্যথা, ব্যঙ্গ, ব্যবস্থা, ত্যক্ত, ব্যতিক্রম।
২. আ-কার যুক্ত – ব্যাস, ত্যাগ, ব্যাখ্যা, ব্যায়াম।
৩. হ্রস্ব-ই কার যুক্ত – প্রকৃতি, অঙ্গুলি, নাগরিক, বাড়ি, গাড়ি, বাঙালি, হিন্দি, দাবি, অবনতি, প্রতিযােগিতা, মুনি, মণি, পাখি, সত্যি, দিন, দরিদ্র, শিগগিরি, ভিখিরি, নিসপিস, বলি, বিশ, পাটনি, ছিপছিপে, শক্তি।
৪. দীর্ঘ-ঈকার যুক্ত – শীত, মীমাংসা, সীমানা, বৈশাখী, আগামী, ভাগীরথী, গাণ্ডীব, প্রবাসী, কুমারী, অন্তর্যামী, অল্পভাষী, অনুগামী, দোভাষী, শতাব্দী, ঈশ্বরী, সাক্ষী, শ্রীমতী, সখী।
৫. দুটি হ্রস্ব ই-কার যুক্ত – মিলিত, পাণিনি, নির্নিমেষ, চিকিৎসা, অতিথি, বিকিরণ, কাহিনি।
৬. দীর্ঘ ঊ-কার যুক্ত – সূর্য, ময়ূর, ধূসর, নিগূঢ়, চূষ্য, ব্যূহ, ধূলি, পূর্ব, ভূয়ােদশী, অভূতপূর্ব, সূত, দূষণীয়, মূর্খ, ধূর্ত, সূত্র, কৌতূহল, কটূক্তি, প্রসূত, প্রসূতি।
৭. শুধু হ্রস্ব উ-কার যুক্ত – দুর্গা, দুর্বল, ভঙ্গুর, দুর্দম, মধুপ, মুনি, কৌতুক, পুণ্য, মুখর, ভুবন, অনুপ, রেণু।
৮. হ্রস্ব উ-কার দীর্ঘ ঊ-কারের ক্রম – মুমূর্ষ, দুরূহ, মুহূর্ত, আনুপূর্বিক।
৯. হ্রস্ব ই-কার দীর্ঘ ঈ-কারের ক্রম – নিমীলিত, বিভীষিকা, পিপীলিকা, কিরীটিনি, বিভীষণ।
১০. ও-কার যুক্ত – ভৌগােলিক, তিলােত্তমা, বন্দ্যোপাধ্যায়, মুখােপাধ্যায়, চট্টোপাধ্যায়, পৌরােহিত্য।
১১. ‘ং কারের পরিবর্তে ‘ঙ্গ’ হয় : পিঙ্গল, অঙ্গ, সঙ্গ, বঙ্গ, বাঙ্গালী, মঙ্গল।
১২. ‘খ’ না হয়ে ‘ক্ষ’ হয় – আকাঙ্খা, উচ্চাকাঙ্খা।
১৩. ক্ষ-এ ম-ফলা যুক্ত হয় – সূক্ষ্ম ,লক্ষ্মণ ,লক্ষ্মী ।
১৪. ‘ট’ না হয়ে ঠ’ হয় – গোষ্ঠী,কনিষ্ঠ, ঘনিষ্ঠ, হঠাৎ, লঘিষ্ঠ। ( ব্যতিক্রম – মুষ্টি, বৈশিষ্ট্য )
১৫. ‘ন’ না হয়ে ‘ণ’ হবে – সায়ণ, কারণ, রামায়ণ, স্মরণ, পুণ্য, পাণিনি।
১৬. খণ্ড ৎ হয় – সত্যজিৎ, অভিজিৎ, ইন্দ্রজিৎ, ধুলিসাৎ, হঠাৎ, কিঞ্চিৎ, অকস্মাৎ। বিশেষভাবে মনে রাখতে হবে, ‘উচিত’ বানানটি সঠিক, ‘উচিৎ’ ভুল।
১৭. য-ফলা যুক্ত হয় – বৈচিত্র্য, স্বাতন্ত্র্য, বৈশিষ্ট্য, স্বাস্থ্য, জৈষ্ঠ্য,দারিদ্র্য।
১৮. ব-ফলা যুক্ত হয় : উজ্জ্বল, সরস্বতী, শাশ্বত, দ্বন্দ্ব, দ্বিধা।
