Daily Current Affairs in BengaliCurrent Affairs

6th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

6th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৬ই মার্চ  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 6th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কে সম্প্রতি এশিয়ান গেমসের ট্রায়াল খেলার জন্য সর্বকনিষ্ঠ এবং একমাত্র বেসামরিক অশ্বারোহী ক্রীড়াবিদ (equestrian athlete) হয়েছেন?

(A) শশাঙ্ক সিং কাটারিয়া
(B) তাজিন্দরপাল সিং তূর
(C) অবিনাশ সাবলে
(D) সন্দীপ কুমার

উত্তর :
(A) শশাঙ্ক সিং কাটারিয়া

  • তিনি ২২-২৭ ফেব্রুয়ারী, ২০২২ পর্যন্ত RVC মিরাট আয়োজিত ‘National Equestrian Championship Advanced Dressage’-এ বেশ কয়েকটি যোগ্যতা অর্জন করেছেন।
  • তিনি অ্যাডভান্সড ড্রেসেজে একটি স্বর্ণপদক এবং প্রাথমিক ড্রেসেজে একটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

২. জম্মু ও কাশ্মীর পর্যটন বিভাগের সহযোগিতায় ভারতীয় সেনাবাহিনীর ড্যাগার ডিভিশন নিচের কোন স্থানে সম্প্রতি তিন দিনব্যাপী শীতকালীন উৎসবের (winter festival) উদ্বোধন করেছে?

(A) সোনামার্গ
(B) গুলমার্গ
(C) ডোডা
(D) পাহলগাম

উত্তর :
(B) গুলমার্গ

  • ভারতীয় সেনাবাহিনীর ড্যাগার ডিভিশন জম্মু ও কাশ্মীর পর্যটন বিভাগের সহযোগিতায় ৪ঠা মার্চ ২০২২-এ গুলমার্গে তিন দিনের শীতকালীন উৎসবের উদ্বোধন করেছিল।
  • উৎসবের উদ্বোধন করেন জেনারেল অফিসার কমান্ডিং (GOC) ১৯ পদাতিক ডিভিশনের অজয় চাঁদপুরী।
  • এই অনুষ্ঠান ৬ই মার্চ-এ শেষ হল।

৩. কোন বিশ্ববিদ্যালয়ে কেরালা পুলিশকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা অ্যানালিটিক্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে?

(A) IIT পালাক্কাদ
(B) কেরালার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়
(C) ডিজিটাল ইউনিভার্সিটি কেরালা
(D) কেরালা বিশ্ববিদ্যালয়

উত্তর :
(C) ডিজিটাল ইউনিভার্সিটি কেরালা

  • কেরালা পুলিশকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা অ্যানালিটিক্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
  • দেশের প্রথম অন-ক্যাম্পাস ডিজিটাল ইউনিভার্সিটি -‘ডিজিটাল ইউনিভার্সিটি কেরালা’।
  • কেরালার পল্লীপুরমে DUK-এর ক্যাম্পাসে এই প্রশিক্ষণ চালু করা হয়েছে।

৪. নিচের কোন কোম্পানি সম্প্রতি দেশের “বৃহত্তম এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ বহুমুখী গন্তব্য”-এর উদ্বোধন করতে চলেছে?

(A) Adani Group
(B) Reliance Industries Ltd
(C) Tata Group
(D) Hindustan Unilever

উত্তর :
(B) Reliance Industries Ltd

  • রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের বৃহত্তম এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ বহুমুখী গন্তব্য – ‘জিও ওয়ার্ল্ড সেন্টার’ এর উদ্বোধন করবে।
  • ভারতে এই ধরনের প্রথম গন্তব্য, ‘Jio World Centre’-এ রয়েছে একটি সাংস্কৃতিক কেন্দ্র, অত্যাধুনিক কনভেনশন সুবিধা এবং আরও অনেক কিছু।

৫. কোন শহরে সম্প্রতি দুই দিনব্যাপী ‘Study in India (SII) 2022’ সভার উদ্বোধন করা হয়েছে?

(A) কাঠমান্ডু
(B) মেল্
(C) ঢাকা
(D) ইসলামাবাদ

উত্তর :
(C) ঢাকা

  • দুই দিনব্যাপী ‘স্টাডি ইন ইন্ডিয়া (SII) ২০২২’ সভাটি ৪ঠা মার্চ ২০২২-এ ঢাকায় উদ্বোধন করা হয়েছিল।
  • স্টাডি ইন ইন্ডিয়া প্রোগ্রাম একটি ফ্ল্যাগশিপ প্রকল্প যা শিক্ষা মন্ত্রণালয় ২০১৮ সালে চালু করেছে।
  • এটি SAARC, আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত ১৫০ টিরও বেশি দেশের ছাত্রদের ভারতে শিক্ষাগ্রণের জন্য আকর্ষণ করেছে।

৬. রেলওয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি রেল দুর্ঘটনা এড়াতে দেশীয় ভাবে উন্নত একটি সিস্টেমের সংঘর্ষবিরোধী পরীক্ষা (anti-collision test) সফল হয়েছে বলে জানিয়েছেন। এই দেশীয় সিস্টেমটির নাম কি?

(A) Suraksha
(B) Shield
(C) Safe boost
(D) Kavach

উত্তর :
(D) Kavach

  • রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন যে রেল দুর্ঘটনা এড়াতে দেশীয় উন্নত সিস্টেম পরীক্ষা করার জন্য ভারতীয় রেলের দ্বারা পরিচালিত ‘কবচ’ সিস্টেম, সংঘর্ষবিরোধী পরীক্ষায় সফল হয়েছে।
  • তিনি ৪ঠা মার্চ ২০২২-এ সেকেন্দ্রাবাদের কাছে টেস্টের সাইট পরিদর্শন করেছিলেন।

৭. ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সচিব (Commerce Secretary) পর্যায়ের বৈঠক সম্প্রতি কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?

(A) খুলনা
(B) মুম্বাই
(C) ঢাকা
(D) নতুন দিল্লি

উত্তর :
(D) নতুন দিল্লি

  • ২০২২ সালের ৪ঠা মার্চ নয়াদিল্লিতে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
  • ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাণিজ্য সচিব বি.ভি.আর. সুব্রহ্মণ্যম এবং বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

৮. বিভিন্ন রোগ থেকে ফসলকে রাখা করার জন্য কোন IIT এর গবেষকরা সম্প্রতি বিয়োডিগ্রেডেবল ন্যানো পার্টিকেলের উদ্ভাবন করেছে?

(A) IIT খড়গপুর
(B) IIT কানপুর
(C) IIT দিল্লী
(D) IIT মাদ্রাজ

উত্তর :
(B) IIT কানপুর
হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় এবং IIT-কানপুরের বিজ্ঞানী এবং গবেষকরা এই অভিনব ন্যানো পার্টিকেল-ভিত্তিক বায়ো-ডিগ্রেডেবল-কার্বনয়েড-মেটাবোলাইট (BIODCM) যা কৃষি ফসলকে রোগজীবাণু থেকে রক্ষা করতে পারে |

৯. সম্প্রতি প্রকাশিত ২০২১ সালের ‘Sustainable Development Index’-এ ভারতের স্থান কত?

(A) ১২০
(B) ১৩০
(C) ১৪০
(D) ১৫২

উত্তর :
(A) ১২০

  • WHO এই রিপোর্টটি প্রকাশ করেছে।
  • এই ইনডেক্সে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে ফিনল্যাণ্ড, সুইডেন ও ডেনমার্ক।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button