Current Topics

নোবেল পুরস্কার ২০২২ তালিকা – Nobel Prize 2022 Winner List – PDF

List of 2022 Nobel Prize Winners

নোবেল পুরস্কার ২০২২ তালিকা – Nobel Prize 2022 Winner List

নোবেল পুরস্কার ২০২২ তালিকা : প্রিয় পাঠকেরা, ২০২২ সালের নোবেল পুরস্কার বিজেতাদের তালিকা ঘোষণা শুরু হয়ে গিয়েছে। প্রতিবছরের ন্যায় এবছরেও ৬টি বিভাগে নোবল পুরস্কার ঘোষণা করা হবে। দেখে নেওয়া যাক ২০২২ সালের নোবেল পুরস্কার বিজেতাদের সম্পূর্ণ তালিকা

তবে বিজেতাদের তালিকা দেখে নেওয়া যাক কোন কোন বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে।

[ দেখে নাওনোবেল পুরস্কার ২০২১ তালিকা | Nobel Prize 2021 । PDF ] 

মোট ছটি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়। এগুলি হল –

নংবিভাগ
পদার্থবিজ্ঞান
রসায়ন
চিকিৎসাশাস্ত্র
অর্থনীতি
সাহিত্য
শান্তি

নোবেল পুরস্কার ২০২২

২০২২ সালের নোবেল পুরস্কার বিজেতাদের তালিকা ৩ থেকে ১০ই অক্টোবরের মধ্যে ঘোষণা করা হবে। সেই অনুযায়ী আমাদের এই পোস্টটি আপডেট করা হবে এবং সবকটি বিভাগে পুরস্কার ঘোষণা করা হয়ে গেলে আমরা PDF ফাইল ডাউনলোড করার অপশন দিয়ে দেব।

একজনরে নোবেল ২০২২ বিজেতাদের তালিকা

ক্ষেত্রদেশপুরস্কার প্রাপক
মেডিসিনসুইডেনসোভান্তে পাবো
পদার্থবিজ্ঞানফ্রান্সঅ্যালেন অ্যাসপেক্ট
আমেরিকাজন ক্লজার
অস্ট্রেলিয়াঅ্যাটন জেলিঙ্গার
রসায়নআমেরিকাক্যারোলিন আর. বার্তোজি
ডেনমার্কমর্টেন মেল্ডল
আমেরিকাকে. ব্যারি সার্পলেস
সাহিত্যফ্রান্সঅ্যানি এরনও
শান্তিবেলারুশআলেস বিলিয়াতস্কি
রাশিয়ামেমোরিয়াল
ইউক্রেনসেন্টার ফর সিভিল লিবার্টিস
অর্থনীতিআমেরিকাবেন বার্নান
 ডগলাস ডায়মন্ড
ফিলিপ ডিবভিগ

Nobel 2022 - Winner List

চিকিৎসাশাস্ত্র

২০২২ সালে চিকিৎসাশাস্ত্র বা মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছেন পেয়েছেন সোভান্তে পাবো। ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি এই ঘোষণা করেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে ৪০ বছর আগে ১৯৮২ সালে সোভান্তে পাবোর বাবা সুনে বার্গস্ট্রম চিকিৎসায় নোবেল পেয়েছিলেন। পিতার পথ অনুসরণ করে সুইডেনের সোভান্তে পাবো এবছরের নোবেল পুরস্কার জয় করে নিয়েছেন।

মেডিসিন
সোভান্তে পাবো
সোভান্তে পাবো
সোভান্তে পাবো
সুইডেন
তিনি এই পুরস্কার পেয়েছেন বিলুপ্ত হোমিনিন এবং মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য।

পদার্থবিজ্ঞান

৪ঠা অক্টোবর, ২০২২ সালের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়েছে। এবারে তিনজন যুগ্মভাবে এই পুরস্কার জিতে নিয়েছেন। এবারের বিজেতারা হলেন –

  1. অ্যালেন অ্যাসপেক্ট (ফ্রান্স )
  2. জেলিঙ্গার (অস্ট্রেলিয়া ) এবং
  3. জন ক্লজার (আমেরিকান )
পদার্থবিজ্ঞান
Nobel Prize in Physics 2022
অ্যালেন অ্যাসপেক্টজন ক্লজারঅ্যাটন জেলিঙ্গার
ফ্রান্সআমেরিকাঅস্ট্রেলিয়া
কোয়ান্টাম ইনফরমেশনের দুনিয়ায় অভাবনীয় সাফল্যের জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হয়েছে।

রসায়ন

৫ই অক্টোবর ২০২২ সালের রসায়নে নোবেল বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এবারে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন যুগ্মভাবে। এই তিনজন হলেন –