১৯. ষ্ট না হয়ে স্ট হয় : স্ট্রিট, স্টিমার, স্টোর, স্টেশন।
২০. সন্ধির ভুল : হৃৎপিণ্ড, আপৎকালীন, হৃৎকম্প।
আশা করি এই সাধারণ ভুলগুলি এবারে তোমরা আর করবে না। দেখে নেওয়া যাক আরও কিছু শুদ্ধ-অশুদ্ধ বানানের উদাহরণ।
দেখে নাও : ১০০০+ এক কথায় প্রকাশ – বাক্য সংকোচন – PDF – বাংলা ব্যাকরণ
অ-কার ও আ-কার ঘটিত শুদ্ধাশুদ্ধি :
অ-কার ও আ-কার ঘটিত কিছু অশুদ্ধ ও শুদ্ধ বানানের তালিকা দেওয়া রইলো। এই অশুদ্ধ বানানগুলি আমরা না জেনেই ক্রমাগত ব্যবহার করে থাকি।
| অশুদ্ধ | শুদ্ধ |
|---|---|
| আমাবস্যা | অমাবস্যা |
| অনুমানিক | আনুমানিক |
| সাম্রাজ্ঞী | সম্রাজ্ঞী |
| অজাগর | অজগর |
| জাহান্নম | জাহান্নাম |
| জাতাশৌচ | জাতশৌচ |
| নয়নজুলি | নয়ানজুলি |
| আরাম্ভ | আরম্ভ |
| অনাটন | অনটন |
| মাধুরিমা | মধুরিমা |
| দুরাবস্থা | দুরবস্থা |
| চিঠিচাপাটি | চিঠি চাপাটি |
| ঘূর্ণয়মান | ঘূর্ণায়মান |
দেখে নাও : ৫৫০+ পদ পরিবর্তন তালিকা । পদান্তর । Pod Poriborton – PDF Download
অ-কার ও ও-কার ঘটিত শুদ্ধাশুদ্ধি :
অ-কার ও ও-কার ঘটিত কিছু অশুদ্ধ ও শুদ্ধ বানানের তালিকা দেওয়া রইলো
| অশুদ্ধ | শুদ্ধ |
|---|---|
| ভৌগলিক | ভৌগােলিক |
| কথপােকথন | কথােপকথন |
| ওতােপ্রােত | ওতপ্রােত |
| নীরােদ | নীরদ |
| আরহণ | আরােহণ |
| তরওয়াল / তরোয়াল | তলােয়ার |
| পৌরহিত্য | পৌরােহিত্য |
| পরপােকার | পরোপকার |
| অপগণ্ড | অপােগণ্ড |
| আলচ্য | আলোচ্য |
| উপোযােগী | উপযােগী |
| গোলকনাথ | গোলােকনাথ |
| আপমর | আপামর |
| ঝড়াে | ঝোড়াে |
| পুরনাে | পুরােনাে |
| নারকোল | নারকেল |
দেখে নাও : কারক কাকে বলে ? বিভিন্ন প্রকার কারক ও উদাহরণ
ই-কার ও ঈ-কার ঘটিত শুদ্ধাশুদ্ধি :
ই-কার ও ঈ-কার ঘটিত কিছু অশুদ্ধ ও শুদ্ধ বানানের তালিকা দেওয়া রইলো।
| অশুদ্ধ | শুদ্ধ |
|---|---|
| পিপিলিকা | পিপীলিকা |
| সারথী | সারথি |
| অঞ্জলী | অঞ্জলি |
| দাশরথী | দাশরথি |
| নিরব | নীরব |
| বাল্মিকী | বাল্মীকি |
| কৃষিজীবি | কৃষিজীবী |
| ইদানিং | ইদানীং |
| একাদশি | একাদশী |
