Daily Current Affairs in BengaliCurrent Affairs

9th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

9th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৯ই ফেব্রুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 9th February Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 8th February Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ওকলাহোমা সিটি থান্ডারের বিরুদ্ধে ৩৬তম পয়েন্ট নিয়ে জাতীয় বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (NBA) সর্বকালের শীর্ষস্থানীয় স্কোরার হলেন কে?

(A) স্টিফেন কারি
(B) লেব্রন জেমস
(C) ক্রিস পল
(D) কেলভিন ডুরান্ট

উত্তর
(B) লেব্রন জেমস

  • তিনি মোট ৩৮৩৮৮ পয়েন্ট নিয়ে NBA-তে সর্বোচ্চ স্কোরার হওয়ার জন্য করিম আবদুল জব্বারকে ছাড়িয়ে গেছেন।
  • তিনি ১০টি NBA ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে চারটি NBA শিরোপা জিতেছেন।
  • মাইকেল জর্ডান ৩০.১ সহ NBA ইতিহাসে প্রতি গেমে সর্বাধিক গড় পয়েন্ট করেছেন।

২. কামরান আকমল সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। তিনি কোন দেশের খেলোয়াড়?

(A) বাংলাদেশ
(B) পাকিস্তান
(C) দক্ষিন আফ্রিকা
(D) শ্রীলংকা

উত্তর
(B) পাকিস্তান

  • পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার কামরান আকমল সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন।
  • বর্তমানে তিনি পেশোয়ার জালমির ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।
  • তিনি নভেম্বর ২০০২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন।
  • তিনি পাকিস্তানের হয়ে ৫৩টি টেস্ট, ১৫৭টি ওয়ানডে এবং ৫৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

৩. কানারা ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) ভি রামচন্দ্র
(B) প্রশান্ত আগরওয়াল
(C) অরুণ কোহলি
(D) কে সত্যনারায়ণ রাজু

উত্তর
(D) কে সত্যনারায়ণ রাজু

  • কেন্দ্রীয় সরকার, ৭ই ফেব্রুয়ারী ২০২৩-এ কে সত্যনারায়ণ রাজুকে কানারা ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে নিযুক্ত করেছে।
  • তিনি LV প্রভাকরের স্থলাভিষিক্ত হবেন, যিনি ৩১শে ডিসেম্বর, ২০২২-এ তাঁর পদ থেকে পদত্যাগ করেছিলেন।
  • তিনি ১০ই মার্চ ২০২১ সাল থেকে কানারা ব্যাঙ্কের নির্বাহী পরিচালক হিসাবেও কাজ করেছেন।

৪. জনস হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইয়ুথের “বিশ্বের সবচেয়ে মেধাবী” শিক্ষার্থীদের তালিকায় টানা দ্বিতীয় বছরের জন্য স্থান পেয়েছিলেন কে?

(A) অরুণা মিলার
(B) নাতাশা পেরিয়ানায়গাম
(C) সুরভী জখমোলা
(D) জননী রামচন্দ্রন

উত্তর
(B) নাতাশা পেরিয়ানায়গাম

  • ইন্দো-আমেরিকান ছাত্রী নাতাশা পেরিয়ানায়াগাম সম্প্রতি জনস হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইয়ুথের “বিশ্বের সবচেয়ে মেধাবী” শিক্ষার্থীদের তালিকায় টানা দ্বিতীয় বছরের জন্য স্থান পেয়েছেন।
  • তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ফ্লোরেন্স এম গাউডিনার মিডল স্কুলে পড়াশোনা করছেন।

৫. সাম্প্রতিক তথ্যানুযায়ী বৃহস্পতি গ্রহ উপগ্রহের সংখ্যায় শনি গ্রহকে ছাড়িয়ে গেছে। বৃহস্পতি গ্রহের বর্তমান উপগ্রহের সংখ্যা কত?

(A) ৭৩
(B) ৯৬
(C) ৯২
(D) ৮৫

উত্তর
(C) ৯২

  • সৌরজগতের সবচেয়ে বেশি উপগ্রহ সহ গ্রহ হয়ে উঠেছে বৃহস্পতি।
  • শনি ২০১৯ সালের রিপোর্টে বৃহস্পতিকে ছাড়িয়ে গিয়েছিল।
  • জ্যোতির্বিজ্ঞানীরা বৃহস্পতির চারপাশে কক্ষপথে ১২টি নতুন অজানা উপগ্রহ গণনা করেছেন।
  • শনি গ্রহের উপগ্রহের সংখ্যা ৮৩টি।

৬. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন শহরে একটি আরবি একাডেমির উদ্বোধন করবেন?

(A) কলকাতা
(B) বেঙ্গালুরু
(C) হায়দ্রাবাদ
(D) মুম্বাই

উত্তর
(D) মুম্বাই

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১০ই ফেব্রুয়ারি ২০২৩-এ মুম্বাইতে আরবি একাডেমি উদ্বোধন করবেন।
  • একাডেমিটি দাউদি বোহরা সম্প্রদায়ের।
  • প্রধানমন্ত্রী মোদি বিশ্বব্যাপী দাউদি বোহরা সম্প্রদায়ের বর্তমান নেতা মহামান্য সৈয়দনা মুফাদ্দাল সাইফুদ্দিনের সাথে এর উদ্বোধন করবেন।

৭. ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন কর্পোরেট স্ট্যাটিসটিক্স ডেটাবেস- দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে দুগ্ধ উৎপাদনে ভারতের স্থান কত?

(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) চতুর্থ

উত্তর
(A) প্রথম

  • ভারত বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ।
  • ভারত ২০২১-২২ সালে বিশ্বব্যাপী দুধ উৎপাদনে ২৪% অবদান রেখেছে।
  • ভারতের দুধ উৎপাদন গত আট বছরে ৫১% বৃদ্ধি পেয়েছে।
  • ২০২১-২২  সালে উৎপাদন বেড়ে ২২০ মিলিয়ন টন হয়েছে।

৮. নিম্নোক্ত কোনটি ভারতীয়দের UPI ব্যবহার করে বিদেশে অর্থ প্রদান করতে সক্ষম করার জন্য একটি পরিষেবা চালু করবে?

(A) Freecharge
(B) CRED
(C) PhonePe
(D) Paytm

উত্তর
(C) PhonePe

  • PhonePe একটি পরিষেবার ঘোষণা করেছে যা তার ভারতীয় ব্যবহারকারীদের UPI ব্যবহার করে বিদেশে অর্থ প্রদান করতে সক্ষম করবে।
  • এই ‘UPI ইন্টারন্যাশনাল’ পরিষেবা সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মরিশাস, নেপাল এবং ভুটানের মতো দেশে কার্যকর হবে৷
  • ব্যবহারকারীরা তাদের ভারতীয় ব্যাঙ্ক থেকে বিদেশী মুদ্রায় সরাসরি অর্থপ্রদান করতে সক্ষম হবেন।
  • PhonePe হল প্রথম ভারতীয় ফিনটেক অ্যাপ যা পরিষেবাটি চালু করেছে৷

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button