Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ১২৪

General Awareness MCQ – Set 124

২৬৫১. কঠিন বর্জ্যের উপর অভেদ্য উপাদান দিয়ে প্রলেপ দেওয়ার পদ্ধতিকে বলে 

(A) কাপিং (Capping )
(B) এনক্যাপ্সুলেশন (Encapsulation )
(C) ল্যান্ডফিল (Chemical fixation )
(D) কেমিকাল ফিক্সেশন (Landfill )

উত্তর :
(B) এনক্যাপ্সুলেশন (Encapsulation )

২৬৫২. “Scissor” শব্দটি নিম্নলিখিত কোন খেলাটির সাথে সম্পর্কিত ?

(A) হকি
(B) বক্সিং
(C) রেসলিং
(D) কবাডি 

উত্তর :
(C) রেসলিং 

২৬৫৩. ব্লিচিং তরল অজৈব দূষকগুলি প্রধানত কোন শিল্প দ্বারা উৎপাদিত হয় ?

  1. কাগজ শিল্প
  2. ইস্পাত শিল্প
  3. খনি

(A) শুধুমাত্র 1
(B) শুধুমাত্র 2
(C) শুধুমাত্র 3
(D) 1 এবং 2 

উত্তর :
(A) শুধুমাত্র 1

২৬৫৪. রানা সঙ্গ ১৫২৭ খ্রিস্টাব্দে কোন যুদ্ধে বাবরের কাছে পরাজিত হয়েছিলেন ?

(A) পানিপথ
(B) হলদিঘাট
(C) চৌসা
(D) খানুয়া 

উত্তর :
(D) খানুয়া 

২৬৫৫. “Untouchable” বইটি লিখেছেন 

(A) মুন্সি প্রেমচাঁদ
(B) সরোজিনী নাইডু
(C) নটবর সিং
(D) মুলক রাজ্ আনন্দ 

উত্তর :
(D) মুলক রাজ্ আনন্দ 

২৬৫৬. আমেরিকার স্বাধীনতা দিবস কোন দিনটিতে পালন করা হয় ?

(A) জুন ৪
(B) জুলাই ৪
(C) আগস্ট ৪
(D) মে ৪

উত্তর :
(B) জুলাই ৪

আমেরিকায় স্বাধীনতা ঘোষিত হয়েছিল ১৭৭৬ খ্রিস্টাব্দের ৪ঠা জুলাই ।


২৬৫৭. স্বল্প সুদের নীতি হিসাবে পরিচিত

(A) ইনকাম জেনারেটিং পলিসি (income generating policy )
(B) ইনভেস্ট পলিসি (invest policy )
(C) চিপ মানি পলিসি (cheap money policy )
(D) ডিয়ার মানি পলিসি (dear money policy )

উত্তর :
(C) চিপ মানি পলিসি (cheap money policy )




২৬৫৮. “My Country My Life” বইটির লেখক 

(A) মমতা বন্দ্যোপাধ্যায়
(B) লালকৃষ্ণ আডবাণী
(C) রাঘব বাহল
(D) দামান সিং

উত্তর :
(B) লালকৃষ্ণ আডবাণী 

২৬৫৯. কোন ধাতুর আকরিককে পাতলা সায়ানাইডের দ্রবণ দিয়ে পরিস্রুত করে সেই ধাতু নিষ্কাশন করা হয় ?

(A) সিলভার
(B) টাইটানিয়াম
(C) জিংক
(D) কপার 

উত্তর :
(A) সিলভার 

২৬৬০. কার্বন ডাই অক্সাইড বাতাসে উপস্থিত না থাকলে নিচের কোনটি সম্ভাব্য ফলাফল হতে পারে ?

(A) পৃথিবীর তাপমাত্রা খুব কম হয়ে যাবে
(B) অতিবেগুনী রশ্মি বেশি শোষিত হবে
(C) ইনফ্রারেড রশ্মি বেশি শোষিত হবে
(D) পৃথিবীর তাপমাত্রা খুব বেশি হয়ে যাবে

উত্তর :
(A) পৃথিবীর তাপমাত্রা খুব কম হয়ে যাবে

সাধারণ জ্ঞান MCQ – সেট ১২৩

সাধারণ জ্ঞান MCQ – সেট ১২২

সাধারণ জ্ঞান MCQ – সেট ১২১

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

2 Comments

দেখে নাও
Close
Back to top button