| বীভীষিকা | বিভীষিকা |
| সুধিগণ | সুধীগণ |
| স্নেহাশীষ | স্নেহাশিস |
| ভাগিরথি | ভাগীরথী |
| নীরিহ | নিরীহ |
| সমিচিন | সমীচীন |
| শারিরিক | শারীরিক |
| তাঁতী | তাঁতি |
| মিমাংসা | মীমাংসা |
| দধিচি | দধীচি |
| কালীদাস | কালিদাস |
| আশির্বাদ | আশীর্বাদ |
| মেধাবি | মেধাবী |
| কালিপদ | কালীপদ |
| মুরারী | মুরারি |
| কলশী | কলসী |
| অভীশ্রুতি | অভিশ্রুতি |
দেখে নাও : Bangla Samas PDF | বাংলা সমাস পিডিএফ – বাংলা ব্যাকরণ
উ-কার ও ঊ-কার ঘটিত শুদ্ধাশুদ্ধি :
উ-কার ও ঊ-কার ঘটিত কিছু অশুদ্ধ ও শুদ্ধ বানানের তালিকা দেওয়া রইলো।
| অশুদ্ধ | শুদ্ধ |
|---|---|
| ভূল | ভুল |
| মুহৃর্ত | মুহূর্ত |
| মুমূর্ষ | মুমূর্ষু |
| শুল | শূল |
| উর্ধ্ব | ঊর্ধ্ব |
| দুর্বা | দূর্বা |
| শিসির | শিশির |
| অদ্ভূত | অদ্ভুত |
| গুঢ় | গূঢ় |
| চুষ্য | চূষ্য |
| নুপুর | নূপুর |
| কৌতুহল | কৌতূহল |
| বিদূষী | বিদুষী |
| মধুসুদন | মধুসূদন |
| বিভুতি | বিভূতি |
| দূর্গ | দুর্গ |
| পূণ্য | পুণ্য |
| চূন | চুন |
| বধু | বধূ |
| শুস্রুষা | শুশ্রুষা |
| দুরিত | দূরিত |
| ধুসর | ধূসর |
দেখে নাও : সন্ধি-বিচ্ছেদ – স্বরসন্ধি – Sandhi Viched in Bengali
ট-কার ও ঠ-কার ঘটিত শুদ্ধাশুদ্ধি :
| অশুদ্ধ | শুদ্ধ |
|---|---|
| ঘনিষ্ট | ঘনিষ্ঠ |
| যুধিষ্টির | যুধিষ্ঠির |
| করোঠি | করোটি |
| ধৃষ্ঠ | ধৃষ্ট |
| অনিষ্ঠ | অনিষ্ট |
| হটাৎ | হঠাৎ |
| মুষ্ঠি | মুষ্টি |
| দৃষ্ঠি | দৃষ্টি |
| যথেষ্ঠ | যথেষ্ট |
| তিষ্ট | তিষ্ঠ |
| কুটুরি | কুঠুরি |
দেখে নাও : ৫৫০+ বিপরীতার্থক শব্দ তালিকা । বিপরীত শব্দ তালিকা – PDF
ণ ও ন-কার ঘটিত শুদ্ধাশুদ্ধি :
ণ ও ন-কার ঘটিত কিছু অশুদ্ধ ও শুদ্ধ বানানের তালিকা দেওয়া রইলো।
| অশুদ্ধ | শুদ্ধ |
|---|---|
| শূণ্য | শূন্য |
| ভনিতা | ভণিতা |
| চার্ণক | চার্নক |
| রামায়ন | রামায়ণ |
| আগুণ | আগুন |
| প্রাঙ্গন | প্রাঙ্গণ |
| দুর্ণাম | দুর্নাম |
| মৃণ্ময় | মৃন্ময় |
| কনিকা | কণিকা |
| তরঙ্গিণী | তরঙ্গিনী |
| ফাল্গুণ | ফাল্গুন |
| রসায়ণ | রসায়ন |
