Math

মৌলিক সংখ্যা কাকে বলে ? ১ থেকে ১০০ মৌলিক সংখ্যার ছক

Prime Numbers : 1 to 100 Prime Number List

মৌলিক সংখ্যা কাকে বলে ? ১ থেকে ১০০ মৌলিক সংখ্যার ছক

 বন্ধুরা চলো আজ গণিতের এই ছোট্ট বিষয়টির সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য জেনে নিই। তো মৌলিক সংখ্যা সম্পর্কে এই ছোট্ট পোস্টটি শুরু করা যাক।  1 to 100 Prime Number ListMoulik Sonkhya

মৌলিক সংখ্যা কাকে বলে?

যে সমস্ত সংখ্যা কেবলমাত্র ১ ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ যে সমস্ত সংখ্যার ১ এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই তাদের মৌলিক সংখ্যা বলে। 

উদাহরণ : ২, ৩, ৫, ৭ ইত্যাদি। 

ব্যাখ্যা : ধরা যাক ৭ একটি স্বাভাবিক সংখ্যা। এবার দেখা যাচ্ছে ৭ কে কেবল ১ ও ৭ দ্বারাই ভাগ করা যাই অর্থাৎ ৭ কেবল ১ ও ৭ দ্বারা বিভাজ্য এবং উৎপাদকে বিশ্লেষণ করলে ৭ কে কেবল ১ x ৭ আকারেই প্রকাশ করা যায় অর্থাৎ ৭ ও ১ ছাড়া ৭ এর অন্য কোনো উৎপাদক নেই, তাই বলা যায় ৭ একটি মৌলিক সংখ্যা। 

১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যার ছক :

১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যার তালিকা নিচে দেওয়া রইলো ।

দশকের ঘরমৌলিক সংখ্যা সমূহ মৌলিক সংখ্যার পরিমান 
১ থেকে ১০২, ৩, ৫, ৭,৪টি 
১১ থেকে ২০১১, ১৩, ১৭, ১৯৪টি 
২১ থেকে ৩০২৩, ২৯২টি 
৩১ থেকে ৪০৩১, ৩৭২টি 
৪১ থেকে ৫০৪১, ৪৩, ৪৭৩টি 
৫১ থেকে ৬০৫৩, ৫৯২টি 
৬১ থেকে ৭০৬১, ৬৭২টি 
৭১ থেকে ৮০৭১, ৭৩, ৭৯৩টি 
৮১ থেকে ৯০৮৩, ৮৯২টি
৯১ থেকে ১০০৯৭১টি 
Moulik Sonkhya

মৌলিক সংখ্যার কিছু গুরুত্বপূর্ণ তথ্য :

  • ১ থেকে ১০০-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে ২৫টি। 
  • ২ অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি হল – ৯৭। 
  • ৩ অংকের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি হল – ১০১। 
  • ৩ অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি হল – ৯৯৭। 
  • ১ থেকে ২০০ এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে – ৪৬ টি। 
  • ১ থেকে ১০০০ এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে – ১৬৮ টি। 
মৌলিক সংখ্যা : ১- ১২০
মৌলিক সংখ্যা : ১- ১২০

মৌলিক সংখ্যা নির্ণয়ের সহজ উপায় :

  • ১ থেকে ১০০ এর মধ্যে কোনো সংখ্যা মৌলিক কি না জানার জন্য প্রদত্ত সংখ্যাটিকে ১ ও ১০ এর মধ্যস্থিত মৌলিক সংখ্যাগুলি দ্বারা অর্থাৎ ২, ৩, ৫, ৭ দ্বারা ভাগ করে দেখতে হবে। যদি ভাগশেষ শূন্য (০) না হয় অর্থাৎ ২, ৩, ৫, ৭ দ্বারা বিভাজ্য না হয় তবে সংখ্যাটি মৌলিক। 
  • ১০০ থেকে ২০০ এর মধ্যে কোনো সংখ্যা মৌলিক কিনা দেখতে গেলে প্রদত্ত সংখ্যাটিকে ১ ও ২০ এর মধ্যস্থিত মৌলিক সংখ্যাগুলি দ্বারা অর্থাৎ ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯ দ্বারা ভাগ করে দেখতে হবে। যদি ভাগশেষ শূন্য (০) না হয় তবে প্রদত্ত সংখ্যাটি মৌলিক সংখ্যা। 

দেখে নাও :

বীজগণিতের সূত্র সমূহ : বীজগণিতের সকল সূত্র একসাথে
ত্রিকোণমিতির সকল সূত্র সমূহ –  ত্রিকোণমিতির ফর্মুলা
পরিমিতির গুরুত্বপূর্ণ সূত্র । Porimiti Math Formula in Bengali

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button