
Table of Contents
মৌলিক সংখ্যা কাকে বলে ? ১ থেকে ১০০ মৌলিক সংখ্যার ছক
বন্ধুরা চলো আজ গণিতের এই ছোট্ট বিষয়টির সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য জেনে নিই। তো মৌলিক সংখ্যা সম্পর্কে এই ছোট্ট পোস্টটি শুরু করা যাক। 1 to 100 Prime Number List । Moulik Sonkhya ।
মৌলিক সংখ্যা কাকে বলে?
যে সমস্ত সংখ্যা কেবলমাত্র ১ ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ যে সমস্ত সংখ্যার ১ এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই তাদের মৌলিক সংখ্যা বলে।
উদাহরণ : ২, ৩, ৫, ৭ ইত্যাদি।
ব্যাখ্যা : ধরা যাক ৭ একটি স্বাভাবিক সংখ্যা। এবার দেখা যাচ্ছে ৭ কে কেবল ১ ও ৭ দ্বারাই ভাগ করা যাই অর্থাৎ ৭ কেবল ১ ও ৭ দ্বারা বিভাজ্য এবং উৎপাদকে বিশ্লেষণ করলে ৭ কে কেবল ১ x ৭ আকারেই প্রকাশ করা যায় অর্থাৎ ৭ ও ১ ছাড়া ৭ এর অন্য কোনো উৎপাদক নেই, তাই বলা যায় ৭ একটি মৌলিক সংখ্যা।
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যার ছক :
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যার তালিকা নিচে দেওয়া রইলো ।
দশকের ঘর | মৌলিক সংখ্যা সমূহ | মৌলিক সংখ্যার পরিমান |
---|---|---|
১ থেকে ১০ | ২, ৩, ৫, ৭, | ৪টি |
১১ থেকে ২০ | ১১, ১৩, ১৭, ১৯ | ৪টি |
২১ থেকে ৩০ | ২৩, ২৯ | ২টি |
৩১ থেকে ৪০ | ৩১, ৩৭ | ২টি |
৪১ থেকে ৫০ | ৪১, ৪৩, ৪৭ | ৩টি |
৫১ থেকে ৬০ | ৫৩, ৫৯ | ২টি |
৬১ থেকে ৭০ | ৬১, ৬৭ | ২টি |
৭১ থেকে ৮০ | ৭১, ৭৩, ৭৯ | ৩টি |
৮১ থেকে ৯০ | ৮৩, ৮৯ | ২টি |
৯১ থেকে ১০০ | ৯৭ | ১টি |
মৌলিক সংখ্যার কিছু গুরুত্বপূর্ণ তথ্য :
- ১ থেকে ১০০-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে ২৫টি।
- ২ অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি হল – ৯৭।
- ৩ অংকের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি হল – ১০১।
- ৩ অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি হল – ৯৯৭।
- ১ থেকে ২০০ এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে – ৪৬ টি।
- ১ থেকে ১০০০ এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে – ১৬৮ টি।
মৌলিক সংখ্যা নির্ণয়ের সহজ উপায় :
- ১ থেকে ১০০ এর মধ্যে কোনো সংখ্যা মৌলিক কি না জানার জন্য প্রদত্ত সংখ্যাটিকে ১ ও ১০ এর মধ্যস্থিত মৌলিক সংখ্যাগুলি দ্বারা অর্থাৎ ২, ৩, ৫, ৭ দ্বারা ভাগ করে দেখতে হবে। যদি ভাগশেষ শূন্য (০) না হয় অর্থাৎ ২, ৩, ৫, ৭ দ্বারা বিভাজ্য না হয় তবে সংখ্যাটি মৌলিক।
- ১০০ থেকে ২০০ এর মধ্যে কোনো সংখ্যা মৌলিক কিনা দেখতে গেলে প্রদত্ত সংখ্যাটিকে ১ ও ২০ এর মধ্যস্থিত মৌলিক সংখ্যাগুলি দ্বারা অর্থাৎ ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯ দ্বারা ভাগ করে দেখতে হবে। যদি ভাগশেষ শূন্য (০) না হয় তবে প্রদত্ত সংখ্যাটি মৌলিক সংখ্যা।
To check our latest Posts - Click Here