| পুন্য | পুণ্য |
| পূর্নিমা | পূর্ণিমা |
| ভ্রাম্যমাণ | ভ্রাম্যমান |
| চিকণ | চিকন |
ত-কার ও থ-কার ঘটিত শুদ্ধাশুদ্ধি :
ত-কার ও থ-কার ঘটিত কিছু অশুদ্ধ ও শুদ্ধ বানানের তালিকা দেওয়া রইলো।
| অশুদ্ধ | শুদ্ধ |
|---|---|
| অস্তি | অস্থি |
| থুতু | থুথু |
| তিস্থা | তিস্তা |
| অস্থিত্ব | অস্তিত্ব |
| বরখাস্থ | বরখাস্ত |
র-কার, ড়-কার ও ঢ়-কার ঘটিত শুদ্ধাশুদ্ধি :
র-কার, ড়-কার ও ঢ়-কার ঘটিত কিছু অশুদ্ধ ও শুদ্ধ বানানের তালিকা দেওয়া রইলো।
| অশুদ্ধ | শুদ্ধ |
|---|---|
| বাড়াবাড়ী | বাড়াবাড়ি |
| শিঙ্গারা | শিঙ্গাড়া |
| চুপিসাড়ে | চুপিসারে |
| ফক্কর | ফক্কড় |
| আষাড় | আষাঢ় |
| গড়ুর | গরুড় |
| থুড়থুড়ে | থুত্থুড়ে |
| দুড়মুশ | দুরমুশ |
| তারাতারি | তাড়াতাড়ি |
| চেঙাড়ি | চেঙারি |
| তুড়কি | তুর্কি |
| পড়া (পরিধান করা অর্থে) পরা (পাঠ করা অর্থে) | পরা পড়া |
| বেড়িয়ে (বহির্গমন অর্থে) বেরিয়ে (ভ্রমণ অর্থে) | বেরিয়ে বেড়িয়ে |
| কোমড় | কোমর |
| বারাবারি | বাড়াবাড়ি |
| তারা (তাগাদা দেওয়া অর্থে) তাড়া (নক্ষত্র অর্থে) | তাড়া তারা |
য-ফলা, ব-ফলা, ম-ফলা ঘটিত শুদ্ধাশুদ্ধি :
য-ফলা, ব-ফলা, ম-ফলা ঘটিত কিছু অশুদ্ধ ও শুদ্ধ বানানের তালিকা দেওয়া রইলো।
| অশুদ্ধ | শুদ্ধ |
|---|---|
| যদ্যাপি | যদ্যপি |
| অদ্যপি | অদ্যাপি |
| অধ্যাবসায় | অধ্যবসায় |
| সন্মুখ | সম্মুখ |
| সন্মান | সম্মান |
| লক্ষী | লক্ষ্মী |
| অত্যান্ত | অত্যন্ত |
| বৈশিষ্ট | বৈশিষ্ট্য |
| সন্নাসী | সন্ন্যাসী |
| বৈচিত্র | বৈচিত্র্য |
| বন্দোপাধ্যায় | বন্দ্যোপাধ্যায় |
| মহত্ব | মহত্ত্ব |
| উজ্জল | উজ্জ্বল |
| সান্তনা | সান্ত্বনা |
| আমাবস্যা | অমাবস্যা |
| সুক্ষ | সূক্ষ্ম |
| ব্যার্থ | ব্যর্থ |
| ত্যজ্য | ত্যাজ্য |
| বুৎপত্তি | ব্যুৎপত্তি |
| সত্ত্বা সত্ব | সত্তা (যেমন, জাতিসত্তা – অস্তিত্ব অর্থে) সত্ত্ব (যেমন, সত্ত্বগুণ – সারবত্তা অর্থে) |
| সন্মেলন | সম্মেলন |
| যক্ষা | যক্ষ্মা |
| বিদ্যান | বিদ্বান |
শ-কার, ষ-কার ও স-কার ঘটিত শুদ্ধাশুদ্ধি :