  1. ক্যারোলিন আর. বার্তোজি (Carolyn R. Bertozzi),
  2. মর্টেন মেল্ডল (Morten Meldal) এবং
  3. কে. ব্যারি সার্পলেস  (K. Barry Sharpless)
রসায়ন
Nobel in Chemistry 2022
ক্যারোলিন আর. বার্তোজিমর্টেন মেল্ডলকে. ব্যারি সার্পলেস
আমেরিকাডেনমার্কআমেরিকা
ক্লিক কেমিস্ট্রি এবং বায়োর্থোগোনাল কেমিস্ট্রির উন্নয়নের জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে – কে. ব্যারি সার্পলেস এই নিয়ে দুইবার নোবেল পেলেন। এর আগে ২০০১ সালে তিনি নোবেল পেয়েছিলেন। তিনি এখন পর্যন্ত পঞ্চম ব্যক্তি যিনি দুটি নোবেল পুরস্কার পেয়েছেন।

সাহিত্য

৬ই অক্টোবর ২০২২ সালের সাহিত্যে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হয়েছে। এবারে সাহিত্যে নোবেল পুরস্কার জিতে নিয়েছেন ফরাসি সাহিত্যিক অ্যানি এরনও (Annie Ernaux)। সাহিত্যে নোবেল বিজয়ী ১১৯তম লেখক হিসেবে তার নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। তিনি ১৭তম মহিলা যিনি সাহিত্যে নোবেল পুরস্কার জিতে নিয়েছেন

সাহিত্য 
সাহিত্যে নোবেল ২০২২
অ্যানি এরনও
ফ্রান্স
কল্পনার পর্দাকে ছিঁড়ে দিতে ছুরির মতো ভাষার প্রয়োগ করার জন্য তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে।

শান্তি

৭ই অক্টোবর এবারের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। এবার যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন বেলারুশের মানবাধিকার কর্মী আলেস বিলিয়াতস্কি, রুশ মানবাধিকার সংস্থা মেমোরিয়াল ও ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিস

শান্তি 
Nobel Peace Prize Winner 2022
আলেস বিলিয়াতস্কিমেমোরিয়ালসেন্টার ফর সিভিল লিবার্টিস
বেলারুশরাশিয়াইউক্রেন
তারা যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহার নথিভুক্ত করার জন্য একটি অসামান্য চেষ্টা করেছে। তারা একসঙ্গে শান্তি ও গণতন্ত্রের জন্য নাগরিক সমাজের তাৎপর্য প্রদর্শন করে।

অর্থনীতি

১০ই  অক্টোবর এবারের অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। আমেরিকার তিন অর্থনীতিবিদ— বেন বার্নান, ডগলাস ডায়মন্ড এবং ফিলিপ ডিবভিগ এবারে যুগ্মভাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতে নিয়েছেন ।

অর্থনীতি
অর্থনীতিতে নোবেল ২০২২
বেন বার্নান ডগলাস ডায়মন্ডফিলিপ ডিবভিগ
আমেরিকাআমেরিকাআমেরিকা
বৃদ্ধি বা আর্থিক বিপর্যয়ের ক্ষেত্রে ব্যাঙ্কগুলির ভূমিকা কতটা। কোনও দেশের আর্থিক হাল সে দেশের ব্যাঙ্কগুলির পেশাদারি দক্ষতা এবং কার্যকলাপের উপর কী ভাবে বা নির্ভর করে। কী ভাবেই বা তা প্রভাব ফেলতে থাকে স্থান-কালের গণ্ডি অতিক্রম করে? – এই প্রশ্নগুলির উত্তর খোঁজার জন্য

Nobel 2022 Winner List in Bengali

নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির PDF ফাইল ডাউনলোড করে নাও ।


Download Section

  • File Name : নোবেল পুরস্কার ২০২২ তালিকা – Nobel Prize 2022 Winner List – PDF – বাংলা কুইজ
  • File Size: 6.9 MB
  • No. of Pages: 09
  • Format: PDF
  • Language: Bengali

নোবেল পুরস্কার ২০২২ সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর –

2022 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে

2022 সালে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন বেলারুশের মানবাধিকার কর্মী আলেস বিলিয়াতস্কি, রুশ মানবাধিকার সংস্থা মেমোরিয়াল ও ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিস

2022 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান কে ?

2022 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি সাহিত্যিক অ্যানি এরনও (Annie Ernaux )

কোন সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ?

১৯০১ সাল থেকে।

২০২২ সালে চিকিৎসাশাস্ত্র বা মেডিসিনে নোবেল পুরস্কার কে জিতে নিয়েছেন ?

২০২২ সালে চিকিৎসাশাস্ত্র বা মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের সোভান্তে পাবো

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button