Daily Current Affairs in BengaliCurrent Affairs

15th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

15th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৫ই মার্চ – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 15th March Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 14th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. আরালম বন্যপ্রাণী অভয়ারণ্যে ১৬১টি নতুন প্রজাতির পাখি শনাক্ত করা হয়েছে৷ আরালম বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত?

(A) কর্ণাটক
(B) অন্ধ্র প্রদেশ
(C) তামিলনাড়ু
(D) কেরালা

উত্তর
(D) কেরালা

  • প্রায় ৬০ জন পাখি পর্যবেক্ষক তিন দিনের পক্ষী শুমারিতে অংশ নিয়েছিলেন, যা ১০ই মার্চ শুরু হয়েছিল এবং ১৩ই মার্চ ২০২৩ এ শেষ হয়েছিল।

২. SIPRI রিপোর্ট অনুসারে, কোন দেশ ২০২২ সালে বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক ছিল?

(A) আমেরিকা
(B) ভারত
(C) সৌদি আরব
(D) সংযুক্ত আরব আমিরাত

উত্তর
(B) ভারত

  • স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI) ২০২৩ সালের রিপোর্ট অনুসারে ভারত ২০২২ সালে বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক ছিল।
  • প্রতিবেদন অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্র গত পাঁচ বছরে বিশ্বের শীর্ষ সামরিক রপ্তানিকারক ছিল, যা বিশ্ব রপ্তানির ৪০% এর জন্য দায়ী, তারপরে রাশিয়া (১৬%), ফ্রান্স (১১%)।

৩. যুক্তরাষ্ট্র ও ব্রিটেন কোন দেশকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন প্রদানের পরিকল্পনা ঘোষণা করেছে?

(A) ইউক্রেন
(B) পাকিস্তান
(C) অস্ট্রেলিয়া
(D) বেলারুশ

উত্তর
(C) অস্ট্রেলিয়া

  • মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ব্রিটেন অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত আক্রমণকারী সাবমেরিন সরবরাহ করার পরিকল্পনা করেছে।
  • মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সাথে এই চুক্তিটি ইতিহাসে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা সক্ষমতায় সবচেয়ে বড় একক বিনিয়োগ।

৪. শিক্ষা মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট অনুসারে কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম?

(A) অরুণাচল প্রদেশ
(B) মধ্য প্রদেশ
(C) বিহার
(D) রাজস্থান

উত্তর
(C) বিহার

  • শিক্ষা মন্ত্রকের মতে বিহারে (৬১.৮ শতাংশ) সর্বনিম্ন সাক্ষরতা রয়েছে, তারপরে অরুণাচল প্রদেশ (৬৫.৩ শতাংশ) এবং রাজস্থান (৬৬.১ শতাংশ) রয়েছে৷
  • গ্রামীণ ভারতে সাক্ষরতার হার ৬৭.৭৭ শতাংশ এবং শহর ভারতে ৮৪.১১ শতাংশ।
  • কেরালায় সাক্ষরতার হার সর্বাধিক (৯৪ শতাংশ) তারপরে লাক্ষাদ্বীপ (৯১.৮৫) এবং মিজোরাম (৯১.৩৩ শতাংশ)।

৫. সম্প্রতি কে ৩ মাসের জন্য ভারতীয় জীবন বীমা কর্পোরেশনের (LIC) অন্তর্বর্তী চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন?

(A) রাজেশ মালহোত্রা
(B) সিদ্ধার্থ মোহান্তি
(C) আরএস রিন
(D) শৈলেশ পাঠক

উত্তর
(B) সিদ্ধার্থ মোহান্তি

  • বর্তমানে তিনি LIC হাউজিং ফাইন্যান্সের MD এবং CEO।
  • LIC দেশের বৃহত্তম জীবন বীমাকারী এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম জীবন বীমাকারী।

৬. ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেক্স-এ সবচেয়ে দূষিত দেশের তালিকায় ভারতের স্থান কত?

(A) ষষ্ঠম
(B) দশম
(C) ৮ তম
(D) ১৫ তম

উত্তর
(C) ৮ তম

  • সুইস ফার্ম IQAir সম্প্রতি ‘World Air Quality Report-2022’ প্রকাশ করেছে।
  • এই তালিকায়, ভারতের ৩৯টি শহর শীর্ষ ৫০টি দূষিত শহরের অন্তর্ভুক্ত।
  • গত বছর ভারত পঞ্চম অবস্থানে ছিল।

৭. বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের প্রথম মহিলা লোকো পাইলট হলেন কে?

(A) শিব চৌহান
(B) সুরেখা যাদব
(C) অদিতি সিং
(D) মীরা নায়ক

উত্তর
(B) সুরেখা যাদব

  • এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট সুরেখা যাদব ভারতের সেমি-হাই-স্পিড বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের প্রথম মহিলা লোকো পাইলট হলেন।
  • এই প্রসঙ্গে, সেন্ট্রাল রেলওয়ে জানিয়েছে যে লোকো পাইলট সুরেখা যাদব সোলাপুর স্টেশন এবং মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT) এর মধ্যে সেমি-হাই স্পিড ট্রেনটি পরিচালনা করেছেন।
  • তিনি ১৯৮৮ সালে ভারতের প্রথম মহিলা লোকো পাইলট হয়েছিলেন ৷

৮. বিশ্ব ভোক্তা অধিকার দিবস কবে পালিত হয়?

(A) ১৩ই মার্চ
(B) ১৬ই মার্চ
(C) ১৫ই মার্চ
(D) ১৪ই মার্চ

উত্তর
(C) ১৫ই মার্চ

  • প্রতি বছর ১৫ই মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়।
  • এ বছর থিম হচ্ছে ‘Empowering Consumers at the Speed of Clean Energy’।
  • ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালিত হয়।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button