শ-কার, ষ-কার ও স-কার ঘটিত কিছু অশুদ্ধ ও শুদ্ধ বানানের তালিকা দেওয়া রইলো।
| অশুদ্ধ | শুদ্ধ |
|---|---|
| প্রচেস্টা | প্রচেষ্টা |
| তিরষ্কার | তিরস্কার |
| শষ্য | শস্য |
| সুসুপ্তি | সুষুপ্তি |
| প্রোটেষ্টান্ট | প্রোটেস্টান্ট |
| শিস্য | শিষ্য |
| তামাসা | তামাশা |
| পরিস্কার | পরিষ্কার |
| কল্যানীয়েসু (পুং) কল্যানীয়াষু (স্ত্রী) | কল্যাণীয়েষু (পুং) কল্যাণীয়াসু (স্ত্রী) |
| গােস্পদ | গােষ্পদ |
| আবিস্কার | আবিষ্কার |
| তফসিল | তফশিল |
| পুরস্কার | পুরষ্কার |
| আনুসঙ্গিক | আনুষঙ্গিক |
| ভষ্ম | ভস্ম |
| দুর্বিসহ | দুর্বিষহ |
| খ্রিস্ট | খ্রিষ্ট (যীশুখ্রিষ্ট) |
| সামিয়ানা | শামিয়ানা |
কৃৎ-তদ্ধিত প্রত্যয় ঘটিত শুদ্ধাশুদ্ধি :
কৃৎ-তদ্ধিত প্রত্যয় ঘটিত কিছু অশুদ্ধ ও শুদ্ধ বানানের তালিকা দেওয়া রইলো।
| অশুদ্ধ | শুদ্ধ |
|---|---|
| দোষণীয় | দূষণীয় |
| উৎকর্ষতা | উৎকর্ষ |
| সখ্যতা | সখ্য |
| রুচিবান্ | রুচিমান |
| পৈত্রিক | পৈতৃক |
| বাহ্যিক | বাহ্য |
| সমৃদ্ধশালী | সমৃদ্ধ, সমৃদ্ধিশালী |
| অনুদিত | অনূদিত |
| ঐক্যমত | ঐক্যমত্য |
| লক্ষ্যণীয় | লক্ষণীয় |
| আয়ত্তাধীন | আয়ত্ত / অধীন |
| প্রসারতা | প্রসার |
| ঐক্যতান | ঐকতান |
স্ত্রী-প্রত্যয় ঘটিত শুদ্ধাশুদ্ধি :
স্ত্রী-প্রত্যয় ঘটিত কিছু অশুদ্ধ ও শুদ্ধ বানানের তালিকা দেওয়া রইলো।
| অশুদ্ধ | শুদ্ধ |
|---|---|
| নিরপরাধী (পুং) নিরপরাধিনী (স্ত্রী) | নিরপরাধ (পুং) নিরপরাধা (স্ত্রী) |
| সুবদনী | সুবদনা |
| গায়কী | গায়িকা |
| অর্ধাঙ্গিনী | অর্ধাঙ্গী |
| অপ্সরী | অপ্সরা |
| অনাথিনী | অনাথা |
| রজকিনী | রজকী |
| নিরপরাধিনী | নিরপরাধা |
| সুকেশিনী | সুকেশী |
| ত্রিনয়নী | ত্রিনয়না |
| নেত্রীবৃন্দ | নেতৃবৃন্দ |
| নিরভিমানিনী | নিরভিমানা |
উচ্চারণের বিকার ঘটিত শুদ্ধাশুদ্ধি :
উচ্চারণের বিকার ঘটিত কিছু অশুদ্ধ ও শুদ্ধ বানানের তালিকা দেওয়া রইলো।
| অশুদ্ধ | শুদ্ধ |
|---|---|
| কাগ | কাক |
| ঋষিকেশ | হৃষীকেশ |
| কুৎসিৎ | কুৎসিত |
| অরুন্ধুতি | অরুন্ধতী |
| ছমছমে | ছমছম |
| হাঁসি | হাসি |
| বেদাংগ | বেদাঙ্গ |
| শাগ | শাক |
| সাহার্য্য | সাহায্য |
| আকাংখা / হিতাকাংক্ষী | আকাঙ্ক্ষা / হিতাকাঙ্ক্ষী |
| কাঁচ | কাচ |
| গড্ডালিকা | গড্ডলিকা |
| চিৎপাৎ | চিৎপাত |
| কিম্বা | কিংবা |
| উচিৎ | উচিত |
| মেঘনাধ | মেঘনাদ |
| মাগ | মাঘ |
| বীজাণু | জীবাণু |
সন্ধি ঘটিত শুদ্ধাশুদ্ধি :
সন্ধি ঘটিত কিছু অশুদ্ধ ও শুদ্ধ বানানের তালিকা দেওয়া রইলো।
| অশুদ্ধ | শুদ্ধ |
|---|---|
| দিবলােক | দ্যুলোক |
| পরিক্ষা | পরীক্ষা |
| দূরাদৃষ্ট | দূরদৃষ্ট |
| বয়জ্যেষ্ঠ | বয়ােজ্যেষ্ঠ |
| লজ্জাস্কর | লজ্জাকর |
| উপরিউপরি | উপর্যুপরি |
| শিরচ্ছেদ | শিরশ্ছেদ |
| দিগেন্দ্র | দিগিন্দ্র |
| মনোকষ্ট | মনঃকষ্ট |
| চলৎশক্তি | চলচ্ছক্তি |
| চক্ষুরোগ | চক্ষূরোগ |
| অনুমত্যানুসারে | অনুমত্যনুসারে |
| মনমোহন | মনোমোহন |
| বয়োকনিষ্ঠ | বয়ঃকনিষ্ঠ |
| স্বতোসিদ্ধ | স্বতঃসিদ্ধ |
| বাগেশ্বরী | বাগীশ্বরী |
| পর্যাটন | পর্যটন |
| নভোচর | নভশ্চর |
| তড়িৎচুম্বক | তড়িচ্চুম্বক |
সমাসঘটিত শুদ্ধাশুদ্ধি :
সমাসঘটিত কিছু অশুদ্ধ ও শুদ্ধ বানানের তালিকা দেওয়া রইলো।
| অশুদ্ধ | শুদ্ধ |
|---|---|
| মামাবাড়ি | মামারবাড়ি |
| মুদিদোকান | মুদির-দোকান |
| শ্রীমদ্ভাগবদগীতা | শ্রীমদ্ভগবদ্গীতা |
| শশীভূষণ | শশিভূষণ |
| নির্দোষী | নির্দোষ |
| অহোরাত্রি | অহোরাত্র |
| কমলাক্ষি | কমলাক্ষ |
| সবিনয়পূর্বক | বিনয়পূর্বক |
| সলজ্জিত | সলজ্জ, লজ্জিত |
| মুগডাল | মুগের-ডাল |
| দেবীদাস | দেবিদাস |
| ষষ্টদশ | ষোড়শ |
| সুবুদ্ধিমান | সুবুদ্ধি, বুদ্ধিমান |
| পক্ষীশাবক | পক্ষিশাবক |
Download Section
- File Name : শুদ্ধ ও অশুদ্ধ বানান তালিকা – নিয়ম – PDF – বাংলা ব্যাকরণ – বাংলা কুইজ
- File Size :
- No. of Pages : 15
- Format : PDF
- Language : Bengali
- Subject : Bengali Grammar
To check our latest Posts - Click Here









PDF is very important!! As it is an important part of bengali grammer
Will be provided very soon.